Vastu Tips for Bedroom: খাটের তলায় জিনিস ভর্তি? দেখুন কোনটা রাখা উচিত, কোনটা নয়, রইল ঘরের বাস্তু টিপস
- Published by:Teesta Barman
Last Updated:
Vastu Tips for Bedroom: জেনে নেওয়া দরকার খাটের তলায় কোন কোন জিনিস রাখা উচিত, আর কোনটা রাখা উচিত নয়। নয়তো বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। বাস্তুশাস্ত্র মতে, কয়েকটি জিনিসের তালিকা দেওয়া হল।
মানুষের আশপাশের সমস্ত কিছুই তাঁর জীবনে প্রভাব ফেলে বলে মনে করে। রান্নাঘর থেকে শোওয়ার ঘর বা বাথরুমের, প্রত্যেকটি জিনিস নিয়েই বাস্তুর নিয়ম আছে। তাদের মধ্যে বিছানা বা খাট খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাই বিছানার যত্ন নেওয়া খুব দরকার। অনেকের অভ্যাস, খাটের তলায় বিভিন্ন জিনিস ঢুকিয়ে রাখা। তাই জেনে নেওয়া দরকার খাটের তলায় কোন কোন জিনিস রাখা উচিত, আর কোনটা রাখা উচিত নয়। নয়তো বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। বাস্তুশাস্ত্র মতে, কয়েকটি জিনিসের তালিকা দেওয়া হল।
advertisement
লোহার জিনিস: বহু বাড়িতেই লোহার পুরনো জিনিসপত্র খাটের তলায় রাখার অভ্যাস আছে। কিন্তু এতে মানুষের জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, যে জিনিস আপনার নিত্য কাজে লাগে না, তা ফেলে দেওয়া উচিত। অথবা বিক্রি করে দিতে পারেন। যদি পরবর্তীকালে সেই জিনিসগুলির প্রয়োজন পড়ে, তাহলে খাটের তলায় না রেখে অন্য কোনও জায়গায় রেখে দেওয়া ভাল।
advertisement
advertisement
advertisement
advertisement