Vastu Tips for Attract Money: চারদিক থেকে হবে টাকার বৃষ্টি, বাস্তু মেনে খালি এই গাছ বাড়িতে রাখুন, চিন্তা থেকে পাক্কা মুক্তি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Vastu Tips for Attract Money: যারা বাগান করতে পছন্দ করেন তারা বাড়িতে , ফ্ল্যাটেও নানা প্রজাতির গাছ-গাছালি রোপণ করেন। তাঁরা কুবের গাছ রাখলে আপনি যেখানে, টাকা সেখানে৷
কলকাতা : টাকা কার না প্রয়োজন , অনেক সময় শত চেষ্টাতেও সে অধরাই থেকে যায়৷ তাই অনেকক্ষেত্রেই সামাণ্য সাহায্যের প্রয়োজন হয়ে পড়ে৷ তাই যাঁরা বাগান করতে পছন্দ করেন তাঁরা যদি নির্দিষ্ট কিছু কাজ নিয়ম মেনে করেন তাহলে টাকার যোগান নিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে পড়তে পারেন৷ ভোপালের জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার পরামর্শ কোন গাছ বাড়িতে রাখলে বাড়ে অর্থের যোগান৷
advertisement
যারা বাগান করতে পছন্দ করেন তারা বাড়িতে , ফ্ল্যাটেও নানা প্রজাতির গাছ-গাছালি রোপণ করেন। গাছ-গাছালি শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, ঘরের পরিবেশ বিশুদ্ধ করার পাশাপাশি অনেক সমস্যা থেকে মুক্তি দিত, প্রতিপত্তি সম্পত্তি বৃদ্ধি পায়৷ বাস্তু শাস্ত্র অনুযায়ি বাড়িতে বিভিন্ন জিনিস রাখলে তার টানে অর্থবৃদ্ধি হয়, এরকম করতে পারে ভেবে অনেকে মানি প্ল্যান্ট পোঁতেন। বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্টের অর্থ আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, তবে মানি প্ল্যান্ট ছাড়াও আরও একটি গাছ রয়েছে যা আপনার জন্য অর্থ আকর্ষণ করে আপনাকে ধনী করে তুলতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement