Vastu Tips: ঘরের দরজায় এই গাছ থাকলে এক্ষুনি সরিয়ে দিন! কখনও রাখবেন না এই ৫ জিনিস, রুষ্ট হন মা লক্ষ্মী
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
Vastu Tips: বাস্তু টিপস: আমাদের বাড়িতে রাখা প্রতিটি জিনিসেরই বাস্তু ভিত্তিক আলাদা আলাদা তাৎপর্য রয়েছে৷ বাস্তুশাস্ত্র বলে, এ প্রত্যেকটি জিনিস বাড়ির কোনদিকে, কোন অভিমুখে রাখা হয়, তার উপরে বাড়ির শুভ-অশুভ, সামগ্রিক পরিবেশ অনেকটাই নির্ভর করে৷ বাস্তুশাস্ত্রে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলি ভুল দিক বা জায়গায় রাখলে তা আমাদের জীবনে বা সংসারে নানা বাধা সৃষ্টি করতে পারে। তেমনই বাড়ির মূল দরজায় রাখা কিছু জিনিস। বাড়ির মূল দরজার কাছে এই বস্তুগুলো রাখলে তা সংসারে খারাপ প্রভাব ফেলে বলে মনে করেন বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞেরা৷ এতে মা লক্ষ্মীও ক্রুদ্ধ হন। আসুন জেনে নেওয়া যাক, বাড়ির দোরগোড়া থেকে কোন কোন জিনিসকে দূরে রাখব আমরা৷ আমাদের সেই তথ্য দিয়ে উপকৃত করছেন জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত ঋষিকান্ত মিশ্র।
বাস্তু টিপস: আমাদের বাড়িতে রাখা প্রতিটি জিনিসেরই বাস্তু ভিত্তিক আলাদা আলাদা তাৎপর্য রয়েছে৷ বাস্তুশাস্ত্র বলে, এ প্রত্যেকটি জিনিস বাড়ির কোনদিকে, কোন অভিমুখে রাখা হয়, তার উপরে বাড়ির শুভ-অশুভ, সামগ্রিক পরিবেশ অনেকটাই নির্ভর করে৷ বাস্তুশাস্ত্রে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলি ভুল দিক বা জায়গায় রাখলে তা আমাদের জীবনে বা সংসারে নানা বাধা সৃষ্টি করতে পারে। তেমনই বাড়ির মূল দরজায় রাখা কিছু জিনিস। বাড়ির মূল দরজার কাছে এই বস্তুগুলো রাখলে তা সংসারে খারাপ প্রভাব ফেলে বলে মনে করেন বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞেরা৷ এতে মা লক্ষ্মীও ক্রুদ্ধ হন। আসুন জেনে নেওয়া যাক, বাড়ির দোরগোড়া থেকে কোন কোন জিনিসকে দূরে রাখব আমরা৷ আমাদের সেই তথ্য দিয়ে উপকৃত করছেন জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত ঋষিকান্ত মিশ্র।
advertisement
আবর্জনা: বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির মূল দরজার বাইরে আবর্জনা রাখা কখনওই উচিত নয়৷ এমনকি, বাড়ির মূল দরজার বাইরে ডাস্টবিন রাখাও একেবারে অনুচিত৷ যদি কোনও কারণে দরজার বাইরে ময়লা বা আবর্জনা পড়ে থাকে, তাহলে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত৷ কারণ, এতে বাড়ির সদস্যদের উপরে খারাপ প্রভাব পড়ে। বাড়ির মূল দরজা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে বাড়ির পরিবেশও সুস্থ-স্বাভাবিক থাকে৷ (ছবি-ক্যানভা)
advertisement
advertisement
ঝাঁটা: বাস্তুশাস্ত্র মতে, ঝাঁটায় পা লেগে যাওয়া, বা শরীরের কোনও অংশে পড়ে থাকা ঝাঁটার স্পর্শ রাখা অশুভ৷ এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় বলে মনে করা হয়৷ তাতে সংসারে আর্থিক সংকট নেমে আসে৷ তাই দোরগোড়ার কাছে ঝাড়ু রাখা কখনওই উচিত নয়। বাড়ির বাইরে ঝাড়ু থাকলে তাতে পা ঠেকে যাওয়ার সম্ভাবনা থাকে। (ছবি-ক্যানভা)
advertisement
advertisement