Vastu Tips: ঘরের কিছু জিনিস খোলা রাখলেই জীবনে নেমে আসবে ঘোর অশান্তি! মুহূর্তের ভুল 'কাঙাল' করে ছাড়বে আপনাকে!

Last Updated:
হিন্দু ধর্মে বাস্তু শাস্ত্রের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অনেক সময় আমাদের ঘরের কিছু ছোট ছোট বিষয় সমস্যার সৃষ্টি করে থাকে, সেই বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন।
1/8
আর সব থেকে ধীর গতির গ্রহ হলেন শনি, তিনি প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন ৷ চন্দ্রের পরে সব থেকে দ্রুত গতির গ্রহ হলেন গ্রহের রাজকুমার বুধ ৷ প্রতীকী ছবি ৷
হিন্দু ধর্মে বাস্তু শাস্ত্রের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অনেক সময় আমাদের ঘরের কিছু ছোট ছোট বিষয় সমস্যার সৃষ্টি করে থাকে, সেই বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন।এই প্রসঙ্গে জ্যোতিষী তথা বাস্তুবিদ হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, ঘরের কিছু জিনিস যদি আমরা মনোযোগ না দি তবে জীবনে নেমে আসতে পারে অকাল দুর্ভোগ। আসুন জেনে নি কোন কোন বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন।
advertisement
2/8
*নতুন বছর শুরু হতে আর সাতদিন বাকি। আগামী বছর নিয়ে মানুষের মধ্যে এখন থেকেই প্রত্যাশা অনেক। আপনিও যদি চান নতুন বছর অর্থাৎ ২০২৫ আপনার ভাল কাটুক, তাহলে আজই আপনার বাড়ি থেকে পাঁচটি জিনিস অবিলম্বে সরিয়ে ফেলুন। সংগৃহীত ছবি।
এই প্রসঙ্গে জ্যোতিষী তথা বাস্তুবিদ হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, ঘরের কিছু জিনিস যদি আমরা মনোযোগ না দি তবে জীবনে নেমে আসতে পারে অকাল দুর্ভোগ। আসুন জেনে নি কোন কোন বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন।
advertisement
3/8
দুধ ফোটানোর সময়, একটি পরিষ্কার এবং হালকা স্টিলের বাটি বা ঐ জাতীয় কোনও পাত্র ব্যবহার করুন। এই ধরনের পাত্রে দুধ সহজে উথলে উঠবে না।
দুধ ঢাকনা ছাড়া রাখাভারতীয় সংস্কৃতিতে দুধকে অত্যন্ত পবিত্র হিসাবে ধরা হয়। একে শুদ্ধতা এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে মানা হয়। অনেক সময় দুধ গরম করার পর ঢাকনা ছাড়াই ফ্রিজে রেখে দেওয়া হয়। যা কখনই উচিত নয়। কিন্তু, এরফলে দুধের মধ্যে নোংরা ও জীবাণু পড়তে পারে। শুধু তাই নয় মনে করে হয় এর ফলে পজিটিভ এনার্জিও প্রভাবিত হতে পারে। এরফলে দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে।
advertisement
4/8
 খোলা আলমারি<br />আলমারি শুধু কোনও আসবাব নয়, ঘরের ধন এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে মানা হয় এই আলমারিকে। তাই আলমারি খোলা রাখলে মা লক্ষ্মী অপ্রসন্ন হন। এরফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
খোলা আলমারিআলমারি শুধু কোনও আসবাব নয়, ঘরের ধন এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে মানা হয় এই আলমারিকে। তাই আলমারি খোলা রাখলে মা লক্ষ্মী অপ্রসন্ন হন। এরফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
advertisement
5/8
 খোলা বই<br />বইকে জ্ঞানের প্রতীক হিসাবে মনে করা হয়। এই বইয়ের সঙ্গে বুধ গ্রহের সম্পর্ক রয়েছে। অনেক সময় বই পড়বার পড়ে অনেকেই খোলা রেখে চলে যান। কিন্তু, এরফলে আপনার ধীরে ধীরে একাগ্রতা কমতে শুরু করে। এরফলে আপনার বই পড়াতেও মন বসতে চাইবে না।
খোলা বইবইকে জ্ঞানের প্রতীক হিসাবে মনে করা হয়। এই বইয়ের সঙ্গে বুধ গ্রহের সম্পর্ক রয়েছে। অনেক সময় বই পড়বার পড়ে অনেকেই খোলা রেখে চলে যান। কিন্তু, এরফলে আপনার ধীরে ধীরে একাগ্রতা কমতে শুরু করে। এরফলে আপনার বই পড়াতেও মন বসতে চাইবে না।
advertisement
6/8
২ - সম্বন্ধের বিয়েতে, ছেলে এবং মেয়ে একে অপরের পছন্দ-অপছন্দ সম্পর্কে অবগত থাকে না। এমন পরিস্থিতিতে, তাঁরা একে অপরকে বোঝার, জানার এবং চিনতে চেষ্টা করে, এটিও নিজের মধ্যে একটি ভাল অভিজ্ঞতা। এছাড়াও, আমরা শুরুতেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যাই। এর ফলে তাঁদের আত্মবিশ্বাসও বাড়ে।
খাবার কখনও খোলা ছাড়বেন নাখাবারে অন্নপূর্ণার আশীর্বাদ মনে করা হয়। যদি খাবার ঢাকনা ছাড়া রাখা হয় তবে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও, এরফলে অসুখের সমস্যাও বাড়তে পারে। তাছাড়া আর্থিক সমস্যাও রয়েছে।
advertisement
7/8
সিওপিডি রোগীরা কী কী খাবেন না? প্রথমেই বাদ দিন নুন। নুন শরীরে জল জমায়, ফলে শ্বাসকষ্ট হয়।
নুন কখনও ঢাকনা ছাড়া রাখতে নেইনুনকে মনের প্রতীক হিসাবে মনে করা হয়। যদি আমরা নুনকে খোলা রেখে দি তবে ঘরে পারিবারিক চাপ, মানসিক অশান্তি এবং ঝগড়ার কারণ হতে পারে। তাই নুন সবসময় বাক্স বন্ধ করে রাখা উচিত।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement