Vastu Tips: বাড়িতে মাকড়সার জাল হওয়া শুভ নাকি অশুভ? কী বলছে বাস্তুশাস্ত্র?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Spider Web Net: প্রায় প্রতিটি বাড়িতে মাকড়সার জাল দেখা যায়। ঘরের কোনায় মাকড়সার জাল হওয়ার কারণ অনেক। কিন্তু জানেন কি বাস্তুমতে ঘরের কোনায় মাকড়সার জাল হওয়ার অর্থ কী?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পূজা ঘরে যদি মাকড়সার জাল থাকে, তাহলে আপনার পরিবারের সদস্যদের দুর্ভাগ্যের সম্মুখীন হতে হতে পারে। মন্দিরে মাকড়সার জাল থাকলে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করা উচিত।(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)