Vaishakhi Amavasya 2024: মঙ্গল ও বুধ বৈশাখী অমাবস্যা! সন্ধ্যায় করুন এই কাজ, ঘর মোছার জলে দিন এই জিনিস! অভাব কাটিয়ে চুম্বকের টানে পাবেন অর্থসুখ

Last Updated:
Vaishakhi Amavasya 2024: পূর্ণিমা তিথিতে যেখানে মাঙ্গলিক কাজ করা হয়, সেখানে সনাতনী মতে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের তর্পণ করা হয়৷ এই তিথিতে কোন কোন কাজ করবেন, কী কী কাজ করা থেকে বিরত থাকবেন তার উপর সংসারের শুভ অশুভ, জীবনের পাপ পুণ্য নির্ভর করে বলে মত জ্যোতিষশাস্ত্রে৷ সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ
1/10
মঙ্গল এবং বুধবার পালিত হবে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা৷
মঙ্গল এবং বুধবার পালিত হবে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা৷
advertisement
2/10
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
advertisement
3/10
পূর্ণিমা তিথিতে যেখানে মাঙ্গলিক কাজ করা হয়, সেখানে সনাতনী মতে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের তর্পণ করা হয়৷
পূর্ণিমা তিথিতে যেখানে মাঙ্গলিক কাজ করা হয়, সেখানে সনাতনী মতে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের তর্পণ করা হয়৷
advertisement
4/10
এই তিথিতে কোন কোন কাজ করবেন, কী কী কাজ করা থেকে বিরত থাকবেন তার উপর সংসারের শুভ অশুভ, জীবনের পাপ পুণ্য নির্ভর করে বলে মত জ্যোতিষশাস্ত্রে৷ সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
এই তিথিতে কোন কোন কাজ করবেন, কী কী কাজ করা থেকে বিরত থাকবেন তার উপর সংসারের শুভ অশুভ, জীবনের পাপ পুণ্য নির্ভর করে বলে মত জ্যোতিষশাস্ত্রে৷ সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
advertisement
5/10
অমাবস্যায় শুভ মাঙ্গলিক কাজ নিষিদ্ধ৷ শুভ কাজের জন্য কেনাকাটা করা হয় না৷ আমিষের বদলে সাত্তিক আহার গ্রহণ করা হয়৷
অমাবস্যায় শুভ মাঙ্গলিক কাজ নিষিদ্ধ৷ শুভ কাজের জন্য কেনাকাটা করা হয় না৷ আমিষের বদলে সাত্তিক আহার গ্রহণ করা হয়৷
advertisement
6/10
এই তিথিতে চুলদাড়ি কাটা অর্থাত ক্ষৌরকর্ম নিষিদ্ধ৷ গাছপাতা ফুল ইত্যাদি ছেঁড়া উচিত নয়৷ এই তিথিতে স্নানদানধ্যান করুন৷ কিন্তু অন্যের এঁটো খাবার খাবেন না৷
এই তিথিতে চুলদাড়ি কাটা অর্থাত ক্ষৌরকর্ম নিষিদ্ধ৷ গাছপাতা ফুল ইত্যাদি ছেঁড়া উচিত নয়৷ এই তিথিতে স্নানদানধ্যান করুন৷ কিন্তু অন্যের এঁটো খাবার খাবেন না৷
advertisement
7/10
পরিবার থেকে অশুভ শক্তির কুপ্রভাব দূর করতে জলে লবণ মিশিয়ে ঘর মুছুন৷ এতে ঘর সংসার ও আপনার জীবন থেকে নেগেটিভিটি দূর করতে জলে এক চিমটি লবণ মিশিয়ে ঘর মুছুন৷
পরিবার থেকে অশুভ শক্তির কুপ্রভাব দূর করতে জলে লবণ মিশিয়ে ঘর মুছুন৷ এতে ঘর সংসার ও আপনার জীবন থেকে নেগেটিভিটি দূর করতে জলে এক চিমটি লবণ মিশিয়ে ঘর মুছুন৷
advertisement
8/10
এই তিথির সন্ধ্যায় বাড়ির ঠাকুরঘরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন৷ তাহলে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে৷ অশুভ প্রভাব কাটাতে বাড়ির সদর দরজায় প্রজ্বলন করুন দু’টি তিলতেলের প্রদীপ৷
এই তিথির সন্ধ্যায় বাড়ির ঠাকুরঘরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন৷ তাহলে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে৷ অশুভ প্রভাব কাটাতে বাড়ির সদর দরজায় প্রজ্বলন করুন দু’টি তিলতেলের প্রদীপ৷
advertisement
9/10
এই তিথিতে শনির কুপ্রভাব থেকেও মুক্ত হতে পারবেন৷ শনি মন্দিরে গিয়ে কালো তিল, সরষের তেল এবং কালো বা ঘন নীল রঙের পোশাক দান করতে পারেন৷ তাহলে সাড়ে সাতী, ঢাইয়া-সহ একাধিক সমস্যা থেকে মুক্ত হবেন৷
এই তিথিতে শনির কুপ্রভাব থেকেও মুক্ত হতে পারবেন৷ শনি মন্দিরে গিয়ে কালো তিল, সরষের তেল এবং কালো বা ঘন নীল রঙের পোশাক দান করতে পারেন৷ তাহলে সাড়ে সাতী, ঢাইয়া-সহ একাধিক সমস্যা থেকে মুক্ত হবেন৷
advertisement
10/10
অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন৷ এই পবিত্র গাছে ফুল ও ফল নিবেদন করতে পারেন৷
অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন৷ এই পবিত্র গাছে ফুল ও ফল নিবেদন করতে পারেন৷
advertisement
advertisement
advertisement