হোম » ছবি » জ্যোতিষকাহন » মাঝেমধ্যেই চোখ লাফিয়ে উঠছে! তা কীসের ইঙ্গিত জানলে আর বিষয়টি এড়িয়ে যাবেন না

Eye Twitching: মাঝেমধ্যেই চোখ লাফিয়ে উঠছে! তা কীসের ইঙ্গিত জানলে আর বিষয়টি এড়িয়ে যাবেন না

  • 15

    Eye Twitching: মাঝেমধ্যেই চোখ লাফিয়ে উঠছে! তা কীসের ইঙ্গিত জানলে আর বিষয়টি এড়িয়ে যাবেন না

    অনেক সময়ই চোখ লাফিয়ে ওঠে। এটিকে খুব সাধারণ ব্যাপার বলেই মনে হয়। তবে চোখ লাফালেই নাকি শুভ বা অশুভ কিছু ঘটতে পারে। বাড়ির বড়রা অন্তত তেমনই বলেন। কিন্তু সত্যিই কি তাই? সামুদ্রিক শাস্ত্রে বলা হয়, চোখ লাফালে শুভ বা অশুভ কিছু ঘটতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দিল্লি নিবাসী জ্যোতিষী আচার্য অলোক পণ্ডিত।

    MORE
    GALLERIES

  • 25

    Eye Twitching: মাঝেমধ্যেই চোখ লাফিয়ে উঠছে! তা কীসের ইঙ্গিত জানলে আর বিষয়টি এড়িয়ে যাবেন না

    মনে করা হয়, নারীদের ক্ষেত্রে বাঁ চোক লাফানো শুভ। কিন্তু তাঁদের ডান চোখ লাফালে নাকি খারাপ কিছু ঘটতে পারে।

    MORE
    GALLERIES

  • 35

    Eye Twitching: মাঝেমধ্যেই চোখ লাফিয়ে উঠছে! তা কীসের ইঙ্গিত জানলে আর বিষয়টি এড়িয়ে যাবেন না

    পুরুষদের ক্ষেত্রে বিষয়টি এক নয়। মনে করা হয়, ডান চোখ লাফালে তাঁদের ভালবাসার মানুষের সঙ্গে দেখা হবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হবে।

    MORE
    GALLERIES

  • 45

    Eye Twitching: মাঝেমধ্যেই চোখ লাফিয়ে উঠছে! তা কীসের ইঙ্গিত জানলে আর বিষয়টি এড়িয়ে যাবেন না

    বাঁ চোখ লাফানো নাকি পুরুষদের জন্য মোটেই শুভ নয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, তাঁদের বাঁ চোখ লাফালে নাকি জীবনে খারাপ সময় শুরু হওয়ার আশঙ্কা থাকে।

    MORE
    GALLERIES

  • 55

    Eye Twitching: মাঝেমধ্যেই চোখ লাফিয়ে উঠছে! তা কীসের ইঙ্গিত জানলে আর বিষয়টি এড়িয়ে যাবেন না

    মহিলাদের ডান চোখ লাফালে, তাঁদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। বিজ্ঞান যদিও বলে, চোখ আচমকা লাফাতেই পারে। এতে কারও নিয়ন্ত্রণ থাকে না। বারবার চোখ লাফালে, তা স্বাস্থ্যের কোনও সমস্যার ইঙ্গিতও হতে পারে। সে ক্ষেত্রে চিকি‍ৎসকের পরামর্শ নেওয়া উচিত।

    MORE
    GALLERIES