অনেক সময়ই চোখ লাফিয়ে ওঠে। এটিকে খুব সাধারণ ব্যাপার বলেই মনে হয়। তবে চোখ লাফালেই নাকি শুভ বা অশুভ কিছু ঘটতে পারে। বাড়ির বড়রা অন্তত তেমনই বলেন। কিন্তু সত্যিই কি তাই? সামুদ্রিক শাস্ত্রে বলা হয়, চোখ লাফালে শুভ বা অশুভ কিছু ঘটতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দিল্লি নিবাসী জ্যোতিষী আচার্য অলোক পণ্ডিত।