Tulsi Tips: তুলসী গাছ শুকিয়ে কাঠ? জলের সঙ্গে মিশিয়ে গোড়ায় ঢালুন এই জিনিস, পাতায় ভরবে গাছ, মা লক্ষ্মীর কৃপায় ফুলে-ফেঁপে উঠবে সংসার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Tulsi Tips: বৈশাখ মাস শেষ হতে চলেছে এবং এর পরে জ্যৈষ্ঠ মাস শুরু হবে। এই মাসে প্রচণ্ড গরমের কারণে তুলসী শুকিয়ে যায়। এমন পরিস্থিতিতে তাদের উপাসনার পদ্ধতিও বদলে যায়। দেবঘরের আচার্য জানালেন কীভাবে জ্যৈষ্ঠ মাসে তুলসী পূজা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদগল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল লোকাল ১৮-কে বলেন, ১২ মে বৈশাখ পূর্ণিমা। এর পাশাপাশি ১৩ মে থেকে জ্যৈষ্ঠ মাস শুরু হতে চলেছে। হিন্দু পঞ্জিকা অনুসারে, জ্যৈষ্ঠ হল সবচেয়ে দীর্ঘ মাস। এই মাসে গঙ্গা দশেরা, বট সাবিত্রী ব্রত এবং বড় মঙ্গলের মতো প্রধান উপবাস এবং উৎসব পালিত হয়।
advertisement
advertisement
advertisement