Tulsi Tips: চুম্বকের মতো টাকা টেনে আনবে ঘরে...! লাল কাপড়ে বেঁধে রাখুন তুলসী মঞ্জরী, মা লক্ষীর কৃপায় অঢেল ধনবৃষ্টি, সব বাধা-বিপত্তি শেষ নিমেষে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Tulsi Tips: অগ্রহায়ণ মাসে তুলসী গাছে ফুল ফোটে। এটা বিশ্বাস করা হয় যে মঞ্জরি তুলসীর মতোই সমান গুরুত্বপূর্ণ। এমনটা বিশ্বাস করা হয় যে আমরা যদি মঞ্জরি সংক্রান্ত কিছু ব্যবস্থা করি, তাহলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু খুব খুশি হন। অর্থের সমস্যা দূর হয়।
advertisement
অগ্রহায়ণ মাসে তুলসী গাছে ফুল ফোটে। এটা বিশ্বাস করা হয় যে মঞ্জরি তুলসীর মতোই সমান গুরুত্বপূর্ণ। এমনটা বিশ্বাস করা হয় যে আমরা যদি মঞ্জরি সংক্রান্ত কিছু ব্যবস্থা করি, তাহলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু খুব খুশি হন। অর্থের সমস্যা দূর হয়। সব নষ্ট কাজ সম্পন্ন হয়৷ এমনই এক বিশেষ সমাধানের কথা জানিয়েছেন দেওঘরের জ্যোতিষী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement