Vastu Tips: হাত থেকে ‘এই’ জিনিসগুলো পড়ে যাওয়া মানেই সংসারে চূড়ান্ত অমঙ্গল! হবে চরম ক্ষতি, সাবধান..
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Vastu Tips: প্রদীপ: পণ্ডিতরা বলেন, জ্বলন্ত প্রদীপ যেন কখনও হাত থেকে নীচে না পড়ে। যদি প্রদীপ নিভে যায়, এর অর্থ হল জীবনে কিছু সমস্যা আসতে চলেছে। এছাড়াও, পরিবারে খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
বাস্তু টিপস: আমাদের জীবনের কিছু ঘটনা ঘটে, যার লক্ষণ হয়ত আমরা আগেই দৈনন্দিন জীবনে লক্ষ্য করে থাকি৷ কিন্তু, তাতে বিশেষ গুরুত্ব দিই না৷ যেমন, বাড়ির চালায় বসে ক্রমাগত কাক ডেকে যাওয়া বা হাঁড়িতে ভাত অত্যধিক বেশি হয়ে যাওয়া। বাস্তু শাস্ত্র মতে, আমাদের হাত থেকে কিছু কিছু জিনিস পিছলে পড়ে যাওয়াও আসলে অশনি সঙ্কেত বয়ে আনে। কী কী জিনিস পড়ে গেলে জানবেন বিপদ আসছে?
advertisement
সিঁদুর: সিঁদুর আমাদের ঐতিহ্যের অঙ্গ। এয়ো স্ত্রীর শোভা৷ পূজো থেকে যে কোনও শুভ অনুষ্ঠানে সিঁদুর একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এটা বোধহয়, মা-ঠাকুমারাই আমাদের শিখিয়েছেন যে, মেয়েদের হাত থেকে সিঁদুর পড়ে যাওয়াটা অশুভ। হাত থেকে সিঁদুর বা সিঁদুর কৌটো পড়ে যাওয়া অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়৷ তাই তখনই সাবধান হয়ে যাওয়া উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মৃৎপাত্র: সাধারণত প্রতিটি বাড়িতেই কোনও না কোনও মৃৎপাত্র, মূর্তি বা অন্যান্য বস্তু থাকে। ঠান্ডা জলের জন্য আমরা অনেক সময় মাটির পাত্র ব্যবহার করে থাকি। এই ধরনের পাত্র মাঝে মাঝে পিছলে যায় বা পড়ে যায়। এভাবে ঘরে পাত্র পড়ে যাওয়া এবং ভেঙে যাওয়া অশুভ লক্ষণ। এমনটা হলে আপনার জীবনে অনেক সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement