Vastu Tips: হাত থেকে ‘এই’ জিনিসগুলো পড়ে যাওয়া মানেই সংসারে চূড়ান্ত অমঙ্গল! হবে চরম ক্ষতি, সাবধান..

Last Updated:
Vastu Tips: প্রদীপ: পণ্ডিতরা বলেন, জ্বলন্ত প্রদীপ যেন কখনও হাত থেকে নীচে না পড়ে। যদি প্রদীপ নিভে যায়, এর অর্থ হল জীবনে কিছু সমস্যা আসতে চলেছে। এছাড়াও, পরিবারে খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
1/11
বাস্তু টিপস: আমাদের জীবনের কিছু ঘটনা ঘটে, যার লক্ষণ হয়ত আমরা আগেই দৈনন্দিন জীবনে লক্ষ্য করে থাকি৷ কিন্তু, তাতে বিশেষ গুরুত্ব দিই না৷ যেমন, বাড়ির চালায় বসে ক্রমাগত কাক ডেকে যাওয়া বা হাঁড়িতে ভাত অত্যধিক বেশি হয়ে যাওয়া। বাস্তু শাস্ত্র মতে, আমাদের হাত থেকে কিছু কিছু জিনিস পিছলে পড়ে যাওয়াও আসলে অশনি সঙ্কেত বয়ে আনে। কী কী জিনিস পড়ে গেলে জানবেন বিপদ আসছে?
বাস্তু টিপস: আমাদের জীবনের কিছু ঘটনা ঘটে, যার লক্ষণ হয়ত আমরা আগেই দৈনন্দিন জীবনে লক্ষ্য করে থাকি৷ কিন্তু, তাতে বিশেষ গুরুত্ব দিই না৷ যেমন, বাড়ির চালায় বসে ক্রমাগত কাক ডেকে যাওয়া বা হাঁড়িতে ভাত অত্যধিক বেশি হয়ে যাওয়া। বাস্তু শাস্ত্র মতে, আমাদের হাত থেকে কিছু কিছু জিনিস পিছলে পড়ে যাওয়াও আসলে অশনি সঙ্কেত বয়ে আনে। কী কী জিনিস পড়ে গেলে জানবেন বিপদ আসছে?
advertisement
2/11
সিঁদুর: সিঁদুর আমাদের ঐতিহ্যের অঙ্গ। এয়ো স্ত্রীর শোভা৷ পূজো থেকে যে কোনও শুভ অনুষ্ঠানে সিঁদুর একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এটা বোধহয়, মা-ঠাকুমারাই আমাদের শিখিয়েছেন যে, মেয়েদের হাত থেকে সিঁদুর পড়ে যাওয়াটা অশুভ। হাত থেকে সিঁদুর বা সিঁদুর কৌটো পড়ে যাওয়া অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়৷ তাই তখনই সাবধান হয়ে যাওয়া উচিত।
সিঁদুর: সিঁদুর আমাদের ঐতিহ্যের অঙ্গ। এয়ো স্ত্রীর শোভা৷ পূজো থেকে যে কোনও শুভ অনুষ্ঠানে সিঁদুর একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এটা বোধহয়, মা-ঠাকুমারাই আমাদের শিখিয়েছেন যে, মেয়েদের হাত থেকে সিঁদুর পড়ে যাওয়াটা অশুভ। হাত থেকে সিঁদুর বা সিঁদুর কৌটো পড়ে যাওয়া অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়৷ তাই তখনই সাবধান হয়ে যাওয়া উচিত।
advertisement
3/11
তেল: তেলকে শনিদেবের চিহ্ন বলে মনে করা হয়। তাই ঘরের মেঝেতে তেল পড়লে মনে করা হয় আপনার কাজে ব্যাঘাত ঘটবে। এর পাশাপাশি ঋণের সমস্যাও বাড়তে পারে। এমন মানুষ লাখ চেষ্টা করেও ঋণমুক্ত হতে পারেন না৷
তেল: তেলকে শনিদেবের চিহ্ন বলে মনে করা হয়। তাই ঘরের মেঝেতে তেল পড়লে মনে করা হয় আপনার কাজে ব্যাঘাত ঘটবে। এর পাশাপাশি ঋণের সমস্যাও বাড়তে পারে। এমন মানুষ লাখ চেষ্টা করেও ঋণমুক্ত হতে পারেন না৷
advertisement
4/11
দুধ: দুধ হাত থেকে পিছলে পড়ে যাওয়ার অর্থ ঘরে অশুভ শক্তির আনাগোনা। দুধ চাঁদের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়৷ জ্যোতিষ বিশেষজ্ঞেরা বলেন, দুধ পড়ে গেলে দারিদ্র আসে৷ এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে সুখ কমার সাথে সাথে অশুভ লক্ষণ বৃদ্ধি পায়। পরিবারে নানা সমস্যার সৃষ্টি হয়।
দুধ: দুধ হাত থেকে পিছলে পড়ে যাওয়ার অর্থ ঘরে অশুভ শক্তির আনাগোনা। দুধ চাঁদের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়৷ জ্যোতিষ বিশেষজ্ঞেরা বলেন, দুধ পড়ে গেলে দারিদ্র আসে৷ এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে সুখ কমার সাথে সাথে অশুভ লক্ষণ বৃদ্ধি পায়। পরিবারে নানা সমস্যার সৃষ্টি হয়।
advertisement
5/11
নুন: হাত থেকে বারবার নুন পড়ে যাওয়া দুর্বল শুক্র ও চন্দ্রের লক্ষণ৷ এতে দাম্পত্য জীবনে সমস্যা নেমে আসে৷ সঙ্গীর সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা বাড়ে৷
নুন: হাত থেকে বারবার নুন পড়ে যাওয়া দুর্বল শুক্র ও চন্দ্রের লক্ষণ৷ এতে দাম্পত্য জীবনে সমস্যা নেমে আসে৷ সঙ্গীর সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা বাড়ে৷
advertisement
6/11
প্রসাদ: পূজার প্রসাদ হাত থেকে পড়ে যাওয়া অশুভ লক্ষণ। পুরাণ বলে যে, প্রসাদ পড়ে গেলে ভগবান আপনার উপর ক্রুদ্ধ হন। তাই ভগবানের ক্রোধ এড়াতে প্রসাদ না ফেলে চোখ বন্ধ করে খাওয়া উচিত। যদি এমন ভুল হয়ে থাকে, তবে অবিলম্বে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া উচিত।
প্রসাদ: পূজার প্রসাদ হাত থেকে পড়ে যাওয়া অশুভ লক্ষণ। পুরাণ বলে যে, প্রসাদ পড়ে গেলে ভগবান আপনার উপর ক্রুদ্ধ হন। তাই ভগবানের ক্রোধ এড়াতে প্রসাদ না ফেলে চোখ বন্ধ করে খাওয়া উচিত। যদি এমন ভুল হয়ে থাকে, তবে অবিলম্বে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া উচিত।
advertisement
7/11
খাবার: খাবার পরিবেশনের সময় হাত থেকে পড়ে যাওয়াকে অশুভ ইঙ্গিত হিসাবে বিবেচনা করা হয়৷ বারবার এমন হলে তা দারিদ্র বয়ে আনার ইঙ্গিত৷
খাবার: খাবার পরিবেশনের সময় হাত থেকে পড়ে যাওয়াকে অশুভ ইঙ্গিত হিসাবে বিবেচনা করা হয়৷ বারবার এমন হলে তা দারিদ্র বয়ে আনার ইঙ্গিত৷
advertisement
8/11
ঈশ্বরের মূর্তি: বাড়িতে ঈশ্বরের মূর্তি খুব যত্ন সহকারে রাখা উচিত। দেবতার মূর্তি হাত থেকে পড়ে যাওয়া অশুভ লক্ষণ। ভগবানের মূর্তি হাত থেকে পড়ে গেলে সম্পদহানি হয়, দারিদ্র্যের সম্ভাবনা থাকে। এছাড়াও, টাকা-পয়সা সংক্রান্ত অনেক সমস্যা তো আসেই।
ঈশ্বরের মূর্তি: বাড়িতে ঈশ্বরের মূর্তি খুব যত্ন সহকারে রাখা উচিত। দেবতার মূর্তি হাত থেকে পড়ে যাওয়া অশুভ লক্ষণ। ভগবানের মূর্তি হাত থেকে পড়ে গেলে সম্পদহানি হয়, দারিদ্র্যের সম্ভাবনা থাকে। এছাড়াও, টাকা-পয়সা সংক্রান্ত অনেক সমস্যা তো আসেই।
advertisement
9/11
মৃৎপাত্র: সাধারণত প্রতিটি বাড়িতেই কোনও না কোনও মৃৎপাত্র, মূর্তি বা অন্যান্য বস্তু থাকে। ঠান্ডা জলের জন্য আমরা অনেক সময় মাটির পাত্র ব্যবহার করে থাকি। এই ধরনের পাত্র মাঝে মাঝে পিছলে যায় বা পড়ে যায়। এভাবে ঘরে পাত্র পড়ে যাওয়া এবং ভেঙে যাওয়া অশুভ লক্ষণ। এমনটা হলে আপনার জীবনে অনেক সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মৃৎপাত্র: সাধারণত প্রতিটি বাড়িতেই কোনও না কোনও মৃৎপাত্র, মূর্তি বা অন্যান্য বস্তু থাকে। ঠান্ডা জলের জন্য আমরা অনেক সময় মাটির পাত্র ব্যবহার করে থাকি। এই ধরনের পাত্র মাঝে মাঝে পিছলে যায় বা পড়ে যায়। এভাবে ঘরে পাত্র পড়ে যাওয়া এবং ভেঙে যাওয়া অশুভ লক্ষণ। এমনটা হলে আপনার জীবনে অনেক সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
10/11
প্রদীপ: পণ্ডিতরা বলেন, জ্বলন্ত প্রদীপ যেন কখনও হাত থেকে নীচে না পড়ে। যদি প্রদীপ নিভে যায়, এর অর্থ হল জীবনে কিছু সমস্যা আসতে চলেছে। এছাড়াও, পরিবারে খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
প্রদীপ: পণ্ডিতরা বলেন, জ্বলন্ত প্রদীপ যেন কখনও হাত থেকে নীচে না পড়ে। যদি প্রদীপ নিভে যায়, এর অর্থ হল জীবনে কিছু সমস্যা আসতে চলেছে। এছাড়াও, পরিবারে খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
advertisement
11/11
( ডিসক্লেমার: এই নিবন্ধটি জনসাধারণের বিশ্বাস এবং ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। News18 এটি যাচাই করেনি। এটি সম্পূর্ণ সত্য বলে কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই।)
( ডিসক্লেমার: এই নিবন্ধটি জনসাধারণের বিশ্বাস এবং ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। News18 এটি যাচাই করেনি। এটি সম্পূর্ণ সত্য বলে কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই।)
advertisement
advertisement
advertisement