Moles: ‘তিল’ দেখেই বোঝা যাবে কপাল! মহিলাদের শরীরের এই কয়েকটি জায়গায় তিল থাকলে টাকাপয়সা-সোনাদানার কোনওদিন অভাব হবে না
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Lucky Moles on Body:মহিলাদের কোন কোন অঙ্গে, কোথায় কোথায় তিল থাকা শুভ তা রইল এই প্রতিবেদনে। শরীরের এইসব স্থানে তিল থাকলে টাকার অভাব থাকে না মহিলাদের।
সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, যদি কোনও মহিলার কপালে ডানদিকে তিল থাকে তবে এটি সৌভাগ্যের চিহ্ন হিসাবে বিবেচিত হয়। মহিলাদের কপালে তিল থাকে, তারা সর্বদা সফলতা অর্জন করে। এই নারীরা কখনও পরিশ্রম করতে পিছপা হয় না। তারা তাদের কাজের মাধ্যমে বিশ্বের সামনে তাদের পরিচয় তৈরি করে এবং সব ধরনের খ্যাতি অর্জন করে।
কোমরে তিল থাকলে সেই মহিলারা যেকোনও ক্ষেত্রেই প্রচুর নাম এবং সফলতা অর্জন করে। অন্যদিকে যেসব মহিলাদের উরুতে তিল থাকে, তারা বেশ সমৃদ্ধ এবং সুখী পরিবারে জীবনযাপন করে এবং বেশ ধনী হয়। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)