বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ২০ এপ্রিল ২০২৩ তারিখে। তবে ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না। গ্রহণের সময় সূর্য থাকবে মেষ ও অশ্বিনী নক্ষত্রে। এই অবস্থায় মেষ রাশির জাতক-জাতিকাদের উপর গ্রহণের সর্বোচ্চ প্রভাব দেখা যাবে বলে মনে করছে ভারতীয় জ্যোতিষশাস্ত্র। এর বাইরেও কিছু রাশির জীবনে পড়বে প্রভাব, যা অনেকাংশেই নেতিবাচক। দেখে নেওয়া যাক এক নজরে—
মেষ- ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশির জাতক-জাতিকার জীবনে সূর্যগ্রহণের প্রতিকূল প্রভাব পড়তে চলেছে। সূর্যগ্রহণের কারণে স্বাস্থ্যের উপর অশুভ প্রভাব পড়তে পারে। এসময় মানসিক জটিলতা বাড়বে। আর্থিক বিষয়েও অনেক সমস্যা তৈরি হতে পারে। পরিস্থিতি এমন হতে পারে যেখানে জাতক-জাতিকা ভুল-ঠিকের ফারাক করতে পারবেন না। তাই এসময় কোনও রকম পরিবর্তনের কথা না ভাবাই ভাল। প্রতিকার— শুভ ফল লাভে জন্য সূর্যদেবের উদ্দেশে নিয়মিত লাল ফুল ও জল নিবেদন করুন।
বৃষ- সূর্যগ্রহণ এই রাশির মানুষের জীবনেও অস্থিরতা তৈরি করতে চলেছে বলে মনে করছে ভারতীয় জ্যোতিষশাস্ত্র। এই সময়ে এই জাতক-জাতিকাকে নানা রকম সমস্যায় পড়তে হতে পারে। ক্রোধের সমস্যা তৈরি হতে পারে। বার বার মেজাজ হারালে সমস্যা বাড়বে। হঠাৎ ব্যয় বৃদ্ধির আশঙ্কাও থাকবে। পিতামাতার স্বাস্থ্যের জন্যও ব্যয় হতে পারে। এমনকী পরিস্থিতি এমন হতে পারে, যাতে কারও থেকে আর্থিক সাহায্য চাইতে হতে পারে। প্রতিকার— প্রতি রবিবার সূর্যদেবকে জল অর্পণ করুন।
তুলা- এই রাশির জাতক-জাতিকাদের সূর্যগ্রহণের প্রভাবে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। যে কোনও জায়গায় বিনিয়োগ করার আগে ভাবনা-চিন্তা করে নিতে হবে। এই বিনিয়োগে প্রত্যাশিত ফল পাওয়া যাবে না। পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। পারিবারিক অশান্তি চূড়ান্ত হতে পারে। প্রতিকার— প্রতি মঙ্গলবার গম দান করুন। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)