Surya Gochar: ১৭ সেপ্টেম্বর থেকে ধরা দেবে সুসময়, সূর্যের মতোই ভাগ্য উজ্জ্বল হবে গোচরে

Last Updated:
বিশেষ কিছু রাশির জন্য শুরু হবে সুসময়, কীভাবে তা দেখে নেওয়া যাক এবারে।
1/6
তিনি সর্বশক্তির উৎস। এই পৃথিবীর সব কিছু প্রাণ পায় তাঁর থেকেই। বেদে যে কারণে পৃথিবীপালক রূপে একাধিক স্তুতিগান সূর্যের। ভারতীয় সভ্যতায় তাঁর মন্দিরের অধিকাংশই জীর্ণ হলে সূর্য নমস্কার অনেকেরই দিন শুরু করার অঙ্গ। বিশেষ ব্রত উপলক্ষ্যেও চলে তাঁর আরাধনা। সেই সঙ্গে জ্যোতিষেও অগ্রগণ্য সূর্য, তিনিই গ্রহাধিপতি।
তিনি সর্বশক্তির উৎস। এই পৃথিবীর সব কিছু প্রাণ পায় তাঁর থেকেই। বেদে যে কারণে পৃথিবীপালক রূপে একাধিক স্তুতিগান সূর্যের। ভারতীয় সভ্যতায় তাঁর মন্দিরের অধিকাংশই জীর্ণ হলে সূর্য নমস্কার অনেকেরই দিন শুরু করার অঙ্গ। বিশেষ ব্রত উপলক্ষ্যেও চলে তাঁর আরাধনা। সেই সঙ্গে জ্যোতিষেও অগ্রগণ্য সূর্য, তিনিই গ্রহাধিপতি।
advertisement
2/6
গ্রহরা যখন এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন, তখন তাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয়ে থাকে গোচর। কিন্তু সূর্যের গোচর পরিচিতি পায় সংক্রান্তি নামে। আর কয়েকদিনের মধ্যেই সূর্যের পরবর্তী গোচরের সাক্ষী থাকব আমরা, শুরু হবে নতুন এক সংক্রান্তি কাল। যে রাশিতে প্রবেশ করবেন তিনি, তার নাম অনুসারে চিহ্নিত হবে সংক্রান্তি।
গ্রহরা যখন এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন, তখন তাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয়ে থাকে গোচর। কিন্তু সূর্যের গোচর পরিচিতি পায় সংক্রান্তি নামে। আর কয়েকদিনের মধ্যেই সূর্যের পরবর্তী গোচরের সাক্ষী থাকব আমরা, শুরু হবে নতুন এক সংক্রান্তি কাল। যে রাশিতে প্রবেশ করবেন তিনি, তার নাম অনুসারে চিহ্নিত হবে সংক্রান্তি।
advertisement
3/6
আপাতত সূর্য অবস্থান করছেন সিংহ রাশিতে, ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তিনি গোচর করবেন কন্যা রাশিতে, অতএব সে দিন থেকেই শুরু হবে কন্যা সংক্রান্তি। একই সঙ্গে, ওই দিন থেকে বিশেষ কিছু রাশির জন্য শুরু হবে সুসময়, কীভাবে তা দেখে নেওয়া যাক এবারে।
আপাতত সূর্য অবস্থান করছেন সিংহ রাশিতে, ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তিনি গোচর করবেন কন্যা রাশিতে, অতএব সে দিন থেকেই শুরু হবে কন্যা সংক্রান্তি। একই সঙ্গে, ওই দিন থেকে বিশেষ কিছু রাশির জন্য শুরু হবে সুসময়, কীভাবে তা দেখে নেওয়া যাক এবারে।
advertisement
4/6
মেষ- সর্ব কাজে সাফল্য আসবে। আর্থিক শক্তি বৃদ্ধি পাবে। সংক্রান্তির সূচনাকাল মঙ্গলময় হবে, কঠোর পরিশ্রমের ফল মিলবে। সর্ব দিক থেকে সুসংবাদ মিলবে, পরিবারের সর্বপ্রকার বিঘ্ন দূর হবে। সব কাজেই পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ সম্ভব হবে।
মেষ- সর্ব কাজে সাফল্য আসবে। আর্থিক শক্তি বৃদ্ধি পাবে। সংক্রান্তির সূচনাকাল মঙ্গলময় হবে, কঠোর পরিশ্রমের ফল মিলবে। সর্ব দিক থেকে সুসংবাদ মিলবে, পরিবারের সর্বপ্রকার বিঘ্ন দূর হবে। সব কাজেই পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ সম্ভব হবে।
advertisement
5/6
 মিথুন- আটকে থাকা কাজ অচিরেই সুসম্পন্ন হবে। যাঁরা নতুন কাজ খুঁজছেন, তাঁদের মনোস্কামনা পূর্ণ হবে। কন্যা সংক্রান্তির সময়কাল সরকারি কর্মীদের জন্য বিশেষ লাভজনক সাব্যস্ত হবে। আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে। এই সময়কাল সাক্ষাৎ আশীর্বাদের মতো আসছে জীবনে, আচরণে-বাকে নম্রতা সবার মন জয় করবে।
মিথুন- আটকে থাকা কাজ অচিরেই সুসম্পন্ন হবে। যাঁরা নতুন কাজ খুঁজছেন, তাঁদের মনোস্কামনা পূর্ণ হবে। কন্যা সংক্রান্তির সময়কাল সরকারি কর্মীদের জন্য বিশেষ লাভজনক সাব্যস্ত হবে। আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে। এই সময়কাল সাক্ষাৎ আশীর্বাদের মতো আসছে জীবনে, আচরণে-বাকে নম্রতা সবার মন জয় করবে।
advertisement
6/6
 ধনু- বাক্যালাপে মিষ্টত্ব বৃদ্ধি পাবে, সেই সূত্রে সর্বত্র সাফল্য মিলবে। কর্মস্থলে পরিশ্রমের স্বীকৃতি মিলবে। অতীত কোনও বিনিয়োগ লাভজনক সাব্যস্ত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার শিক্ষার্থীদের জন্য সুসময়। জমি এবং যান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
ধনু- বাক্যালাপে মিষ্টত্ব বৃদ্ধি পাবে, সেই সূত্রে সর্বত্র সাফল্য মিলবে। কর্মস্থলে পরিশ্রমের স্বীকৃতি মিলবে। অতীত কোনও বিনিয়োগ লাভজনক সাব্যস্ত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার শিক্ষার্থীদের জন্য সুসময়। জমি এবং যান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement