Surya Grahan 2025: সূর্যগ্রহণের সময় সতর্ক থাকুন গর্ভবতী মহিলারা! ভুলেও করবেন না কোন কাজগুলি? মুহূর্তের ভুলে ঘটে যেতে পারে বিপদ!

Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, আগামী রবিবার সূর্যগ্রহণের প্রভাব প্রতিটি মানুষের উপর পড়লেও। এই সময় সবথেকে বেশি প্রভাব পড়ে গর্ভবতী মহিলাদের উপর। তাই এই সময়টা খুব সতর্ক ভাবে থাকতে হয়। কোন কোন কাজ এই সময় এড়িয়ে যাওয়া উচিত দেখে নেওয়া যাক।
1/7
এই দিনে কিছু রাশির কপাল খুলবে৷ তবে একটি রাশির জন্য আসছে দুঃসময়৷ সেটা কোন রাশি? জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
হিন্দুধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। মান্যতা অনুসারে এই সময় নেতিবাচক শক্তি বেড়ে যায়। ফলে এই সময় কিছু জিনিস মেনে চলতে হয়।
advertisement
2/7
আশ্বিনের অমাবস্যায় পালিত হয় মহালয়৷ এই তিথিতে সমাপ্ত হয় পিতৃপক্ষ৷ মাহাত্ম্যপূর্ণ এই দিনে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করা হয়৷ রবিবার, ২১ সেপ্টেম্বর মহালয়ায় এ বার সূর্যগ্রহণ পড়েছে৷ ফলে জ্যোতিষশাস্ত্রে এর মাহাত্ম্য ও তাৎপর্য বেড়েছে বহু গুণে৷
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, আগামী রবিবার সূর্যগ্রহণের প্রভাব প্রতিটি মানুষের উপর পড়লেও। এই সময় সবথেকে বেশি প্রভাব পড়ে গর্ভবতী মহিলাদের উপর। তাই এই সময়টা খুব সতর্ক ভাবে থাকতে হয়। কোন কোন কাজ এই সময় এড়িয়ে যাওয়া উচিত দেখে নেওয়া যাক।
advertisement
3/7
গর্ভাবস্থার প্রথম তিন মাস আনারস খাবেন না। এতে ব্রোমিলিন নামের উতসেচক গর্ভপাত ঘটাতে পারে বা নির্দিষ্ট সময়ের আগে প্রসবের সম্ভাবনা বাড়িয়ে দেয়।
গর্ভাবস্থায় থাকা মহিলাদের এই সময়টা ভীষণ টালমাটাল। এই সময় গর্ভবতী মহিলাদের কিছু জিনিস মাথায় রেখে চলতে হবে। ভারতে সূর্যগ্রহণ না হওয়ার দরুন সুতককালের কোনও সময়সূচি থাকছে না। ফলে এই সময় গর্ভবতী মহিলাদের উপর কোনও প্রভাব পড়বে না। ফলে এই সময় খাবারদাওয়ারের উপর কোনও বিধিনিষেধ থাকছে না।
advertisement
4/7
রেস্তোরাঁয় বিশেষ করে চিংড়ির কিছু খাবেন না কারণ স্বাদ ও গন্ধ বজায় রাখার জন্য় অধিকাংশ দোকাানে চিংড়ি ভাল করে রান্না করা হয় না। ভাল করে রান্না না করার ফলে বেশ কিছু ব্য়াকটেরিয়া থেকে যায় যা থেকে পেটের সমস্য়ায় ভুগতে হতে পারে। এছাড়া চিংড়ি থেকে অ্য়ালার্জির সমস্য়া হয়। তাই এই সময়ে চিংড়ি মাছ, স্কুইড বা অন্য়ান্য় সি-ফুড এড়িয়ে চলাই ভাল।
কিন্তু, গ্রহণের সময় কিছু ভুল একদমই করবেন না। সূর্যগ্রহণের সময় কোনও ধরনের সূচ, ছুরি, কাঁচি প্রভৃতি থেকে দূরে থাকবেন।
advertisement
5/7
৪০ বছর বয়সী এক মহিলা, যিনি পূর্ববর্তী ব্যর্থ প্রচেষ্টার পরে ডোনারের ডিম দিয়ে আইভিএফ চিকিৎসা করছিলেন, তিনি এই নতুন স্বয়ংক্রিয় প্রক্রিয়া ব্যবহার করে গর্ভবতী হয়েছিলেন। Photo- Represnetative
সূর্যগ্রহণের সময় অযথা চিন্তা করবেন নাসূর্য গ্রহণের সময় অনেক মহিলাদের মানসিক চাপ বৃদ্ধি পায়। এই সময় কোনও ধরনের মানসিক চাপ নেবেন না।
advertisement
6/7
অন্তঃসত্ত্বা কিংবা সদ্য মায়েদেরও ইলিশ মাছ এড়িয়ে যাওয়া ভাল। একান্তই খেতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া ভাল। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, হাঁপানির সমস্যা যাদের রয়েছে তাদের ইলিশ মাছ খাওয়া ঠিক নয়।
সূর্যগ্রহণ শেষ হলে গঙ্গাজল স্নানের জলে মিশিয়ে স্নান করা শুভ বলে মনে করা হয়। এরফলে মা এবং শিশু দুইই সুস্থ থাকে বলে মনে করা যায়।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement