শুরু হল শুক্রাদিত্য রাজযোগ! শনির রাশিতে শুক্র-সূর্যের বিরল মিলনে স্বপ্নের উড়ান ৩ রাশির! পথের বাধা কেটে গিয়ে শুরু 'গোল্ডেন টাইম'
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
শুক্রাদিত্য যোগ
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, ২০২৬ সালে জানুয়ারি মাসে শুক্রের গমনে তৈরি হবে বিশেষ যোগ। কারণ শুক্র গমন করবে শনির রাশি মকরে। এই গোচরে তৈরি হবে শুক্রাদিত্য রাজযোগ। কোন রাশির জীবনে আসবে পরিবর্তন?
advertisement
advertisement
advertisement
শুক্রাদিত্য রাজযোগশনি গ্রহ মকর রাশির অধিপতি। শুক্রের গোচরের পরের দিন, সূর্য মকর রাশিতে গমন করবে। যার ফলে এই রাশিতে সূর্য এবং শুক্রের মধ্যে সংযোগ তৈরি হবে। মকর রাশিতে সূর্য এবং শুক্রের সংযোগে তৈরি হবে শুক্রাদিত্য রাজযোগ। শনির রাশিতে শুক্রাদিত্য রাজযোগ গঠন অত্যন্ত শুভ হবে বলেই বিশ্বাস। শুক্র ৬ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত মকর রাশিতে অবস্থান। এই রাজযোগ ততদিন পর্যন্ত সক্রিয় থাকবে। এই ২২ দিন কোন কোন রাশির জীবনের চাকা ঘুরতে চলেছে?
advertisement
বৃষ রাশিতে শুক্রাদিত্য রাজযোগের প্রভাববৃষ রাশির জাতকদের জন্য শুক্রাদিত্য রাজযোগের গঠনে শুভ প্রভাব দেখা যাবে। সম্পদ বৃদ্ধি পাবে। বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ এবং সূর্যের সংযোগে, রাজযোগ গঠনের ফলে এই জাতকদের কর্মজীবন এবং ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে। পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় লাভ হবে। অবিবাহিত ব্যক্তিরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। সরকারি কাজে সাফল্য আসতে পারে।
advertisement
advertisement
মকর রাশিতে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবমকর রাশিতে শুক্র ও সূর্যের সংযোগ শুক্রাদিত্য রাজযোগ তৈরি করলে, মকর রাশির জাতকরাও লাভবান হবেন। সর্বাধিক সুবিধা পাবেন তাঁরাই। কর্মজীবন এবং ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বিলাসিতার দ্রুত বৃদ্ধি ঘটতে পারে। আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ হবে। বিয়ের তোড়জোড় শুরু করতে পারেন। শিল্প ও গ্ল্যামার দুনিয়ার সঙ্গে জড়িতদের জন্য এই সময় বিশেষ ভাবে শুভ প্রমাণিত হতে পারে।
advertisement


