Shukra Mahadasa 2025: শুরু হতে চলেছে শুক্রের মহাদশা! ১২০ বছর পর্যন্ত প্রভাবে কোন কোন রাশির ভাগ্যে থাকবে সোনালি চমক? কাদের জীবনে আসবে সফলতা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জ্যোতিষ শাস্ত্রমতে নবগ্রহের মধ্যে প্রতিটি গ্রহই কোনও না কোনও মহাদশার মধ্যে দিয়ে যায়। অর্থাৎ, প্রতিটি গ্রহেরই আলাদা আলাদা মহাদশা থাকে, যেমন- সূর্যের (৬ বছর), চাঁদের (১০ বছর), মঙ্গলের (৭ বছর), বুধের (১৭ বছর), বৃহস্পতির (১৬ বছর), শুক্রের (২০ বছর), শনির (১৯ বছর), রাহুর (১৮ বছর) এবং কেতুর (৭) বছর।
advertisement
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, শুক্রের মহাদশা আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। আর এই মহাদশার ফলে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে বিভিন্ন রাশির ক্ষেত্রে। একই সঙ্গে ভোগ-বিলাস এবং যাবতীয় ভৌতিক সুখের কারক গ্রহ হিসাবে মান্যতা প্রাপ্ত এই গ্রহের মহাদশায় কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
কুম্ভ রাশিএই রাশির মানুষদের শুক্রের মহাদশা যোগ ফলদায়ী হতে চলেছে। এই রাশির জাতক/জাতিকাদের প্রতিটি ক্ষেত্রে সফলতা মিলতে চলেছে। এই রাশির শনির সাড়েসাতির শেষ পর্যায় চলছে। এই সময় রাশির জাতককে জীবনে খুশির মিলবে। শিক্ষাক্ষেত্রে এই সময় লাভ মিলতে চলেছে। এই সময় আপনাদের কঠোর পরিশ্রমের ফলে ভাল ফল মিলতে চলেছে। আপনি যে কাজই করবেন তাতেই সফল হবেন।
advertisement
advertisement