Shani Vakri 2025: শনির উল্টো গতিতে কাঁপবে রাশিচক্র, জীবনে আসবে বিরাট পরিবর্তন! কার ভাগ্যে কী আসছে জানুন...

Last Updated:
Shani Vakri 2025: ২০২৫ সালে শনি বক্রী অবস্থায় প্রবেশ করছে, যা বিভিন্ন রাশির জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই সময় কর্মক্ষেত্রে বাধা, আর্থিক টানাপোড়েন কিংবা মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। তবে যাঁরা শনি দেবের পূজা ও প্রতিকার করবেন, তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তনও ঘটতে পারে, বিস্তারিত জানুন...
1/16
১৩ জুলাই ২০২৫ থেকে শনির মীন রাশিতে অবস্থান শুরু হবে এবং সে ধীরে ধীরে রাহুর সংলগ্নতা তৈরি করবে। এই দুটি গ্রহের সংযোগ একদিকে যেমন কিছু সমস্যার কারণ হতে পারে, তেমনি অন্যদিকে তা অনেক রাশির জন্য নতুন উপার্জনের সুযোগ ও উন্নতির পথও খুলে দিতে পারে।
১৩ জুলাই ২০২৫ থেকে শনির মীন রাশিতে অবস্থান শুরু হবে এবং সে ধীরে ধীরে রাহুর সংলগ্নতা তৈরি করবে। এই দুটি গ্রহের সংযোগ একদিকে যেমন কিছু সমস্যার কারণ হতে পারে, তেমনি অন্যদিকে তা অনেক রাশির জন্য নতুন উপার্জনের সুযোগ ও উন্নতির পথও খুলে দিতে পারে।
advertisement
2/16
শনি নিয়ম, পরিশ্রম ও ধৈর্যের প্রতীক। রাহু রহস্য, আকাঙ্ক্ষা ও অপ্রত্যাশিত সুযোগের ইঙ্গিত দেয়। এই দুটি গ্রহ মীন রাশিতে একসঙ্গে আসার ফলে বেশ কিছু রাশির জীবনে অর্থ, কেরিয়ার ও সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। কোন রাশির কপালে কী আছে সেটাই জানুন...
শনি নিয়ম, পরিশ্রম ও ধৈর্যের প্রতীক। রাহু রহস্য, আকাঙ্ক্ষা ও অপ্রত্যাশিত সুযোগের ইঙ্গিত দেয়। এই দুটি গ্রহ মীন রাশিতে একসঙ্গে আসার ফলে বেশ কিছু রাশির জীবনে অর্থ, কেরিয়ার ও সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। কোন রাশির কপালে কী আছে সেটাই জানুন...
advertisement
3/16
মেষ ১২তম ঘরে শনি-রাহু একত্রিত হবে। বিদেশে কাজ, ফ্রিল্যান্সিং বা অনলাইন ব্যবসার জন্য সময়টা উপযুক্ত। পুরনো পরিকল্পনা আবার কাজে লাগতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হবে।
মেষ ১২তম ঘরে শনি-রাহু একত্রিত হবে। বিদেশে কাজ, ফ্রিল্যান্সিং বা অনলাইন ব্যবসার জন্য সময়টা উপযুক্ত। পুরনো পরিকল্পনা আবার কাজে লাগতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হবে।
advertisement
4/16
বৃষ: ১১তম ঘরে এই সংযোগ আপনার বন্ধুমহল বা পরিচিতদের মাধ্যমে উপার্জনের রাস্তা খুলে দেবে। পুরনো কোনো ক্লায়েন্ট বা গ্রুপ প্রজেক্ট থেকে আয় হতে পারে। সামাজিক যোগাযোগ কাজে লাগান।
বৃষ: ১১তম ঘরে এই সংযোগ আপনার বন্ধুমহল বা পরিচিতদের মাধ্যমে উপার্জনের রাস্তা খুলে দেবে। পুরনো কোনো ক্লায়েন্ট বা গ্রুপ প্রজেক্ট থেকে আয় হতে পারে। সামাজিক যোগাযোগ কাজে লাগান।
advertisement
5/16
মিথুন: ১০ম ঘরে শনি-রাহু থাকায় কেরিয়ারে বড় পরিবর্তনের সম্ভাবনা। প্রমোশন, চাকরি বদল বা নতুন ব্যবসার সুযোগ আসবে। লিডারশিপে উন্নতি হবে।
মিথুন: ১০ম ঘরে শনি-রাহু থাকায় কেরিয়ারে বড় পরিবর্তনের সম্ভাবনা। প্রমোশন, চাকরি বদল বা নতুন ব্যবসার সুযোগ আসবে। লিডারশিপে উন্নতি হবে।
advertisement
6/16
কর্কট: ৯ম ঘরে এই যোগ পড়ায় ধর্মীয় বা শিক্ষামূলক কাজ থেকে আয় হতে পারে। যাত্রা শুভ ফল দেবে। অনলাইন কোর্স বা প্রকাশনার মাধ্যমে লাভবান হতে পারেন।
কর্কট: ৯ম ঘরে এই যোগ পড়ায় ধর্মীয় বা শিক্ষামূলক কাজ থেকে আয় হতে পারে। যাত্রা শুভ ফল দেবে। অনলাইন কোর্স বা প্রকাশনার মাধ্যমে লাভবান হতে পারেন।
advertisement
7/16
সিংহ: ৮ম ঘরের এই সংযোগ হঠাৎ আয় বা ইনহেরিটেন্সের সুযোগ আনবে। যৌথ বিনিয়োগ বা পারিবারিক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা থাকবে।
সিংহ: ৮ম ঘরের এই সংযোগ হঠাৎ আয় বা ইনহেরিটেন্সের সুযোগ আনবে। যৌথ বিনিয়োগ বা পারিবারিক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা থাকবে।
advertisement
8/16
কন্যা ৭ম ঘরে এই সংযোগ ব্যবসায়িক পার্টনারশিপের জন্য শুভ। নতুন ব্যবসার অংশীদার হতে পারেন। সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে।
কন্যা: ৭ম ঘরে এই সংযোগ ব্যবসায়িক পার্টনারশিপের জন্য শুভ। নতুন ব্যবসার অংশীদার হতে পারেন। সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে।
advertisement
9/16
তুলা: ৬ষ্ঠ ঘরে শনি-রাহু আপনাকে চাকরির ক্ষেত্রে সুনাম ও স্থায়ীত্ব এনে দেবে। যেকোনো প্রতিযোগিতায় আপনি জয়ী হতে পারেন। ঋণ পরিশোধে সুবিধা হবে।
তুলা: ৬ষ্ঠ ঘরে শনি-রাহু আপনাকে চাকরির ক্ষেত্রে সুনাম ও স্থায়ীত্ব এনে দেবে। যেকোনো প্রতিযোগিতায় আপনি জয়ী হতে পারেন। ঋণ পরিশোধে সুবিধা হবে।
advertisement
10/16
বৃশ্চিক: ৫ম ঘরে এই সংযোগ সৃজনশীল কাজের জন্য আদর্শ। লেখালেখি, আর্ট, মিডিয়া বা কোচিংয়ে আয় বাড়বে। প্রেম ও সন্তানের দিকেও নজর দিন।
বৃশ্চিক: ৫ম ঘরে এই সংযোগ সৃজনশীল কাজের জন্য আদর্শ। লেখালেখি, আর্ট, মিডিয়া বা কোচিংয়ে আয় বাড়বে। প্রেম ও সন্তানের দিকেও নজর দিন।
advertisement
11/16
ধনু: ৪র্থ ঘরের এই যোগ বাড়ি থেকে কাজ বা রিয়েল এস্টেটের মাধ্যমে লাভ আনবে। পরিবারকে সময় দিন। বাসস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে।
ধনু: ৪র্থ ঘরের এই যোগ বাড়ি থেকে কাজ বা রিয়েল এস্টেটের মাধ্যমে লাভ আনবে। পরিবারকে সময় দিন। বাসস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে।
advertisement
12/16
মকর: ৩য় ঘরে সংযোগ যোগাযোগ, লেখা, ভ্লগিং বা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের মাধ্যমে আয় বাড়াবে। ছোট যাত্রা থেকে লাভ হবে।
মকর: ৩য় ঘরে সংযোগ যোগাযোগ, লেখা, ভ্লগিং বা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের মাধ্যমে আয় বাড়াবে। ছোট যাত্রা থেকে লাভ হবে।
advertisement
13/16
কুম্ভ: ২য় ঘরে শনি-রাহু আপনার ব্যক্তিগত উপার্জনের পথ খুলে দেবে। নিজস্ব ট্যালেন্ট কাজে লাগিয়ে আয়ের উৎস তৈরি করুন।
কুম্ভ: ২য় ঘরে শনি-রাহু আপনার ব্যক্তিগত উপার্জনের পথ খুলে দেবে। নিজস্ব ট্যালেন্ট কাজে লাগিয়ে আয়ের উৎস তৈরি করুন।
advertisement
14/16
মীন: ১ম ঘরে এই সংযোগ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। নিজস্ব উদ্যোগে সফলতা পাবেন। নিজের ব্র্যান্ড গড়ে তুলুন, পরিচিতি বাড়বে।
মীন: ১ম ঘরে এই সংযোগ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। নিজস্ব উদ্যোগে সফলতা পাবেন। নিজের ব্র্যান্ড গড়ে তুলুন, পরিচিতি বাড়বে।
advertisement
15/16
অযোধ্যার জ্যোতিষ কল্কী রাম বলেছেন,
অযোধ্যার জ্যোতিষ কল্কী রাম বলেছেন, "শনি যখন বক্রী হয়, তখন সে ব্যক্তির পূর্বকর্মগুলির ফল ফিরিয়ে দিতে শুরু করে। এই সময় আত্মসমীক্ষা, ধৈর্য এবং নৈতিকতার পরীক্ষার সময়। শনির কৃপা পেতে হলে সাধনা ও সৎ পথেই থাকতে হবে"...
advertisement
advertisement
advertisement