Shani Vakri 2023: শনির বক্রী গমন! আগামী কয়েক মাস এই কয়েক রাশির জীবন কাটবে যন্ত্রণায়
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Shani Vakri Gochar 2023 Effect: আগামী ১৭ জুন রাত ১০টা ৪৮ মিনিটে শনির বক্রী গমন শুরু হবে। এর শুভ এবং অশুভ প্রভাব পড়বে ১২টি রাশির উপরেই। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর অশুভ প্রভাব পড়তে চলেছে।
কালের নিয়মে স্থান পরিবর্তন করে গ্রহ, নক্ষত্র। ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে গ্রহ, নক্ষত্রের এই স্থান পরিবর্তনের প্রভাব পড়ে পৃথিবীর মানুষের উপর। জ্যোতিষ অনুযায়ী শনি আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করেন। সেই অনুযায়ী এই সময় শনি অবস্থান করছেন কুম্ভ রাশিতে। আগামী ১৭ জুন ২০২৩ তারিখে শনি উল্টো চালে চলতে শুরু করবেন। ৪ নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে শনি বক্রী গতিতে অবস্থান করবেন। আগামী ১৭ জুন রাত ১০টা ৪৮ মিনিটে শনির বক্রী গমন শুরু হবে। এর শুভ এবং অশুভ প্রভাব পড়বে ১২টি রাশির উপরেই। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর অশুভ প্রভাব পড়তে চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement