গ্রহরাজের মহাদশা অর্থাৎ ঢাইয়া ও সাড়ে জীবনে প্রচুর দুঃখ নিয়ে আসে, জীবনকে জেরবার করে তোলে ৷ এপ্রিলেই শনি নিজের রাসি কুম্ভতে প্রবেশ করেছেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 16
এরফলে মীন রাশিতে সাড়ে সাতি শুরু হয়েছে ৷ ধনু রাশির জাতক-জাতিকারা সাড়ে সাতি থেকে মুক্তি পেয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
3/ 16
এই সময়ে গ্রহরাজ কুম্ভ রাশিতে বর্তমান ২০২৫ পর্যন্ত থাকবেন ৷ সাড়ে সাত বছর পর্যন্ত জীবনে দুঃখকষ্ট চলবে একেই বলা হয় সাড়ে সাতি ৷ প্রতীকী ছবি ৷
4/ 16
তিনটি পর্যায়ে এই সাড়ে সাতি একসঙ্গে তিনটি রাশিতে হয়ে থাকে ৷ সাড়ে সাতির প্রথম পর্যায় গ্রহরাজ জাতক-জাতিকাদের আর্থিক কষ্ট দেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 16
অর্থাৎ বিভিন্ন বাধা বিপত্তির ফলে টাকা পয়সার সমস্যা দেখে দেয় জীবনে ৷ বাজে খরচের মত সমস্যায় জড়িয়ে পড়তে হয় ৷ প্রতীকী ছবি ৷
6/ 16
সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে জীবনের অনেক বড় ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয় মানুষকে ৷ বেশ কয়েক ধরনের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলতে হয় ৷ একেই সাড়ে সাড়ির সব থেকে কঠিন সময় বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
7/ 16
সাড়ে সাড়ির তৃতীয় দফায় পার্থিক সুখ কেড়ে নেন ৷ এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সব থেকে কষ্টকর সময় অর্থাৎ দ্বিতীয় দফা চলছে ৷ প্রতীকী ছবি ৷
8/ 16
শনি কুম্ভ রাশিতে আছেন তিনি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কষ্ট দেবেন ৷ ধনহানির সঙ্গে সঙ্গে মানহানির সম্মুখীন হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 16
শরীরের সঙ্গে সঙ্গে দাম্পত্য ও পারিবারিক সমস্যায় জর্জরিত হবেন ৷ কুম্ভ রাশিতে এই দফা ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত চলবে ৷ এই সময়ে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 16
এমন কিছু কাজ আছে যা এই কষ্টের সময়ে এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের মতই কাজ ৷ প্রতীকী ছবি ৷
11/ 16
এই সময়ে ঝুঁকিতে পরিপূর্ণ কাজ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে ৷ অকারণে বিবাদ না করাই উচিৎ ৷ আইনি মামলায় নিজেকে বাঁচিয়ে রাখুন ৷ প্রতীকী ছবি ৷
12/ 16
যাতায়াতের জন্য সতর্ক থাকুন ৷ কখনই কোনও নেশা না করা উচিৎ বিশেষত শনি ও মঙ্গলবার মদ্যপান না করাই উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
13/ 16
তবে সাড়ে সাতি থেকে মুক্তি পাওয়া উপায়গুলি হল: সরষের তেলের প্রদীপ জ্বেলে শনি চালিশা পাঠ করলে উপযুক্ত ফল পেতে পারেন, শনিবার বা প্রতিদিন বট বা অশ্বত্থ কাছের নীচে সরষের তেলের প্রদীপ জ্বেলে দেখতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
14/ 16
অসহায় বা দারিদ্যে পরিপূর্ণ মানুষের সেবা যত্ন করুন ৷ বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে নীলা ধারণ করতে পারেন ৷ মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ বিশেষ ভাবে মুক্তি দিতে পারে কষ্ট থেকে ৷ প্রতীকী ছবি ৷
15/ 16
এছাড়াও পাখি ও কাককে দানা খাওয়াতে পারেন ৷ কিছু হলেও মহাদশার মহাকষ্ট লাঘব করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
16/ 16
Disclaimer: উপরোক্ত তথ্যগুলি ব্যক্তি নির্ভর, এইগুলি মানতে নিউজ ১৮ বাংলা অনুরোধ বা প্রভাবিত করেনা ৷ নিজের বিচার বুদ্ধি দিয়েই মেনে চলুন ৷ এই প্রতিবেদন সার্বিক গণনার ভিত্তিতে লেখা। ব্যক্তি বিশেষে ফল ভিন্ন হতে পারে । প্রতীকী ছবি ৷