Shani Margi 2023: শনির কৃপায় বদলাতে চলেছে ভাগ্য, এই ৩ রাশির জীবনে আসছে বরদানের বারিধারা

Last Updated:
অত্যন্ত ধীর তাঁর গতি, শনৈঃ শনৈঃ গমন করেন বলেই তাঁর নাম শনি। এ হেন শনিদেব অত্যন্ত দয়ালু হলেও তাঁকে ভয় পান না, এমন ব্যক্তি ভারতীয় সমাজে নিতান্তই দুর্লভ। কারণ, কাজের উচিত পুরস্কার বা দণ্ড দানে তিনি কখনওই পিছ-পা নন।
1/5
তিনি কর্মফলদাতা। নবগ্রহমণ্ডলীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। গ্রহদের যিনি রাজা, সেই সূর্যদেবের পুত্র। অত্যন্ত ধীর তাঁর গতি, শনৈঃ শনৈঃ গমন করেন বলেই তাঁর নাম শনি। এ হেন শনিদেব অত্যন্ত দয়ালু হলেও তাঁকে ভয় পান না, এমন ব্যক্তি ভারতীয় সমাজে নিতান্তই দুর্লভ। কারণ, কাজের উচিত পুরস্কার বা দণ্ড দানে তিনি কখনওই পিছ-পা নন।
তিনি কর্মফলদাতা। নবগ্রহমণ্ডলীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। গ্রহদের যিনি রাজা, সেই সূর্যদেবের পুত্র। অত্যন্ত ধীর তাঁর গতি, শনৈঃ শনৈঃ গমন করেন বলেই তাঁর নাম শনি। এ হেন শনিদেব অত্যন্ত দয়ালু হলেও তাঁকে ভয় পান না, এমন ব্যক্তি ভারতীয় সমাজে নিতান্তই দুর্লভ। কারণ, কাজের উচিত পুরস্কার বা দণ্ড দানে তিনি কখনওই পিছ-পা নন।
advertisement
2/5
শনিদেব বর্তমানে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে রয়েছেন বক্রী অবস্থানে। তবে খুব শীঘ্রই তিনি আসবেন মার্গী অবস্থানে। সঠিক সময় বললে চলতি বছরের ৪ নভেম্বর শনি মার্গী হবেন। আর তাতেই রাশিচক্রের ৩ জাতক-জাতিকার সৌভাগ্যের উদয় হবে, জীবন হবে সূর্যপুত্রের আশীর্বাদধন্য। দেখে নেওয়া যাক সেই অতুলনীয় সৌভাগ্য আসতে চলেছে কাদের ভাগে এবং কীভাবে।
শনিদেব বর্তমানে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে রয়েছেন বক্রী অবস্থানে। তবে খুব শীঘ্রই তিনি আসবেন মার্গী অবস্থানে। সঠিক সময় বললে চলতি বছরের ৪ নভেম্বর শনি মার্গী হবেন। আর তাতেই রাশিচক্রের ৩ জাতক-জাতিকার সৌভাগ্যের উদয় হবে, জীবন হবে সূর্যপুত্রের আশীর্বাদধন্য। দেখে নেওয়া যাক সেই অতুলনীয় সৌভাগ্য আসতে চলেছে কাদের ভাগে এবং কীভাবে।
advertisement
3/5
বৃষ-শনির মার্গী অবস্থান বৃষ জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, যে কাজেই তাঁরা হাত দিন, সার্থকতা লাভ করবেন। ব্যবসায়ীরা তাঁদের কঠোর পরিশ্রমের সুফল পাবেন, জীবন হবে আনন্দে পরিপূর্ণ। পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে। বিশেষ করে এই সময়ে ভাল চাকরির প্রস্তাব আসবে, যা জাতক-জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে।
বৃষ-শনির মার্গী অবস্থান বৃষ জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, যে কাজেই তাঁরা হাত দিন, সার্থকতা লাভ করবেন। ব্যবসায়ীরা তাঁদের কঠোর পরিশ্রমের সুফল পাবেন, জীবন হবে আনন্দে পরিপূর্ণ। পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে। বিশেষ করে এই সময়ে ভাল চাকরির প্রস্তাব আসবে, যা জাতক-জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে।
advertisement
4/5
কর্কট- শনির মার্গী অবস্থান কর্কট জাতক-জাতিকাদের পক্ষেও আশীর্বাদস্বরূপ, এই সময়কালে তাঁরা বন্ধু এবং পরিবারের সর্বতো সমর্থন লাভ করবেন। নতুন কাজের প্রস্তাব মিলবে, যার দ্বারা অর্থাগমের পথ সুগম হবে। শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে দেখবেন সাফল্যের মুখ। এই সময়কালে জীবন হবে শান্ত, আনন্দে পরিপূর্ণ, সব কাজেই সফলতা আসতে থাকবে।
কর্কট- শনির মার্গী অবস্থান কর্কট জাতক-জাতিকাদের পক্ষেও আশীর্বাদস্বরূপ, এই সময়কালে তাঁরা বন্ধু এবং পরিবারের সর্বতো সমর্থন লাভ করবেন। নতুন কাজের প্রস্তাব মিলবে, যার দ্বারা অর্থাগমের পথ সুগম হবে। শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে দেখবেন সাফল্যের মুখ। এই সময়কালে জীবন হবে শান্ত, আনন্দে পরিপূর্ণ, সব কাজেই সফলতা আসতে থাকবে।
advertisement
5/5
কন্যা- শনির কৃপায় অনেক দিন পরে সৌভাগ্যের উদয় হবে কন্যা জাতক-জাতিকাদের জীবনে। কর্মক্ষেত্রে উর্ধ্বতনদের সহযোগিতা লাভ হবে, পেশাদার ক্ষেত্রে নানা সদর্থক পরিবর্তন আত্মবিশ্বাসের মাত্রা বৃদ্ধি করবে। এই সূত্র ধরেই জীবনে ধনাগমের সম্ভাবনা রয়েছে, ব্যবসায়ীরাও এর সুফল পাবেন। পারিবারিক কলহের অবসান হবে। যাঁরা নতুন কাজ খুঁজছেন, এই সময়ে তাঁদের অভীষ্ট পূর্ণ হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
কন্যা- শনির কৃপায় অনেক দিন পরে সৌভাগ্যের উদয় হবে কন্যা জাতক-জাতিকাদের জীবনে। কর্মক্ষেত্রে উর্ধ্বতনদের সহযোগিতা লাভ হবে, পেশাদার ক্ষেত্রে নানা সদর্থক পরিবর্তন আত্মবিশ্বাসের মাত্রা বৃদ্ধি করবে। এই সূত্র ধরেই জীবনে ধনাগমের সম্ভাবনা রয়েছে, ব্যবসায়ীরাও এর সুফল পাবেন। পারিবারিক কলহের অবসান হবে। যাঁরা নতুন কাজ খুঁজছেন, এই সময়ে তাঁদের অভীষ্ট পূর্ণ হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement