জ্যোতিষ শাস্ত্রমতে অনকেই বিশ্বাস করেন যে যদি কোনও দুটি গ্রহ একই রাশিতে থিতু হয়, সেই সময়েই এর প্রভাব ১২টি রাশিতে পড়ে ৷ যদি দুই শুভ গ্রহের মধ্যে এই থিতু হলে ভাল প্রভাব দ্বিগুণ হয় ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
কিন্তু দুই পাপী গ্রহের মধ্যে এই থিতু হলে তার পরিণতিও অত্যন্ত চরম হয় ৷ গত ২৬ ফেব্রুয়ারি ২০২২ মকর রাশিতে মঙ্গল ও শনি থিতু হয়েছে ৷ শনি ও মঙ্গলকে ক্রুর গ্রহ হিসাবে ধরা হয় ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
৭ এপ্রিলপর্যন্ত এই থিতু অবস্থায় গ্রহ থাকবে ৷ তবে শনি ও মঙ্গল একই রাশিতে থিতু হওয়ার পরে তিন রাশির জাতক জাতিকাদের জীবন এক্কেবারে নাজেহাল হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
কর্কট (Cancer) : শনি ও মঙ্গলের একই গ্রহতে থিতু কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য সমস্যাকর পরিস্থিতি সৃষ্টি করবে ৷ বিশেষত বিবাহিত জীবনে নানান ধরনের সমস্যার সৃষ্টি করবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
ব্যবসায় পার্টনারের সঙ্গে মত পার্থক্য হতে পারে ৷ পার্টনারশিপে কোনও রোজগার করতে চাইলে বর্তমানে সেই সম্ভাবনা ছেড়ে দিতে হবে ৷ ব্যক্তিগত জীবনে ধৈর্য রাখাটা অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
ধনু (Sagittarius):শনি ও মঙ্গলের একই গ্রহতে থিতু ধনু রাশির জাতক-জাতিকাদের জন মোটেই ভাল খবর নিযে আসবেনা ৷ ধন সম্পত্তির ক্ষেত্রে এই মঙ্গল ও শনির থিতুমোটেই ভাল হবেনা ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
এই সময় বাক্য সংযোম অত্যন্ত দরকার ৷ অতিরিক্ত মাত্রায় মিথ্যা কথা, কোনও কাজ শুরু ক্ষেত্রে এড়িয়ে যেতে হবে ৷ অন্যথায় লোকসান হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
কোনও জরুরি কাগজপত্রে সই না করাটাই ভাল এই মুহূর্তে ৷ সম্পর্কের টানাপোড়েন থেকে বু্দ্ধি করে বেরিয়ে আসতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
কন্যা (Virgo): কন্যা রাশির জাতক-জাতিকারা এই সময়ে অত্যন্ত সাবধানে থাকুন কেননা খুব একটা ভাল সময় নয় এখন ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
সন্তান কষ্ট দিতে পারে ৷ উচ্চশিক্ষায় বাধা বিপত্তি আসতে পারে ৷ প্রেমের জীবন খুব একটা ভাল থাকবেনা বর্তমানে ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
Disclaimer:নিউজ ১৮ বাংলাকোনও কুসংস্কার সমর্থন করেনা বা প্রচারও করেনা ৷ তাই নিজের জীবনের যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷