৩০ বছর পর তৈরি হচ্ছে আশ্চর্য সংযোগ, এই ৫ রাশির প্রতি সদয় শনিদেব, বদলে যাবে ভাগ্য
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Shani Rashi Parivartan: শনি পক্ষে থাকলে ভাগ্যের উন্নতি হয়। আর যদি কারও প্রতি বিপরীতমুখী দৃষ্টি থাকে তাহলে জীবন নষ্ট হয়ে যেতে পারে।
advertisement
শনিদেবের তিনটি দিক রয়েছে, যা জাতক জাতিকাকে প্রভাবিত করে। দিল্লির সেলেব্রিটি জ্যোতিষী প্রদ্যুমন সুরি বলছেন, রবিবার দিন শনিদেব বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছেন। এই পরিস্থিতিতে তিনি কয়েকটি রাশির প্রতি সদয় হবেন। অন্য রাশির প্রতি খারাপ নজর দেবেন। এই সংযোগ তৈরি হচ্ছে ৩০ বছর পর। এই সময়ে শনি বিরল শশ রাজযোগ ও পঞ্চ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ এই ৫টি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে।
advertisement
advertisement
কর্কট রাশি: শনি ধাইয়ার আগমনের কারণে দাম্পত্য ও পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। অষ্টম ঘরে শনির প্রবেশের ফলে হঠাৎ আর্থিক লাভ হবে। পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ মিটে যাবে এবং আর্থিক সুবিধা হবে। একটি পাত্রে সরিষার তেল নিয়ে তাতে নিজের মুখ দেখতে হবে। পরে মন্দিরে গিয়ে শনিদেবকে সেই তেল নিবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
advertisement
কুম্ভ রাশি: সাড়ে সাতির দশায় শনি ইতিমধ্যেই কুম্ভ রাশির জাতক জাতিকাতে বিরাজ করছে, তাই আয়ের চেয়ে ব্যয় বাড়বে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। কাজের সুযোগ বাড়বে। মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে শনিবার রুদ্রাভিষেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)