নিজের রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব; এই ৫টি রাশির জীবনে আসবে অর্থ, সম্মান এবং সৌভাগ্য
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Saturn Will Formed Shash Raajyog: ভোপাল নিবাসী জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরে বলেন যে, ২০২৫ সালে মীন রাশিতে প্রবেশ করার আগে শনি শশ রাজযোগ তৈরি করবেন। যার জেরে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। পণ্ডিতজির মতে, যাঁদের রাশিচক্রে শশ রাজযোগ তৈরি হবে, তাঁরা ধনসম্পদ এবং সম্মান লাভ করবেন। দেখে নেওয়া যাক, কারা এই সৌভাগ্য লাভ করতে চলেছেন।
Saturn Will Formed Shash Raajyog: হিন্দুধর্মে শনি গ্রহ শুধুমাত্র গ্রহ নয়, তাঁকে ঈশ্বরের স্থানে বসানো হয়। আবার জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের দাতা বলে গণ্য করা হয়। আর রাশিচক্রের ১২টি রাশির কোনও একটিতে যখন শনিদেব প্রবেশ করেন, তখন তিনি সেই রাশিতে প্রায় আড়াই বছর ধরে অবস্থান করেন। বর্তমানে শনি গ্রহ নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে বিরাজ করছেন। তবে ২০২৫ সালের ২৯ মার্চ তা প্রবেশ করবে বৃহস্পতির রাশি মীন রাশিতে।
advertisement
ভোপাল নিবাসী জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরে বলেন যে, ২০২৫ সালে মীন রাশিতে প্রবেশ করার আগে শনি শশ রাজযোগ তৈরি করবেন। যার জেরে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। পণ্ডিতজির মতে, যাঁদের রাশিচক্রে শশ রাজযোগ তৈরি হবে, তাঁরা ধনসম্পদ এবং সম্মান লাভ করবেন। দেখে নেওয়া যাক, কারা এই সৌভাগ্য লাভ করতে চলেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কুম্ভ রাশি: এই রাশির অধিপতি হলেন ভগবান শনিদেব। বর্তমানে এই রাশিতেই অবস্থান করছেন তিনি। ফলে আর্থিক লাভের মুখ দেখবেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরিজীবীরা নয়া সুযোগ অথবা পদোন্নতি পেতে পারেন। ব্যবসায়ীরাও প্রচুর মুনাফা অর্জন করবেন। সরকারি টেন্ডারের জন্য এই সময় আবেদন করতে পারেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )