তাম্রপদে শনির গমন, নতুন বছরে অযুত সম্পদের মুখ দেখতে চলেছে এই ৩ রাশি
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
ভারতীয় শাস্ত্রে চতুর্বর্গের মধ্যে স্থান পেয়েছে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এর মধ্যে আমাদের সবারই মনে সবথেকে বেশি থাকে অর্থের চিন্তা, টাকা না থাকলে যে এই পার্থিব জীবন অচল। নর্মদাপুরমের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত পঙ্কজ পাঠক এই প্রসঙ্গে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শনিদেবের গোচরের কথা।
দুর্গেশ সিং রাজপুত, নর্মদাপুরম: হাতে গোনা আর কয়েকটা দিন। তার পরেই শুরু হয়ে যাবে একটা নতুন বছর, সব কিছু আবার যেন শুরু হবে নতুন করে। আসলে, জীবনের প্রবাহে যে কাজ আমরা করে চলি, তাতে হয়তো বিশেষ বদল আসবে না। কিন্তু ভাগ্য সতত পরিবর্তনশীল। ফলে, বছরশেষের মুখে আমরা সবাই সেই হিসেবই মেলাতে বসেছি। দেখে নিচ্ছে এক এক করে কোন খাতে কেমন কেটেছে ২০২৩ সাল। সেই সঙ্গে অধীর আগ্রহে আর কৌতূহলে চোখ রেখেছি ২০২৪ সালের দিকে।
advertisement
advertisement
শনি কর্মফলদাতা। যার যেমন কর্ম, তেমনই লাভ-লোকসান। অর্থের প্রসঙ্গও এক্ষেত্রে হিসেবের বাইরে নয়। পণ্ডিত পাঠক এই সূত্রে আমাদের জানিয়েছেন যে জ্যোতিষে শনির গমনকে লৌহ, তাম্র, স্বর্ণ এবং রৌপ্য এই চার ভাগে ভাগ করা হয়। বলা হয়, এর মধ্যে তাম্র এবং রৌপ্য পদে শনিদেবের গমন সর্বাপেক্ষা শুভ। নতুন বছরে শনিদেব তাম্রপদে গমন করবেন তিন রাশিতে, পরিণামে তাঁদের বিত্তবান হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নেওয়া যাক এই প্রসঙ্গে কী বলছেন পণ্ডিত পাঠক।
advertisement
বৃষ- শনিদেবের তাম্রপদে গমনের ফলে বৃষেরা কেরিয়ার এবং ব্যবসার দিক থেকে বিশেষ ভাবে উপকৃত হবেন, এই দুই ক্ষেত্রই উপার্জনের। ফলে, বলাই যায়, তাঁরা টাকার মুখ দেখতে চলেছেন। কর্মহীনরা এই সময়ে নতুন কাজের খোঁজ পাবেন। কর্মরতদের ভাগ্যে রয়েছে পদোন্নতি এবং বেতনবৃদ্ধি। পরিবারের সঙ্গে সুসময় কাটবে, সেই সূত্রেও পারিবারিক দিক থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
কুম্ভ- এই রাশিতেই হবে শনির গোচর, তাছাড়া তিনি এঁদের অধিপতি গ্রহও বটে। পরিণামে কুম্ভের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা উপার্জনবৃদ্ধিরও সহায়ক হয়ে উঠবে। লোহা, তেল, খনিজ, জ্বালানি, কালো রঙের কোনও সামগ্রীর ব্যবসায় বিস্তর লাভ হবে। এই সময়ে নতুন যান বা গৃহ ক্রয়ের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগও শনিদেবের কৃপায় অপরিমেয় আর্থিক সাফল্যের মুখ দেখাবে।