Shani Dev Vastu Rules: শনিবার ভুলেও করবেন না এই ৫ কাজ! ভয়ঙ্কর রেগে যান শনিদেব, চরম দুর্ভোগ নেমে আসবে জীবনে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Shani Dev Vastu Rules: শনিবারে কিছু বিশেষ কাজ করলে শনি দেব রুষ্ট হন। যেমন মাংস বা মদ্যপান, গরিবের অপমান, জুয়া খেলা ও লোহা কেনা। এসব করলে জীবনে দারিদ্র্য, অশান্তি ও বিপদ নেমে আসে। শাস্ত্র অনুযায়ী মেনে চলা উচিত নিয়ম...
advertisement
শনিবার শনি দেবের পূজা করার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র অনুসারে, এই দিন শনি মন্দিরে গিয়ে পূজা-অর্চনা করলে বিশেষ ফল লাভ হয়। অনেকেই শনি দেবের কৃপা পেতে শাস্ত্রে বর্ণিত নানা উপায় অবলম্বন করে থাকেন। তবে জানেন কি, কিছু ভুল কাজ করলে শনি দেব ক্রুদ্ধ হয়ে যেতে পারেন? যার প্রভাব জীবনের সমস্ত শুভ কাজেও পড়ে এবং ভাগ্য বিপর্যস্ত হতে পারে।
advertisement
advertisement
শনিবার মাংস খাওয়া নয় শনিবারের দিনে কখনও ভুলেও মাংস খাওয়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এই দিনে মাংস খেলে শনি দেব অত্যন্ত রুষ্ট হন। তাঁর কু–দৃষ্টি পড়ে জীবনে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি আপনি যতই টাকা উপার্জন করুন না কেন, অর্থ হাতে থাকবে না। পাশাপাশি, জীবনে নেমে আসে একের পর এক নেতিবাচক প্রভাব।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement