Shani Dev Vastu Rules: শনিবার ভুলেও করবেন না এই ৫ কাজ! ভয়ঙ্কর রেগে যান শনিদেব, চরম দুর্ভোগ নেমে আসবে জীবনে...

Last Updated:
Shani Dev Vastu Rules: শনিবারে কিছু বিশেষ কাজ করলে শনি দেব রুষ্ট হন। যেমন মাংস বা মদ্যপান, গরিবের অপমান, জুয়া খেলা ও লোহা কেনা। এসব করলে জীবনে দারিদ্র্য, অশান্তি ও বিপদ নেমে আসে। শাস্ত্র অনুযায়ী মেনে চলা উচিত নিয়ম...
1/10
হিন্দু ধর্মে শনিবার দিনটি শনি দেবকে উৎসর্গ করা হয়। এই দিনে শনির বিশেষ পূজা ও আরাধনা করলে শুভ ফল লাভ হয়। কিন্তু শাস্ত্রে শনিবার নিয়ে কিছু বিশেষ বিধানও উল্লেখ করা হয়েছে, যেগুলি না মানলে শনি দেব রুষ্ট হতে পারেন। এতে জীবনে একের পর এক সমস্যা দেখা দিতে পারে।
হিন্দু ধর্মে শনিবার দিনটি শনি দেবকে উৎসর্গ করা হয়। এই দিনে শনির বিশেষ পূজা ও আরাধনা করলে শুভ ফল লাভ হয়। কিন্তু শাস্ত্রে শনিবার নিয়ে কিছু বিশেষ বিধানও উল্লেখ করা হয়েছে, যেগুলি না মানলে শনি দেব রুষ্ট হতে পারেন। এতে জীবনে একের পর এক সমস্যা দেখা দিতে পারে।
advertisement
2/10
শনিবার শনি দেবের পূজা করার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র অনুসারে, এই দিন শনি মন্দিরে গিয়ে পূজা-অর্চনা করলে বিশেষ ফল লাভ হয়। অনেকেই শনি দেবের কৃপা পেতে শাস্ত্রে বর্ণিত নানা উপায় অবলম্বন করে থাকেন। তবে জানেন কি, কিছু ভুল কাজ করলে শনি দেব ক্রুদ্ধ হয়ে যেতে পারেন? যার প্রভাব জীবনের সমস্ত শুভ কাজেও পড়ে এবং ভাগ্য বিপর্যস্ত হতে পারে।
শনিবার শনি দেবের পূজা করার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র অনুসারে, এই দিন শনি মন্দিরে গিয়ে পূজা-অর্চনা করলে বিশেষ ফল লাভ হয়। অনেকেই শনি দেবের কৃপা পেতে শাস্ত্রে বর্ণিত নানা উপায় অবলম্বন করে থাকেন। তবে জানেন কি, কিছু ভুল কাজ করলে শনি দেব ক্রুদ্ধ হয়ে যেতে পারেন? যার প্রভাব জীবনের সমস্ত শুভ কাজেও পড়ে এবং ভাগ্য বিপর্যস্ত হতে পারে।
advertisement
3/10
অযোধ্যার জ্যোতিষ হীতেন্দ্র সিং বলেছেন, "শনির ক্রোধ যখন কারও ওপর পড়ে, তখন তার জীবন থমকে যেতে পারে। তাই শনিবারের দিনে শাস্ত্রবিধি অনুযায়ী আচরণ করাই শ্রেয়"...
অযোধ্যার জ্যোতিষ হীতেন্দ্র সিং বলেছেন, "শনির ক্রোধ যখন কারও ওপর পড়ে, তখন তার জীবন থমকে যেতে পারে। তাই শনিবারের দিনে শাস্ত্রবিধি অনুযায়ী আচরণ করাই শ্রেয়"...
advertisement
4/10
শনিবার মাংস খাওয়া নয় শনিবারের দিনে কখনও ভুলেও মাংস খাওয়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এই দিনে মাংস খেলে শনি দেব অত্যন্ত রুষ্ট হন। তাঁর কু–দৃষ্টি পড়ে জীবনে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি আপনি যতই টাকা উপার্জন করুন না কেন, অর্থ হাতে থাকবে না। পাশাপাশি, জীবনে নেমে আসে একের পর এক নেতিবাচক প্রভাব।
শনিবার মাংস খাওয়া নয় শনিবারের দিনে কখনও ভুলেও মাংস খাওয়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এই দিনে মাংস খেলে শনি দেব অত্যন্ত রুষ্ট হন। তাঁর কু–দৃষ্টি পড়ে জীবনে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি আপনি যতই টাকা উপার্জন করুন না কেন, অর্থ হাতে থাকবে না। পাশাপাশি, জীবনে নেমে আসে একের পর এক নেতিবাচক প্রভাব।
advertisement
5/10
মদ্যপান করলেও বিপদ যদি আপনি শনিবার মদ্যপান করেন, তা আপনার জীবনে বড় ভুল প্রমাণ হতে পারে। শাস্ত্র অনুযায়ী, এই দিনে মদ্যপান করলে জীবনে একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করে এবং শনি দেবের ক্রোধ নেমে আসে। এতে কর্মজীবনে অগ্রগতি থেমে যেতে পারে ও উন্নতির পথ বন্ধ হয়ে যায়।
মদ্যপান করলেও বিপদ যদি আপনি শনিবার মদ্যপান করেন, তা আপনার জীবনে বড় ভুল প্রমাণ হতে পারে। শাস্ত্র অনুযায়ী, এই দিনে মদ্যপান করলে জীবনে একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করে এবং শনি দেবের ক্রোধ নেমে আসে। এতে কর্মজীবনে অগ্রগতি থেমে যেতে পারে ও উন্নতির পথ বন্ধ হয়ে যায়।
advertisement
6/10
গরিব বা দুর্বলদের অপমান নয় গরিব বা দুর্বলদের অপমান করা কোনও দিনই উচিত নয়। কিন্তু শনিবার এই ভুল করলে তা শনি দেবের কু-দৃষ্টি ডেকে আনে। এতে জীবনে বড় সংকট দেখা দিতে পারে এবং ঘরে কলহের পরিবেশ তৈরি হয়। এর ফলে মানসিক কষ্ট ও পারিবারিক অশান্তিও বেড়ে যায়।
গরিব বা দুর্বলদের অপমান নয় গরিব বা দুর্বলদের অপমান করা কোনও দিনই উচিত নয়। কিন্তু শনিবার এই ভুল করলে তা শনি দেবের কু-দৃষ্টি ডেকে আনে। এতে জীবনে বড় সংকট দেখা দিতে পারে এবং ঘরে কলহের পরিবেশ তৈরি হয়। এর ফলে মানসিক কষ্ট ও পারিবারিক অশান্তিও বেড়ে যায়।
advertisement
7/10
জুয়া বা সাট্টা খেলা নিষেধ শনিবারের দিনে ভুলেও জুয়া বা সাট্টা খেলতে নেই। শাস্ত্র মতে, এই কাজ করলে শনি দেব রুষ্ট হন এবং দারিদ্র্য ঘিরে ধরে। যারা শনিবার এই কাজ করেন, তাদের জীবনে সুখ-শান্তি দূরে সরে যায় এবং নেগেটিভ এনার্জি ঘিরে ধরে।
জুয়া বা সাট্টা খেলা নিষেধ শনিবারের দিনে ভুলেও জুয়া বা সাট্টা খেলতে নেই। শাস্ত্র মতে, এই কাজ করলে শনি দেব রুষ্ট হন এবং দারিদ্র্য ঘিরে ধরে। যারা শনিবার এই কাজ করেন, তাদের জীবনে সুখ-শান্তি দূরে সরে যায় এবং নেগেটিভ এনার্জি ঘিরে ধরে।
advertisement
8/10
লোহা ও সর্ষের তেল কেনা উচিত নয় যদিও শনি দেবকে সর্ষের তেল ও লোহা উৎসর্গ করা শুভ, তবে শনিবার এই জিনিসগুলি কেনা উচিত নয়। ওই দিন এই জিনিস কিনলে শনি রুষ্ট হন। শনি পূজার জন্য আগের দিন অর্থাৎ শুক্রবারেই সর্ষের তেল কিনে রাখুন ও পরদিন মন্দিরে অর্পণ করুন।
লোহা ও সর্ষের তেল কেনা উচিত নয় যদিও শনি দেবকে সর্ষের তেল ও লোহা উৎসর্গ করা শুভ, তবে শনিবার এই জিনিসগুলি কেনা উচিত নয়। ওই দিন এই জিনিস কিনলে শনি রুষ্ট হন। শনি পূজার জন্য আগের দিন অর্থাৎ শুক্রবারেই সর্ষের তেল কিনে রাখুন ও পরদিন মন্দিরে অর্পণ করুন।
advertisement
9/10
এই নিয়মগুলি পালন করলে শনি দেবের কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে নেমে আসা নানা বাধা ও সংকট থেকে মুক্তি পাওয়া যায়। সঠিক পুজা ও আচরণের মাধ্যমে শনি দেবকে সন্তুষ্ট করলে জীবনে শুভ ফল ও উন্নতি নিশ্চিতভাবে সম্ভব।
এই নিয়মগুলি পালন করলে শনি দেবের কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে নেমে আসা নানা বাধা ও সংকট থেকে মুক্তি পাওয়া যায়। সঠিক পুজা ও আচরণের মাধ্যমে শনি দেবকে সন্তুষ্ট করলে জীবনে শুভ ফল ও উন্নতি নিশ্চিতভাবে সম্ভব।
advertisement
10/10
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
advertisement
advertisement
advertisement