Shani Upay: শনি দেবের প্রিয় কুকুর! এই এক কাজ করলেই দূর হবে জীবনের সব সমস্যা, খুশি হবেন কাল ভৈরবও
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Shani Dev: শনি দেব ভক্তদের তাদের কর্ম অনুসারে ফল দেন। তাই তাদেরকে কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধীশও বলা হয়। যদিও বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে তীব্র এবং কঠোর গ্রহ হিসেবে গণ্য করা হয়, তবুও কিছু সহজ উপায় অনুসরণ করে আপনি শনি দেবের কৃপা পেতে পারেন। এর মধ্যে অন্যতম উপায় হল কুকুর পালন ও তার সেবা করা।
advertisement
কুকুরের সেবা করলে শনি দেব খুশি হন এবং আশীর্বাদ প্রদান করেন। এর ফলে শনি কৃপায় জাতকের ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে। এখন প্রশ্ন হল, কিভাবে কুকুর হতে পারে সৌভাগ্যের সঙ্গী? বর্তমানে শনি কোন রাশিতে অবস্থান করছেন? ২০২৫ সালে শনি কবে এবং কোন রাশিতে গমন করবেন? এই বিষয়টি সম্পর্কে নিউজ১৮-কে জানাচ্ছেন প্রতাপবিহার, গাজিয়াবাদ থেকে জ্যোতিষী রাকেশ চতুর্বেদী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement


