Chankya Niti: এই নিয়ম না মানলে টাকা খরচ হয়ে যাবে হু-হু করে, দেখে নিন কী বলছে চাণক্য নীতি

Last Updated:
Chankya Niti: কেন এমন হচ্ছে, আপনি কেন টাকা রাখতে পারছেন না, দেখে নিন একবার৷
1/6
অনেক সময়েই দেখা যায়, টাকা অনেকটা উপার্জন করতে পারলেও তা কোনওমতেই রাখতে পারছেন আপনি৷ টাকা আসছে, কিন্তু দ্রুত বেরিয়েও যাচ্ছে৷ কেন এমন হচ্ছে, আপনি কেন টাকা রাখতে পারছেন না, দেখে নিন একবার৷
অনেক সময়েই দেখা যায়, টাকা অনেকটা উপার্জন করতে পারলেও তা কোনওমতেই রাখতে পারছেন আপনি৷ টাকা আসছে, কিন্তু দ্রুত বেরিয়েও যাচ্ছে৷ কেন এমন হচ্ছে, আপনি কেন টাকা রাখতে পারছেন না, দেখে নিন একবার৷
advertisement
2/6
প্রথমত, অতিরিক্ত পরিমাণে সর্বত্র সততা দেখাতে গেলে নাকি টাকা দ্রুত মানুষের কাছ থেকে বিদায় নেয়৷ যেখানে চুপ করে থাকার সেখানে চুপ করে থাকাটা জরুরি৷ তাতে টাকা জলের মতো খরচ হওয়া থেকে কিছুটা কমে৷
প্রথমত, অতিরিক্ত পরিমাণে সর্বত্র সততা দেখাতে গেলে নাকি টাকা দ্রুত মানুষের কাছ থেকে বিদায় নেয়৷ যেখানে চুপ করে থাকার সেখানে চুপ করে থাকাটা জরুরি৷ তাতে টাকা জলের মতো খরচ হওয়া থেকে কিছুটা কমে৷
advertisement
3/6
সমস্ত গোপনীয়তা কারওর কাছে উজাড় করে দেওয়া একেবারেই উচিত নয়৷ আর সেই পরামর্শ দেওয়া হচ্ছে চাণক্য নীতিতে৷ অর্থাৎ. সব কথা কাউকে বলার কোনও প্রয়োজনীয়তা নেই, নিজের কথা নিজের কাছে রাখতে শিখুন৷
সমস্ত গোপনীয়তা কারওর কাছে উজাড় করে দেওয়া একেবারেই উচিত নয়৷ আর সেই পরামর্শ দেওয়া হচ্ছে চাণক্য নীতিতে৷ অর্থাৎ. সব কথা কাউকে বলার কোনও প্রয়োজনীয়তা নেই, নিজের কথা নিজের কাছে রাখতে শিখুন৷
advertisement
4/6
নিজে যে কাজটা করতে চাইছেন, বা করছেন, সেটা সম্পন্ন না হওয়া পর্যন্ত তা নিয়ে ফলাও করে বলা উচিত নয়৷ নিজের কাজের বিস্তারিত, নিজের কাছে রাখুন৷ যে কাজটি নিয়েছেন, সেটি সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে বলবেন না৷
নিজে যে কাজটা করতে চাইছেন, বা করছেন, সেটা সম্পন্ন না হওয়া পর্যন্ত তা নিয়ে ফলাও করে বলা উচিত নয়৷ নিজের কাজের বিস্তারিত, নিজের কাছে রাখুন৷ যে কাজটি নিয়েছেন, সেটি সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে বলবেন না৷
advertisement
5/6
চাণক্য বলেছেন, সমস্ত ভালমানুষী বা বন্ধুত্ব আসল রকম হয় না৷ এর পিছনে নানারকম অন্য কারণও থাকে৷ সত্যি কারের বন্ধুদের চিনতে শিখুন৷ সবাইকে নিঃস্বার্থ বন্ধু ভাববেন না, তাতে আপনার ক্ষতিই হবে৷
চাণক্য বলেছেন, সমস্ত ভালমানুষী বা বন্ধুত্ব আসল রকম হয় না৷ এর পিছনে নানারকম অন্য কারণও থাকে৷ সত্যি কারের বন্ধুদের চিনতে শিখুন৷ সবাইকে নিঃস্বার্থ বন্ধু ভাববেন না, তাতে আপনার ক্ষতিই হবে৷
advertisement
6/6
অনেকেই আছেন যাঁরা আপনার সামনে মিষ্টি কথা বলেন, আবার পিছনে অনেক বাজে কথা রটাতে থাকেন, পারেন, সেই বিষয়টিও খেয়াল রাখবেন৷ তাই খেয়াল রাখবেন, কাদের কোন কথা বলছেন, কোন কথা বলছেন না৷
অনেকেই আছেন যাঁরা আপনার সামনে মিষ্টি কথা বলেন, আবার পিছনে অনেক বাজে কথা রটাতে থাকেন, পারেন, সেই বিষয়টিও খেয়াল রাখবেন৷ তাই খেয়াল রাখবেন, কাদের কোন কথা বলছেন, কোন কথা বলছেন না৷
advertisement
advertisement
advertisement