চাণক্য বলেছেন, সমস্ত ভালমানুষী বা বন্ধুত্ব আসল রকম হয় না৷ এর পিছনে নানারকম অন্য কারণও থাকে৷ সত্যি কারের বন্ধুদের চিনতে শিখুন৷ সবাইকে নিঃস্বার্থ বন্ধু ভাববেন না, তাতে আপনার ক্ষতিই হবে৷ টাকা এবং মূল্যবান জিনিসের মূল্য কোনও অবস্থাতেই কমে না৷ সেই কারণে, এগুলি ময়লা বা আবর্জনার স্তুপের মধ্যে পড়ে থাকলেও কোনও সমস্যা নেই, তা সমান মূল্যবান ও সমান গুরুত্বপূর্ণ থাকে, তাই সেটি সংগ্রহ করে নেওয়াই শ্রেয়৷