Scorpio Horoscope 2024: বৃশ্চিক রাশি; দেখে নিন চলতি বছরে আপনার রাশিফল নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
- Published by:Siddhartha Sarkar
- ganesha_grace
- Written by:Chirag
Last Updated:
Scorpio Horoscope 2024: শ্রী গণেশ বলছেন, সারা বছর ধরে কঠোর পরিশ্রম করলে ভাল ফল পাওয়া যাবে। ব্যবসায়ীরা উত্থান-পতনের সম্মুখীন হবেন।
শ্রী গণেশ বলছেন, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিত্বের এক বিশেষ কৌণিক আকৃতি তাঁদের আরও বলিষ্ঠ করে তোলে। চেহারার দিক থেকে বেশ রোগা-পাতলাই হন এঁরা। আর এঁদের মুখমণ্ডলের মধ্যে সবথেকে আকর্ষণীয় হল চোখ। বাঁকানো ভ্রু পল্লব এবং টিকালো নাক এঁদের চেহারার অন্যতম বৈশিষ্ট্য। নিজেদের দৃষ্টিভঙ্গি নিয়ে তাঁরা বেশ অনড় প্রকৃতির হন। যে কোনও বিষয় খুঁটিয়ে বিচার করেন এবং এঁরা উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হন। ধর্মীয় মতামত পোষণ করেন এবং প্রতিটা কাজ দক্ষতার সঙ্গে করেন। অন্যদের আচরণ, ক্ষমতা এবং দুর্বলতা গভীর ভাবে বোঝার ক্ষমতা রয়েছে। বন্ধুত্ব পাতাতে পছন্দ করেন এবং প্রশংসার জন্য উন্মুখ। বন্ধু হিসেবে যত বেশি উপকারী আর শত্রু হিসেবে তত বেশি বেদনাদায়ক তাঁরা। মনে থাকা আইডিয়া প্রকাশ করতে দ্বিধাবোধ করা চলবে না।
advertisement
ধন-সম্পদ: শ্রী গণেশ বলছেন, সারা বছর ধরে কঠোর পরিশ্রম করলে ভাল ফল পাওয়া যাবে। ব্যবসায়ীরা উত্থান-পতনের সম্মুখীন হবেন। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে সম্পত্তি কিনতে সফল হবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে এবং সম্পত্তি কেনার সম্ভাবনা এই বছরে খুবই কম। এই সময়ে আয় করতে পারবেন এবং পরিবারে শুভ কাজের কারণে ব্যয়েরও জোরালো সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল।
advertisement
প্রেম-বিবাহ: শ্রী গণেশ বলছেন, পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কারণ গ্রহ-নক্ষত্রের অবস্থান পারিবারিক জীবনেই সবথেকে বেশি ছাপ ফেলবে। মা-বাবার স্বাস্থ্যজনিত সমস্যা মানসিক চাপ তৈরি করবে। বিশেষ করে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে। বিগত সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কে একাধিক সমস্যা হতে পারে। তাই এই বছরে কীভাবে এগোবেন, সেটা ভাবতে হবে। কারণ তাঁদের তো আর জীবন থেকে বাদ দেওয়া সম্ভব নয়।
advertisement
ব্যবসা: শ্রী গণেশ বলছেন, এই বছর আগের তুলনায় কঠোর পরিশ্রম করতে হতে পারে। স্বভাব-আচরণেও স্বল্প পরিবর্তন আসতে পারে। এই পরিস্থিতিতে এই অভ্যাস ছেড়ে এগিয়ে যেতে হবে। মনোযোগ, প্রয়াস এবং কঠোর পরিশ্রমের উপর ভিত্তি করে কেরিয়ারে সাফল্য অর্জন করতে পারবেন। নিজের পরিস্থিতিতে কোনও অগ্রগতি দেখতে পারেন। শত্রুদের জন্য কাজের জায়গায় কোনও সমস্যার মুখে পড়তে পারেন। তাই কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্পোরেট সেক্টরে কর্মরতরা দুর্দান্ত পেশাগত জীবন কাটাতে পারবেন। আর নিজেদের উদ্যোগে সাফল্য অর্জন করতে পারবেন।
advertisement
advertisement