Lord Shiva Sawan Somwar 2023: শ্রাবণে বাড়িতে লাগান এই ৫ গাছ, মহাদেব হবে সন্তুষ্ট, শিবের কৃপায় হবেন কোটিপতি!

Last Updated:
Lord Shiva Sawan Somwar 2023: হিন্দু ধর্ম মতে শিব অল্পতেই সন্তুষ্ট। এই শ্রাবণ মাস জ্যোতিশাস্ত্র মতেও খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে শিবের পুজো করার পাশাপাশি সোমবার বাড়িতে যদি পাঁচটি গাছ যদি বাড়িতে আনা হয় তাহলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। মহাদেবের কৃপায় আর্থিক লাভও হতে পারে।
1/7
হিন্দু ধর্মে শিবকে দেবাদিদেব হিসেবে মানা হয়। সারা বছর শিবের পুজো করা হয়। শ্রাবণ মাস ভোলানাথের প্রিয় মাস। এই মাসেই ভক্তরা শিবের পুজো, উপবাস, মানত করে থাকেন। শিবের পুজো করলে শুধু সুখ, সমৃদ্ধি, শান্তি আসে না, দাম্পত্য জীবনের নানা কলহ দূর হতে পারে।
হিন্দু ধর্মে শিবকে দেবাদিদেব হিসেবে মানা হয়। সারা বছর শিবের পুজো করা হয়। শ্রাবণ মাস ভোলানাথের প্রিয় মাস। এই মাসেই ভক্তরা শিবের পুজো, উপবাস, মানত করে থাকেন। শিবের পুজো করলে শুধু সুখ, সমৃদ্ধি, শান্তি আসে না, দাম্পত্য জীবনের নানা কলহ দূর হতে পারে।
advertisement
2/7
হিন্দু ধর্ম মতে শিব অল্পতেই সন্তুষ্ট। এই শ্রাবণ মাস জ্যোতিশাস্ত্র মতেও খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে শিবের পুজো করার পাশাপাশি সোমবার বাড়িতে যদি পাঁচটি গাছ যদি বাড়িতে আনা হয় তাহলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। মহাদেবের কৃপায় আর্থিক লাভও হতে পারে।
হিন্দু ধর্ম মতে শিব অল্পতেই সন্তুষ্ট। এই শ্রাবণ মাস জ্যোতিশাস্ত্র মতেও খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে শিবের পুজো করার পাশাপাশি সোমবার বাড়িতে যদি পাঁচটি গাছ যদি বাড়িতে আনা হয় তাহলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। মহাদেবের কৃপায় আর্থিক লাভও হতে পারে।
advertisement
3/7
হিন্দুধর্মে তুলসী গাছ অন্যতম পবিত্র। অনেকেই সারা বছর তুলসী গাছের সামনে ধূপ-মোমবাতি দিয়ে থাকেন। পুজোতেও তুলসী পাতার ব্যবহার হিন্দুশাস্ত্রে অপরিহার্য। আর যাদের বাড়িতে এখনও তুলসী গাছ নেই তারা এই শ্রাবণ মাসে তুলসী গাছ বাড়িতে রোপণ করলে খুব শুভ বলে মনে করা হয়।
হিন্দুধর্মে তুলসী গাছ অন্যতম পবিত্র। অনেকেই সারা বছর তুলসী গাছের সামনে ধূপ-মোমবাতি দিয়ে থাকেন। পুজোতেও তুলসী পাতার ব্যবহার হিন্দুশাস্ত্রে অপরিহার্য। আর যাদের বাড়িতে এখনও তুলসী গাছ নেই তারা এই শ্রাবণ মাসে তুলসী গাছ বাড়িতে রোপণ করলে খুব শুভ বলে মনে করা হয়।
advertisement
4/7
বেল পাতা ছাড়া মহাদেের আরাধনা অসম্পূর্ণ বলে মনে করা হয়। তিনটি বেলপাতাকে শিবের ত্রিনয়নের সঙ্গে তুলনা করা হয়। ফলে বেল গাছ যে শিবের প্রিয় তা বলার অপেক্ষা রাখে না। শ্রাবণ মাসে যদি বাড়িতে বেল গাছ রোপণ করা যায় তা খুবই শুভ বলে মনে করা হয়। সংসারে আসে সুখ-সমৃদ্ধি।
বেল পাতা ছাড়া মহাদেের আরাধনা অসম্পূর্ণ বলে মনে করা হয়। তিনটি বেলপাতাকে শিবের ত্রিনয়নের সঙ্গে তুলনা করা হয়। ফলে বেল গাছ যে শিবের প্রিয় তা বলার অপেক্ষা রাখে না। শ্রাবণ মাসে যদি বাড়িতে বেল গাছ রোপণ করা যায় তা খুবই শুভ বলে মনে করা হয়। সংসারে আসে সুখ-সমৃদ্ধি।
advertisement
5/7
হিন্দুধর্মে কলাগাছকেও খুবই পবিত্র মনে করা হয়। শুভকাজে কলা গাছ অপরিহার্য। বলা হয় কলা গাছে বিষ্ণু বাস করেন। ফলে শিবের প্রিয় শ্রাবণ মাসে বাড়িতে কলা গাছ লাগালে তা খুবই শুভ বলে মনে করা  হয়। এর ফলে পারিবারিক নানা সমস্যা দূর হয়, আর্থিক দিক থেকেও ভাল।
হিন্দুধর্মে কলাগাছকেও খুবই পবিত্র মনে করা হয়। শুভকাজে কলা গাছ অপরিহার্য। বলা হয় কলা গাছে বিষ্ণু বাস করেন। ফলে শিবের প্রিয় শ্রাবণ মাসে বাড়িতে কলা গাছ লাগালে তা খুবই শুভ বলে মনে করা হয়। এর ফলে পারিবারিক নানা সমস্যা দূর হয়, আর্থিক দিক থেকেও ভাল।
advertisement
6/7
এছাড়া বড় জায়গায় বাড়ি থাকলে বা অনেকটা ফাঁকা জায়গা থাকলে অশ্বত্থ গাছ লাগানোও শুভ বলে মনে করা হয়। শনিবার সন্ধ্যের সময় আশ্বত্থের নীচে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্য লাভ হয়।
এছাড়া বড় জায়গায় বাড়ি থাকলে বা অনেকটা ফাঁকা জায়গা থাকলে অশ্বত্থ গাছ লাগানোও শুভ বলে মনে করা হয়। শনিবার সন্ধ্যের সময় আশ্বত্থের নীচে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্য লাভ হয়।
advertisement
7/7
সর্বশেষ শ্রাবণ মাসে যে গাছ লাগালে শুভ বলে মনে করা হয় তা হল শমী গাছ। এই গাছ লাগালে নানারকমের সাংসারিক সমস্যার সমাধান হয়। এছাড়া সংসারে সুখ-সমৃদ্ধি আসে ও আর্থিক উন্নতি হয় বলেও মনে করা হয়।
সর্বশেষ শ্রাবণ মাসে যে গাছ লাগালে শুভ বলে মনে করা হয় তা হল শমী গাছ। এই গাছ লাগালে নানারকমের সাংসারিক সমস্যার সমাধান হয়। এছাড়া সংসারে সুখ-সমৃদ্ধি আসে ও আর্থিক উন্নতি হয় বলেও মনে করা হয়।
advertisement
advertisement
advertisement