Shraban (Sawan) Amavasya Eating Tips: বৃহস্পতিবার শ্রাবণ অমাবস্যা! ভুলেও দাঁতে কাটবেন না এই ‘৪’ সবজি! সংসারে নামবে অভাব ও অমঙ্গলের কালো ছায়া!

Last Updated:
Shraban Amavasya Eating Tips:শ্রাবণ অমাবস্যা থাকবে ২৪ জুলাই এবং ২৫ জুলাই সংযোগস্থলে রাত ১২.৪০ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী অমাবস্যার রীতি ও অমানিশা পালিত হবে ২৪ জুলাই। এই তিথিতে পুরীর মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে চালের পিঠে বা চাকুলিয়া পিঠে নৈবেদ্যে নিবেদন করা হয়৷ তাই একে চিকালগী অমাবস্যাও বলা হয়৷
1/7
বৃহস্পতিবার পালিত হবে শ্রাবণ মাসের অমাবস্যা৷ শ্রাবণী বা হরিয়ালি অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ৷ বছরের এই তিথি অন্যান্য অমাবস্যার মতোই তাৎপর্যপূর্ণ৷ কালীপুজোর পাশাপাশি আরও কিছু নিয়ম নীতি পালিত হয় এই তিথিতে৷
বৃহস্পতিবার পালিত হবে শ্রাবণ মাসের অমাবস্যা৷ শ্রাবণী বা হরিয়ালি অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ৷ বছরের এই তিথি অন্যান্য অমাবস্যার মতোই তাৎপর্যপূর্ণ৷ কালীপুজোর পাশাপাশি আরও কিছু নিয়ম নীতি পালিত হয় এই তিথিতে৷
advertisement
2/7
শ্রাবণ মাসে বর্ষায় চারদিক সবুজ শ্যামল থাকে বলে একে বলা হয় হরিয়ালী অমাবস্যা৷ দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এ বছর শ্রাবণ বা হরিয়ালি অমাবস্যা পড়েছে আগামি ২৪ জুলাই, বৃহস্পতিবার। তার আগের দিন ২৩ জুলাই ও ২৪ জুলাই সংযোগস্থলে রাত ২.২৮ মিনিটে শুরু হচ্ছে অমবস্যা।
শ্রাবণ মাসে বর্ষায় চারদিক সবুজ শ্যামল থাকে বলে একে বলা হয় হরিয়ালী অমাবস্যা৷ দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এ বছর শ্রাবণ বা হরিয়ালি অমাবস্যা পড়েছে আগামি ২৪ জুলাই, বৃহস্পতিবার। তার আগের দিন ২৩ জুলাই ও ২৪ জুলাই সংযোগস্থলে রাত ২.২৮ মিনিটে শুরু হচ্ছে অমবস্যা।
advertisement
3/7
শ্রাবণ অমাবস্যা থাকবে ২৪ জুলাই এবং ২৫ জুলাই সংযোগস্থলে রাত ১২.৪০ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী অমাবস্যার রীতি ও অমানিশা পালিত হবে ২৪ জুলাই। এই তিথিতে পুরীর মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে চালের পিঠে বা চাকুলিয়া পিঠে নৈবেদ্যে নিবেদন করা হয়৷ তাই একে চিকালগী অমাবস্যাও বলা হয়৷
শ্রাবণ অমাবস্যা থাকবে ২৪ জুলাই এবং ২৫ জুলাই সংযোগস্থলে রাত ১২.৪০ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী অমাবস্যার রীতি ও অমানিশা পালিত হবে ২৪ জুলাই। এই তিথিতে পুরীর মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে চালের পিঠে বা চাকুলিয়া পিঠে নৈবেদ্যে নিবেদন করা হয়৷ তাই একে চিকালগী অমাবস্যাও বলা হয়৷
advertisement
4/7
এই তিথিতে স্নান-দান-ধ্যান খুবই গুরুতূপূর্ণ৷ এছাড়াও রয়েছে নির্দিষ্ট আহারবিধি৷ বলছেন জ্যোতিষ শাস্ত্র বিশারদ চক্রপাণি ভাট৷ মনে করা হয় এই রীতি নীতি পালন করলে সংসারে সুখ শান্তি অর্থসুখ বর্ষিত হয়৷ বিদায় নেয় দুঃখ কষ্ট৷
এই তিথিতে স্নান-দান-ধ্যান খুবই গুরুতূপূর্ণ৷ এছাড়াও রয়েছে নির্দিষ্ট আহারবিধি৷ বলছেন জ্যোতিষ শাস্ত্র বিশারদ চক্রপাণি ভাট৷ মনে করা হয় এই রীতি নীতি পালন করলে সংসারে সুখ শান্তি অর্থসুখ বর্ষিত হয়৷ বিদায় নেয় দুঃখ কষ্ট৷
advertisement
5/7
যাঁরা অমাবস্যার ব্রত পালন করে উপবাস করেন, তাঁরা নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করুন৷ রান্নায় অতিরিক্ত তেলমশলা দেবেন না৷ বাসি খাবার গ্রহণ করবেন না৷
যাঁরা অমাবস্যার ব্রত পালন করে উপবাস করেন, তাঁরা নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করুন৷ রান্নায় অতিরিক্ত তেলমশলা দেবেন না৷ বাসি খাবার গ্রহণ করবেন না৷
advertisement
6/7
করলা, কাঁচালঙ্কা, চিচিঙ্গা, ঝিঙে, কুমড়ো, বরবটির মতো সবজি খেতে পারেন এই তিথিতে৷ একটু হলেও এই দিনে খান কচুজাতীয় সবজি৷ খেতে পারেন ওল৷
করলা, কাঁচালঙ্কা, চিচিঙ্গা, ঝিঙে, কুমড়ো, বরবটির মতো সবজি খেতে পারেন এই তিথিতে৷ একটু হলেও এই দিনে খান কচুজাতীয় সবজি৷ খেতে পারেন ওল৷
advertisement
7/7
এই তিথিতে ভুলেও খাবেন না গাজর এবং বিটের মতো শীতকালীন সবজি৷ এছাড়া ফুলকপি, বাঁধাকপির মতো সবজিও দাঁতে কাটবেন না৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
এই তিথিতে ভুলেও খাবেন না গাজর এবং বিটের মতো শীতকালীন সবজি৷ এছাড়া ফুলকপি, বাঁধাকপির মতো সবজিও দাঁতে কাটবেন না৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement