Home » Photo » astrology » Vastu Tips for Plants in Sawan Month: শ্রাবণ মাসে এই পাঁচটি গাছই বদলে দেবে জীবন, আটকে থাকা ভাগ্যের চাকা ঘুরবে, মহাদেব-পার্বতীর কৃপাবৃষ্টিতে অসাধ্য সাধন
Vastu Tips for Plants in Sawan Month: শ্রাবণ মাসে এই পাঁচটি গাছই বদলে দেবে জীবন, আটকে থাকা ভাগ্যের চাকা ঘুরবে, মহাদেব-পার্বতীর কৃপাবৃষ্টিতে অসাধ্য সাধন
Vastu Tips for Plants in Sawan Month: শ্রাবণ মাসে এই পাঁচটি গাছই ভাগ্য ফেরাবে, শিব-পার্বতীর কৃপা শ্রাবণ মাসে পেতে গেলে এই কাজগুলি অবশ্যই করতে হবে
শ্রাবণ মাস অর্থাৎ ভোলানাথের (Lord Shiva) নামে অর্পিত মাস ৷ (Sawan Month 2022) শ্রাবণ মাসের দারুণ সংযোগ জীবনকে সংঘবদ্ধ করে বারেবারে ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
মন্দিরে গিয়ে ভোলানাথের দর্শন করে জীবনে অপার খুশি পাওয়া যায় ৷ এমনিতেই অনেকেই অমরনাথ, চারধাম ইত্যাদি স্থানে যাত্রা করেন যাতে মহাদেব প্রসন্ন হন ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
এই যাত্রায় আপনি না গেলেও তবে অন্য ভাবেও ভগবান শিবকে প্রসন্ন করা যেতে পারে ৷ বাস্তুশাস্ত্র মতে এমন পাঁচ গাছ আছে যা শ্রাবণ মাসে রোপন করলে শিব-পার্বতীকে প্রসন্ন করতে পারা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
বাড়ির ভিতরে ও বাইরে এই গাছ বসিয়ে পেতে পারেন ভোলানাথের কৃপাও ৷ আকন্দ গাছ শিবের অত্যন্ত পছন্দ, সাদা ও ধূসর দুই রঙেরই হয়ে থাকে আকন্দ ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
এই গাছের গুরুত্বপূর্ণ বিষয় হল এই গাছ বসিয়ে বিশেষ পরিশ্রমও করতে হয়না ৷ মনে করা হয় এই গাছ বসালো জাতক-জাতিকাদের দিন ফিরতে থাকে ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
বাস্তুশাস্ত্রমতে এই গাছ অত্যন্ত পবিত্র ৷ শনিদেবও ভগবান শিবের ভক্ত তাই শ্রাবণ মাসে শিবের উদ্দেশ্যে লজ্জাবতী পাতা অর্পণ করলে বিশেষ লাভ সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
এছাড়াও ধুতরা গাছ শিবের অত্যন্ত প্রিয় ৷ এই গাছে আকৃষ্ট করার ক্ষমতা আছে এটি অনেকেই জানেন ৷ শ্রাবণ মাসে এই বৃক্ষ রোপন করা হলে অবশ্যই বিশাল কাজে দেবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
এই গাছ রোপন করলে ভগবান শঙ্কর অত্যন্ত রূপে সন্তুষ্ট হন ৷ চম্পা গাছের ঔষধি গুণও রয়েছে ৷ বায়ুদূষণ রোধ করে চম্পাফুলের সুগন্ধ চারিদিক মাত করে দেয় ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
বেশ কিছুদিন না জল দিলেও অত্যন্ত সতেজ থাকে এই গাছ ৷ এই গাছ বসালো মানুষের ভাগ্যদ্বয় হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
বাড়ির ভিতরে বা বাইরে এই গাছ বসানো যায় ৷ সব মিলিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে বিশেষ ভাবে কার্যকর চম্পা গাছ ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
হিন্দুশাস্ত্রমতে বেলপাতায় ধনদেবতা কুবের বসবাস ৷ যেমন যেমন ভাবে এই গাছ বড় হয় আস্তে আস্তে মানুষের আর্থিক কষ্ট কমতে থাকে ৷ এই গাছ শিবের অত্যন্ত প্রিয় ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
Disclaimer:নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷