Rathyatra 2024 Astro Tips: এই রথযাত্রায় বদলে ফেলুন ভাগ্যের চাকা, সামাণ্য এই জিনিসগুলি দিয়ে করুন আরাধনা, তুষ্ট জগন্নাথদেব

Last Updated:
Rathyatra 2024 Astro Tips: রথ যাত্রার দিন এই ছোট্ট কাজ করলেই সংসারে ফিরে আসবে সুখ ও শান্তি! জানুন জ্যোতিষীর মত
1/8
: আগামী ৭ জুলাই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে উদযাপিত হচ্ছে রথযাত্রা। জগন্নাথদেবের স্মরণে পালিত হয় এই উৎসব। কথিত আছে, স্নানযাত্রার পনেরো দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।
: আগামী ৭ জুলাই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে উদযাপিত হচ্ছে রথযাত্রা। জগন্নাথদেবের স্মরণে পালিত হয় এই উৎসব। কথিত আছে, স্নানযাত্রার পনেরো দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।
advertisement
2/8
কিন্তু এই রথ যাত্রার বিশেষ দিনে কোন কাজগুলি করবেন জানেন কি? এ ব্যাপারে জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান,১) রথযাত্রার দিন গঙ্গা স্নান করুন। আর অবশ্যই জগন্নাথ মন্ত্র জপ করুন।
কিন্তু এই রথ যাত্রার বিশেষ দিনে কোন কাজগুলি করবেন জানেন কি? এ ব্যাপারে জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান,১) রথযাত্রার দিন গঙ্গা স্নান করুন। আর অবশ্যই জগন্নাথ মন্ত্র জপ করুন।
advertisement
3/8
২) এছাড়া জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে তুলসী এবং গোলাপের মালা দিন, এর সঙ্গে একটি গোটা ফল রাখুন।
২) এছাড়া জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে তুলসী এবং গোলাপের মালা দিন, এর সঙ্গে একটি গোটা ফল রাখুন।
advertisement
4/8
৩) রথের দিন দান-ধ্যান করলে শুভ ফল পাওয়া যায়। গরীব মানুষ কিংবা শিশুদের হাতে সাধ্যমতো খাবারদাবার তুলে দিন৷
৩) রথের দিন দান-ধ্যান করলে শুভ ফল পাওয়া যায়। গরীব মানুষ কিংবা শিশুদের হাতে সাধ্যমতো খাবারদাবার তুলে দিন৷
advertisement
5/8
৪) এই দিন অন্তত একবার রথের দড়ি টানার বা স্পর্শ করার চেষ্টা করুন। এতে পুণ্যলাভ হয়। রথ টানা হচ্ছে - এ দৃশ্য দেখাও খুব শুভ।
৪) এই দিন অন্তত একবার রথের দড়ি টানার বা স্পর্শ করার চেষ্টা করুন। এতে পুণ্যলাভ হয়। রথ টানা হচ্ছে - এ দৃশ্য দেখাও খুব শুভ।
advertisement
6/8
৫)রথের দিন বৃক্ষরোপণ করা শুভ। বিশ্বাস করা হয় যে, এই দিনে গাছ লাগালে পূণ্য লাভ হয়।
৫)রথের দিন বৃক্ষরোপণ করা শুভ। বিশ্বাস করা হয় যে, এই দিনে গাছ লাগালে পূণ্য লাভ হয়।
advertisement
7/8
৬) রথের দিনে জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে 'জয় জগন্নাথ' উচ্চারণ করলেও পুণ্য অর্জন হয়।
৬) রথের দিনে জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে 'জয় জগন্নাথ' উচ্চারণ করলেও পুণ্য অর্জন হয়।
advertisement
8/8
৭)রথের দিন জলে নিমপাতা দিয়ে স্নান করলে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজেটিভ এনার্জি ভরে ওঠে। তাই রথের দিন করুন এই কাজগুলি তবেই জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে। Input- Piya Gupta
৭)রথের দিন জলে নিমপাতা দিয়ে স্নান করলে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজেটিভ এনার্জি ভরে ওঠে। তাই রথের দিন করুন এই কাজগুলি তবেই জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে। Input- Piya Gupta
advertisement
advertisement
advertisement