Ratantikali Puja Astro Tips 2025: আজ রটন্তীকালী পুজোর পুণ্যতিথি কত ক্ষণ? মধু দিয়ে ছোট্ট জ্যোতিষ টোটকায় দূর স্বামী-স্ত্রীর ঝগড়া! কাটবে প্রেমে বিচ্ছেদ! সুখী জীবনে ভাসুন দাম্পত্যের সুখসাগরে

Last Updated:
Ratantikali Puja Astro Tips 2025: বছরভর বাংলার বিভিন্ন অংশে নানা রূপে পূজিত হন দেবী কালী। তাঁদের মধ্যে অন্যতম রটন্তী কালীপুজো। মাঘমাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পুজো করা হয়। ভক্তদের কাছে এই পু্ণ্যতিথি খুবই পবিত্র
1/7
বছরভর বাংলার বিভিন্ন অংশে নানা রূপে পূজিত হন দেবী কালী। তাঁদের মধ্যে অন্যতম রটন্তী কালীপুজো। মাঘমাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পুজো করা হয়। ভক্তদের কাছে এই পু্ণ্যতিথি খুবই পবিত্র।
বছরভর বাংলার বিভিন্ন অংশে নানা রূপে পূজিত হন দেবী কালী। তাঁদের মধ্যে অন্যতম রটন্তী কালীপুজো। মাঘমাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পুজো করা হয়। ভক্তদের কাছে এই পু্ণ্যতিথি খুবই পবিত্র।
advertisement
2/7
এ বছর মাঘমাসের কৃষ্ণা চতুর্দশী তিথি শুরু হয়েছে সোমবার রাতেই। দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই তিথি থাকবে মঙ্গলবার সন্ধ্যা ৭.৩৭ পর্যন্ত।
এ বছর মাঘমাসের কৃষ্ণা চতুর্দশী তিথি শুরু হয়েছে সোমবার রাতেই। দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই তিথি থাকবে মঙ্গলবার সন্ধ্যা ৭.৩৭ পর্যন্ত।
advertisement
3/7
অন্য পঞ্জিকা মতে মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি থাকবে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত। এর পরই শুরু হবে মৌনী অমাবস্যা তিথি।
অন্য পঞ্জিকা মতে মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি থাকবে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত। এর পরই শুরু হবে মৌনী অমাবস্যা তিথি।
advertisement
4/7
রটন্তী কালীপুজোর দিন বিশেষ কিছু জ্যোতিষ টোটকা পালন করলেই দূর হবে দাম্পত্য কলহ। ঝগড়া বিবাদ ভুলে সুখে থাকবে স্বামী স্ত্রী মিলে। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
রটন্তী কালীপুজোর দিন বিশেষ কিছু জ্যোতিষ টোটকা পালন করলেই দূর হবে দাম্পত্য কলহ। ঝগড়া বিবাদ ভুলে সুখে থাকবে স্বামী স্ত্রী মিলে। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
advertisement
5/7
একটি ভূর্জপত্রে লালকালি বা লাল কুমকুম দিয়ে আপনাদের স্বামী স্ত্রী দু’জনের নাম লিখুন। তার পর মধুপূর্ণ শিশিতে সেটি ঢুকিয়ে মুখবন্ধ করে দিন।
একটি ভূর্জপত্রে লালকালি বা লাল কুমকুম দিয়ে আপনাদের স্বামী স্ত্রী দু’জনের নাম লিখুন। তার পর মধুপূর্ণ শিশিতে সেটি ঢুকিয়ে মুখবন্ধ করে দিন।
advertisement
6/7
ওই মধুপূর্ণ কৌটো এ বার রাখুন রটন্তীকালীর পুজোর স্থানে বা অন্য কোনও পবিত্র জায়গায়।
ওই মধুপূর্ণ কৌটো এ বার রাখুন রটন্তীকালীর পুজোর স্থানে বা অন্য কোনও পবিত্র জায়গায়।
advertisement
7/7
রটন্তীকালী পুজো হয়ে গেলে ওই মধুপাত্র রাখুন আপনার বাড়ির নিত্যপুজোর স্থানে। প্রত্যহ পুজোর সময় দাম্পত্য সুখের জন্য প্রার্থনা করুন। প্রচলিত বিশ্বাস, এর ফলে সংসারে সুখশান্তি বিরাজ করে। প্রেম সংক্রান্ত সমস্যা, প্রেমে বিচ্ছেদ থেকে দাম্পত্য কলহে মুক্তি পাওয়া যায়।
রটন্তীকালী পুজো হয়ে গেলে ওই মধুপাত্র রাখুন আপনার বাড়ির নিত্যপুজোর স্থানে। প্রত্যহ পুজোর সময় দাম্পত্য সুখের জন্য প্রার্থনা করুন। প্রচলিত বিশ্বাস, এর ফলে সংসারে সুখশান্তি বিরাজ করে। প্রেম সংক্রান্ত সমস্যা, প্রেমে বিচ্ছেদ থেকে দাম্পত্য কলহে মুক্তি পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement