Shukra Gochar: অনুরাধা নক্ষত্রে শুক্রের গোচর! রাজযোগে জীবন সুখের স্বর্গ, মালামাল ৩ রাশি, ইচ্ছাপূরণ এবার সহজেই

Last Updated:
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, অনুরাধা নক্ষত্রের স্বামী শনিদেব৷ এই নক্ষত্র বুদ্ধিমত্তা, সাফল্য, ব্যবসা, বিনিয়োগ ইত্যাদির উপরে প্রভাব ফেলে৷ উত্তরোত্তর বৃদ্ধি হয় ভোগবিলাসেও৷ আসুন দেখে নিই শুক্রের গোচরে কোন কোন রাশির ধনবৃদ্ধি হতে চলেছে৷
1/6
কোনও জাতকের ধন, সম্পত্তি, অর্থ নিয়ন্ত্রণ করে শুক্রগ্রহ৷ নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই গ্রহ রাশি এবং নক্ষত্র পরিবর্তন করে থাকে৷ যার প্রভাব কমবেশি আমাদের ১২ রাশির উপরেই পড়ে৷ আগামী ২৮ ডিসেম্বর দুপুর ১টা বেজে ২ মিনিটে ফের হচ্ছে শুক্রের গোচর৷ ওই দিন অনুরাধা নক্ষত্রে যাচ্ছে শুক্র গ্রহ৷ আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তিনি৷ জ্যোতিষ পণ্ডিতেরা জানাচ্ছেন, অনুরাধা নক্ষত্রে শুক্রের এই গোচর একাধিক রাশির জন্য দুর্দান্ত সময় আনতে চলেছে৷ শুক্রের এই গোচরে শনিদেবের প্রভাবও পড়বে একাধিক রাশির উপরে৷ আসুন জেনে নিই, কাদের ঘরে হঠাৎ করেই আসবে টাকা৷
কোনও জাতকের ধন, সম্পত্তি, অর্থ নিয়ন্ত্রণ করে শুক্রগ্রহ৷ নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই গ্রহ রাশি এবং নক্ষত্র পরিবর্তন করে থাকে৷ যার প্রভাব কমবেশি আমাদের ১২ রাশির উপরেই পড়ে৷ আগামী ২৮ ডিসেম্বর দুপুর ১টা বেজে ২ মিনিটে ফের হচ্ছে শুক্রের গোচর৷ ওই দিন অনুরাধা নক্ষত্রে যাচ্ছে শুক্র গ্রহ৷ আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তিনি৷ জ্যোতিষ পণ্ডিতেরা জানাচ্ছেন, অনুরাধা নক্ষত্রে শুক্রের এই গোচর একাধিক রাশির জন্য দুর্দান্ত সময় আনতে চলেছে৷ শুক্রের এই গোচরে শনিদেবের প্রভাবও পড়বে একাধিক রাশির উপরে৷ আসুন জেনে নিই, কাদের ঘরে হঠাৎ করেই আসবে টাকা৷
advertisement
2/6
 জ্যোতিষ শাস্ত্র অনুসারে, অনুরাধা নক্ষত্রের স্বামী শনিদেব৷ এই নক্ষত্র বুদ্ধিমত্তা, সাফল্য, ব্যবসা, বিনিয়োগ ইত্যাদির উপরে প্রভাব ফেলে৷ উত্তরোত্তর বৃদ্ধি হয় ভোগবিলাসেও৷ আসুন দেখে নিই শুক্রের গোচরে কোন কোন রাশির ধনবৃদ্ধি হতে চলেছে৷
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, অনুরাধা নক্ষত্রের স্বামী শনিদেব৷ এই নক্ষত্র বুদ্ধিমত্তা, সাফল্য, ব্যবসা, বিনিয়োগ ইত্যাদির উপরে প্রভাব ফেলে৷ উত্তরোত্তর বৃদ্ধি হয় ভোগবিলাসেও৷ আসুন দেখে নিই শুক্রের গোচরে কোন কোন রাশির ধনবৃদ্ধি হতে চলেছে৷
advertisement
3/6
অনুরাধা নক্ষত্রে শুক্রের এই গোচরে বৃষ রাশির দুর্দান্ত ভাল সময় আসতে চলেছে৷ ব্যবসা থেকে বিপুল ধনলাভের যোগ রয়েছে৷ বিশেষ করে যাঁরা পার্টনারশিপে কোনও ব্যবসা চালাচ্ছেন৷ বিবাহিত ব্যক্তিদের সমস্ত বৈবাহিক সমস্যা দূর হবে৷ যাঁরা গান গাওয়া বা সঙ্গীত পরিবেশনার সঙ্গে যুক্ত, তাঁদের বিয়ের প্রস্তাব আসতে পারে৷ লাভ লাইফ দুর্দান্ত চলবে৷
অনুরাধা নক্ষত্রে শুক্রের এই গোচরে বৃষ রাশির দুর্দান্ত ভাল সময় আসতে চলেছে৷ ব্যবসা থেকে বিপুল ধনলাভের যোগ রয়েছে৷ বিশেষ করে যাঁরা পার্টনারশিপে কোনও ব্যবসা চালাচ্ছেন৷ বিবাহিত ব্যক্তিদের সমস্ত বৈবাহিক সমস্যা দূর হবে৷ যাঁরা গান গাওয়া বা সঙ্গীত পরিবেশনার সঙ্গে যুক্ত, তাঁদের বিয়ের প্রস্তাব আসতে পারে৷ লাভ লাইফ দুর্দান্ত চলবে৷
advertisement
4/6
এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রেমের জন্য সময় অত্যন্ত উত্তম৷ যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্দান্ত সাফল্য আসবে৷ সন্তানসুখ আসতে পারে জীবনে৷ গাড়ি, বাড়ি অথবা দীর্ঘদিন ধরে যদি কোনও কিছু কেনার ইচ্ছে মনের মধ্যে পোষণ করে থাকেন, এই সময়েই সেটা পূর্ণ হতে চলেছে৷ বিনিয়োগেও হবেন মালামাল৷ বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স৷
এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রেমের জন্য সময় অত্যন্ত উত্তম৷ যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্দান্ত সাফল্য আসবে৷ সন্তানসুখ আসতে পারে জীবনে৷ গাড়ি, বাড়ি অথবা দীর্ঘদিন ধরে যদি কোনও কিছু কেনার ইচ্ছে মনের মধ্যে পোষণ করে থাকেন, এই সময়েই সেটা পূর্ণ হতে চলেছে৷ বিনিয়োগেও হবেন মালামাল৷ বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স৷
advertisement
5/6
শুক্রের অনুরাধা রাশিতে গোচর সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে৷ এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে একাধিক সুখবর আসতে চলেছে৷ গৃহস্থ জীবন দারুণ কাটবে৷ কর্মস্থলে আপনার কাজে সকলে খুশি হবেন৷ ব্যবসার দুর্দান্ত লাভের যোগ রয়েছে৷ ধন সম্পদের বৃদ্ধি হবে এই সময়৷
শুক্রের অনুরাধা রাশিতে গোচর সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে৷ এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে একাধিক সুখবর আসতে চলেছে৷ গৃহস্থ জীবন দারুণ কাটবে৷ কর্মস্থলে আপনার কাজে সকলে খুশি হবেন৷ ব্যবসার দুর্দান্ত লাভের যোগ রয়েছে৷ ধন সম্পদের বৃদ্ধি হবে এই সময়৷
advertisement
6/6
 (এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ ইন্টারনেটে প্রাপ্ত প্রচলিত সূত্র থেকে এই খবর সংগৃহীত৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিনি৷ )
(এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ ইন্টারনেটে প্রাপ্ত প্রচলিত সূত্র থেকে এই খবর সংগৃহীত৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিনি৷ )
advertisement
advertisement
advertisement