Gajkesari Rajyog: আর মাত্র ১৫ দিন, তৈরি হচ্ছে ‘গজকেশরী রাজযোগ’! কপাল খুলে যাচ্ছে, দু’হাতে কামাবে টাকা এই ৩ রাশি

Last Updated:
জ্যোতিষ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই রাজযোগের সরাসরি ফল পেতে চলেছেন রাশিচক্রের তিন রাশি৷ রীতিমতো সোনার সময় আসতে চলেছে এই তিন রাশিরষ ভাগ্য তো খুলবেই৷ প্রচুর ধনসম্পত্তি লাভেরও যোগ রয়েছে৷
1/6
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটা গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর তার স্থান পরিবর্তন করে৷ গ্রহদের এই গোচর সমস্ত রাশির উপরেই কোনও না কোনও প্রভাব ফেলে৷ বর্তমানে বৃহস্পতি মেষ রাশিতে সঞ্চরণ করছেন৷ আর ১৮ জানুয়ারি চাঁদও মেষ রাশিতে প্রবেশ করবে৷ এর ফলে তৈরি হবে এই দুই গ্রহের যূতি৷ তৈরি হবে গজকেশরী রাজযোগ৷ বৈদিক জ্যোতিষ মতে, এই রাজযোগকে অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী হিসাবে বিবেচনা করা হয়৷
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটা গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর তার স্থান পরিবর্তন করে৷ গ্রহদের এই গোচর সমস্ত রাশির উপরেই কোনও না কোনও প্রভাব ফেলে৷ বর্তমানে বৃহস্পতি মেষ রাশিতে সঞ্চরণ করছেন৷ আর ১৮ জানুয়ারি চাঁদও মেষ রাশিতে প্রবেশ করবে৷ এর ফলে তৈরি হবে এই দুই গ্রহের যূতি৷ তৈরি হবে গজকেশরী রাজযোগ৷ বৈদিক জ্যোতিষ মতে, এই রাজযোগকে অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী হিসাবে বিবেচনা করা হয়৷
advertisement
2/6
জ্যোতিষ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই রাজযোগের সরাসরি ফল পেতে চলেছেন রাশিচক্রের তিন রাশি৷ রীতিমতো সোনার সময় আসতে চলেছে এই তিন রাশিরষ ভাগ্য তো খুলবেই৷ প্রচুর ধনসম্পত্তি লাভেরও যোগ রয়েছে৷
জ্যোতিষ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই রাজযোগের সরাসরি ফল পেতে চলেছেন রাশিচক্রের তিন রাশি৷ রীতিমতো সোনার সময় আসতে চলেছে এই তিন রাশিরষ ভাগ্য তো খুলবেই৷ প্রচুর ধনসম্পত্তি লাভেরও যোগ রয়েছে৷
advertisement
3/6
ধনু রাশি: এই গজকেশরী রাজযোগ ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে৷ এই সময় হঠাৎ করেই অর্থপ্রাপ্তি হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের৷ প্রভূত সম্মান প্রাপ্তিও হবে৷ প্রেম অথবা বিবাহিত জীবন সুখের হবে৷ সন্তান থাকলে , সন্তান সংক্রান্ত কোনও সুসংবাদ পেতে পারেন৷
ধনু রাশি: এই গজকেশরী রাজযোগ ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে৷ এই সময় হঠাৎ করেই অর্থপ্রাপ্তি হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের৷ প্রভূত সম্মান প্রাপ্তিও হবে৷ প্রেম অথবা বিবাহিত জীবন সুখের হবে৷ সন্তান থাকলে , সন্তান সংক্রান্ত কোনও সুসংবাদ পেতে পারেন৷
advertisement
4/6
 মীন রাশি: গজকেশরী রাজযোগ মীন রাশির জাতক-জাতিকাদের জন্যেও শুভ হতে চলেছে৷ খেপে খেপে অর্থ প্রাপ্তি হবে এঁদের৷ কোথাও টাকা আটকে থাকলে তা-ও এই সময় পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ ব্যবসায়ীদের ব্যবসায় ভাল লাভের সম্ভাবনা রয়েছে৷ সামাজিক ক্ষেত্রে আপনাদের মান-প্রতিপত্তি-সম্মান বাড়বে৷ কিন্তু, আপনার শনির সাড়েসাতি চলছে, তাই যে কোনও সিদ্ধান্ত অত্যন্ত ভাবনাচিন্তা করে নেবেন৷ শরীর স্বাস্থ্যেরও খেয়াল রাখবেন৷
মীন রাশি: গজকেশরী রাজযোগ মীন রাশির জাতক-জাতিকাদের জন্যেও শুভ হতে চলেছে৷ খেপে খেপে অর্থ প্রাপ্তি হবে এঁদের৷ কোথাও টাকা আটকে থাকলে তা-ও এই সময় পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ ব্যবসায়ীদের ব্যবসায় ভাল লাভের সম্ভাবনা রয়েছে৷ সামাজিক ক্ষেত্রে আপনাদের মান-প্রতিপত্তি-সম্মান বাড়বে৷ কিন্তু, আপনার শনির সাড়েসাতি চলছে, তাই যে কোনও সিদ্ধান্ত অত্যন্ত ভাবনাচিন্তা করে নেবেন৷ শরীর স্বাস্থ্যেরও খেয়াল রাখবেন৷
advertisement
5/6
মিথুন রাশি: আপনাদের ক্ষেত্রে গজকেশরী রাজযোগ অনুকূল প্রমাণিত হবে৷ এই সময়কালে আমনার আয়বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷ এমনকি, আয়ের নতুন দিশাও খুলে যেতে পারে৷ কোথাও বিনিয়োগ করে থাকলে সেখান থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে৷ সন্তানের দিক থেকেও লাভ ও সুখ দুইই পেতে পারেন৷ পিতা এবং পৈতৃক সম্পত্তির সুখপ্রাপ্তি ঘটতে পারে৷
মিথুন রাশি: আপনাদের ক্ষেত্রে গজকেশরী রাজযোগ অনুকূল প্রমাণিত হবে৷ এই সময়কালে আমনার আয়বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷ এমনকি, আয়ের নতুন দিশাও খুলে যেতে পারে৷ কোথাও বিনিয়োগ করে থাকলে সেখান থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে৷ সন্তানের দিক থেকেও লাভ ও সুখ দুইই পেতে পারেন৷ পিতা এবং পৈতৃক সম্পত্তির সুখপ্রাপ্তি ঘটতে পারে৷
advertisement
6/6
 (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
advertisement
advertisement
advertisement