Shani Sade Sati Remedy: ধ্বংস করবে এই স্বভাব! শনির ঢাইয়া-সাড়ে সাতিতে একদমই নয়, গ্রহরাজ কৃপা পেতে এই কাজ করুন
- Published by:Arjun Neogi
Last Updated:
Shani Sade Sati Remedy: গ্রহরাজ শনিদেবের কৃপা জীবনকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে
শনি আড় চোখে দেখলে জীবন মুহূর্তেই নরক হযে যেতে পারে ৷ যে সমস্ত রাশির জাতক-জাতিকাদের ঢাইয়া-সাড়ে সাতির মত মহাদশার মহাকষ্ট পাচ্ছেন তাঁদের অনেক কষ্ট করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
সম্পর্ক, মান-সম্মান প্রতিষ্ঠার উপরে অনেক খারাপ প্রভাব পড়ে ৷ এই কারণেই শনির ঢাইয়া বা সাড়ে সাতির কথা শুনলেই অনেকের রাতের ঘুম উড়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
বর্তমানে শনি মকর রাশিতে অবস্থান করছেন আগামী ১৭ জানুয়ারি ২০২৩-এ মকর থেকে কুম্ভতে প্রবেশ করবেন তিনি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
এরফলে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের শাড়ে সাতি শেষ হবে তো কারোর শুরু হবে অথবা কারোর দ্বিতীয় বা তৃতীয় তথা শেষ পর্যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
তাই এই সময়ে অত্যন্ত সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি ৷ সাড়ে সাতি বা ঢাইয়া জীবনকে এক্কেবারে শেষ করে দিতে পারে ৷ প্রবল চাপের হাত থেকে নিজেকে রক্ষা করতে করুন এই কাজগুলি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
যাঁদের সাড়ে সাতির মহাচাপ চলছে তারা কোনও ভাবেই এই কাজগুলি করবেন না ৷ কোনও খারাপ কাজ না করাই উচিৎ জ্যোতিষ শাস্ত্রমতে গ্রহরাজ শনিদেব ক্রুদ্ধ হতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
যাঁদের সাড়ে সাতি বা ঢাইয়া চলছে তাঁরা আমিষ খাদ্য বা মদ কোনও ভাবেই পান করবেন না ৷ এরফলে শনি অত্যন্ত ভাবে রেগে যেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
সাড়ে সাতি বা ঢাইয়া চলার সময়ে কুকুরকে কোনও ভাবেই রাগাবেন না ৷ এতে তীব্র ভাবে শনিদেব রেগে যান ৷ কুকুর বা পশুপাখিকে খেতে দিন, শনিদেব সন্তুষ্ট হবেন এতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
দরিদ্র ও অসহায়দের উপরে কোনও ভাবেই অত্যাচার করবেন না ৷ অপমান করবেন না, মহিলাদের প্রতিও খারাপ আচরণ করবেন না ৷ বয়স্ক ও মহিলাদের প্রতি ভাল ব্যবহার করুন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
শনিবার কালো কাপড়, জুতো, তেল কিনবেন না ৷ চুল, নখ কাটবেন না ৷ শনিবার তেল দান করতে হলে আগের থেকে কিনে রেখে দিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
এই মুহূর্তে ধনু, মকর ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতির মহাচাপ চলছে ৷ অন্যদিকে মিথুন ও তুলার ঢাইয়া চলছে ৷ ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন গ্রহরাজ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
মকর, কুম্ভ ও মীন রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতি চলবে ৷ এরফলে কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে ঢাইয়ার মহাচাপ তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement