Raspurnima Rituals 2024: আসছে রাসপূর্ণিমা! সিঁদুর ও ১ টাকার কয়েন দিয়ে করুন এই ছোট্ট কাজ! সংসারে উপচে পড়বে অর্থ ও সুখশান্তি

Last Updated:
Raspurnima Rituals 2024: রাসপূর্ণিমায় দেবী লক্ষ্মীরও পুজো করা হয়৷ এ দিন ভোরে স্নান সেরে শুদ্ধ বসনে পুজোর ঘরে আসুন৷ নতুন বসন পরান মা লক্ষ্মীর বিগ্রহ বা পটে৷ নিবেদন করুন ফুলের মালা৷ মা লক্ষ্মীর সামনে প্রদীপ ও ধূপকাঠি জ্বালাতে ভুলবেন না৷
1/7
কার্তিকমাসের পূর্ণিমাকে বলা হয় রাসপূর্ণিমা৷ বৈষ্ণবদের কাছে এই তিথি খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ৷ বৈষ্ণব তীর্থস্থান এবং মন্দিরে নিষ্ঠা ভরে পালিত হয় এই পুণ্যতিথি৷ এই তিথিতে কী করলে পরিবারের মঙ্গল হবে, জানুন৷ বলছেন জ্যোতিষ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
কার্তিকমাসের পূর্ণিমাকে বলা হয় রাসপূর্ণিমা৷ বৈষ্ণবদের কাছে এই তিথি খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ৷ বৈষ্ণব তীর্থস্থান এবং মন্দিরে নিষ্ঠা ভরে পালিত হয় এই পুণ্যতিথি৷ এই তিথিতে কী করলে পরিবারের মঙ্গল হবে, জানুন৷ বলছেন জ্যোতিষ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
advertisement
2/7
এ বছর রাসপূর্ণিমা পড়েছে ১৫ নভেম্বর৷ সেদিন আবার গুরু নানকের জন্মতিথি এবং দেব দীপাবলি৷ ১৫ নভেম্বর পূর্ণিমা শুরু হবে সকাল ৬.১৯ মিনিটে৷ এই তিথি থাকবে সেদিনই রাত ২.৫৮ মিনিট পর্যন্ত৷
এ বছর রাসপূর্ণিমা পড়েছে ১৫ নভেম্বর৷ সেদিন আবার গুরু নানকের জন্মতিথি এবং দেব দীপাবলি৷ ১৫ নভেম্বর পূর্ণিমা শুরু হবে সকাল ৬.১৯ মিনিটে৷ এই তিথি থাকবে সেদিনই রাত ২.৫৮ মিনিট পর্যন্ত৷
advertisement
3/7
রাসপূর্ণিমায় দেবী লক্ষ্মীরও পুজো করা হয়৷ এ দিন ভোরে স্নান সেরে শুদ্ধ বসনে পুজোর ঘরে আসুন৷ নতুন বসন পরান মা লক্ষ্মীর বিগ্রহ বা পটে৷ নিবেদন করুন ফুলের মালা৷ মা লক্ষ্মীর সামনে প্রদীপ ও ধূপকাঠি জ্বালাতে ভুলবেন না৷ তাঁকে প্রসাদ ও নৈবেদ্য নিবেদন করুন৷
রাসপূর্ণিমায় দেবী লক্ষ্মীরও পুজো করা হয়৷ এ দিন ভোরে স্নান সেরে শুদ্ধ বসনে পুজোর ঘরে আসুন৷ নতুন বসন পরান মা লক্ষ্মীর বিগ্রহ বা পটে৷ নিবেদন করুন ফুলের মালা৷ মা লক্ষ্মীর সামনে প্রদীপ ও ধূপকাঠি জ্বালাতে ভুলবেন না৷ তাঁকে প্রসাদ ও নৈবেদ্য নিবেদন করুন৷
advertisement
4/7
১৬ আনা বা ১ টাকার একটি মুদ্রা ভাল করে গঙ্গা জলে ধুয়ে নিন৷ তাতে দিন ঠাকুরঘরে রাখা মা লক্ষ্মীর গোলা সিঁদুরের ফোঁটা৷ এ বার ধান দূর্বা ও ফুল-সমেত ওই মুদ্রা নিবেদন করুন মা লক্ষ্মীর পায়ে৷
১৬ আনা বা ১ টাকার একটি মুদ্রা ভাল করে গঙ্গা জলে ধুয়ে নিন৷ তাতে দিন ঠাকুরঘরে রাখা মা লক্ষ্মীর গোলা সিঁদুরের ফোঁটা৷ এ বার ধান দূর্বা ও ফুল-সমেত ওই মুদ্রা নিবেদন করুন মা লক্ষ্মীর পায়ে৷
advertisement
5/7
মা লক্ষ্মীর পদতলে দিনভর রাখুন এই মুদ্রা৷ তার পর সন্ধ্যায় বাতি দেওয়ার পর ওই মুদ্রা নিজের কপালে ঠেকিয়ে প্রণাম করে রাখুন আপনার সিঁদুরের কৌটোয়৷ সব সময় স্নান করে চুল কিছুটা মুছে মাঝখানে সিঁথি করে সিঁদুর পরুন৷ সম্পূর্ণ খোলা চুলে সিঁদুর পরবেন না৷ চুলে সম্ভব হলে একটা হলেো গিঁট দেবেন সিঁদুর পরার সময়৷
মা লক্ষ্মীর পদতলে দিনভর রাখুন এই মুদ্রা৷ তার পর সন্ধ্যায় বাতি দেওয়ার পর ওই মুদ্রা নিজের কপালে ঠেকিয়ে প্রণাম করে রাখুন আপনার সিঁদুরের কৌটোয়৷ সব সময় স্নান করে চুল কিছুটা মুছে মাঝখানে সিঁথি করে সিঁদুর পরুন৷ সম্পূর্ণ খোলা চুলে সিঁদুর পরবেন না৷ চুলে সম্ভব হলে একটা হলেো গিঁট দেবেন সিঁদুর পরার সময়৷
advertisement
6/7
মা লক্ষ্মীর সিঁদুর একটা কাপড়ের পুঁটুলিতে রাখুন আপনাদের বিছানায় তোশকের নীচে৷ তাহলে দু’জনের মধ্যে কলহ, দাম্পত্য অশান্তি দূর হবে৷ স্বামীর সর্বাঙ্গীন কল্যাণ ও মঙ্গল হবে৷
মা লক্ষ্মীর সিঁদুর একটা কাপড়ের পুঁটুলিতে রাখুন আপনাদের বিছানায় তোশকের নীচে৷ তাহলে দু’জনের মধ্যে কলহ, দাম্পত্য অশান্তি দূর হবে৷ স্বামীর সর্বাঙ্গীন কল্যাণ ও মঙ্গল হবে৷
advertisement
7/7
রাসপূর্ণিমায় নিত্যপূজা, বিশেষ পুজোর পাশাপাশি এই রীতিনীতিগুলি পালন করুন৷ সংসারে অভাব বলে কিছু থাকবে না৷ স্বামীর কর্মক্ষেত্রে উন্নতি হবে৷ অর্থ, সুখশান্তি, শ্রী, সম্পদ উপচে পড়বে পরিবারে৷
রাসপূর্ণিমায় নিত্যপূজা, বিশেষ পুজোর পাশাপাশি এই রীতিনীতিগুলি পালন করুন৷ সংসারে অভাব বলে কিছু থাকবে না৷ স্বামীর কর্মক্ষেত্রে উন্নতি হবে৷ অর্থ, সুখশান্তি, শ্রী, সম্পদ উপচে পড়বে পরিবারে৷
advertisement
advertisement
advertisement