Raksha Bandhan 2024: সোমবার রাখি, ভুলেও যদি এই কাজগুলি করেন তাহলে বিপদ অনিবার্য! কী করলে খুলবে ভাগ্য?

Last Updated:
Rakhi festival: সোমবার রাখিবন্ধন উৎসব। দেশ জুড়ে মানুষ এই উৎসবে শামিল হবেন। কিন্তু রাখিবন্ধন উৎসবের দিন কিছু কাজ করলে বিপদ অনিবার্য।
1/6
সোমবার রাখিবন্ধন উৎসব। দেশ জুড়ে মানুষ এই উৎসবে শামিল হবেন। কিন্তু রাখিবন্ধন উৎসবের দিন কিছু কাজ করলে বিপদ অনিবার্য।
সোমবার রাখিবন্ধন উৎসব। দেশ জুড়ে মানুষ এই উৎসবে শামিল হবেন। কিন্তু রাখিবন্ধন উৎসবের দিন কিছু কাজ করলে বিপদ অনিবার্য।
advertisement
2/6
জ্যোতিষ শাস্ত্রমতে বোন বা দিদিদের সঠিক সময়ই তাঁদের ভাইযের হাতে রাখি পরানো উচিত। এই বছর রাখি পরানোর সঠিক সময় হল দুপুর ১টা ৩৫ মিনিট থেকে সন্ধে সাড়ে ৬টা।
জ্যোতিষ শাস্ত্রমতে বোন বা দিদিদের সঠিক সময়ই তাঁদের ভাইযের হাতে রাখি পরানো উচিত। এই বছর রাখি পরানোর সঠিক সময় হল দুপুর ১টা ৩৫ মিনিট থেকে সন্ধে সাড়ে ৬টা।
advertisement
3/6
ভাই বা দাদার হাতে রাখি পরানোর আগে কোনও দেবতার হাতে রাখি পরালে মঙ্গল হতে পারে। সেই সঙ্গে চাল দিয়ে তিলক কেটে প্রসাদ হিসাবে মিষ্টি দিলে ভাল হয়। এর পর ভাইয়ের হাতে রাখি পরান, তাহলে দু’জনেরই মঙ্গল হবে।
ভাই বা দাদার হাতে রাখি পরানোর আগে কোনও দেবতার হাতে রাখি পরালে মঙ্গল হতে পারে। সেই সঙ্গে চাল দিয়ে তিলক কেটে প্রসাদ হিসাবে মিষ্টি দিলে ভাল হয়। এর পর ভাইয়ের হাতে রাখি পরান, তাহলে দু’জনেরই মঙ্গল হবে।
advertisement
4/6
রাখি পরানোর সময় প্রথমে তিলক কাটা হয়, সেই সময় চালের ব্যবহার করা হয়। কিন্তু নজর দিতে হবে যেন চাল ভাঙা না থাকে।
রাখি পরানোর সময় প্রথমে তিলক কাটা হয়, সেই সময় চালের ব্যবহার করা হয়। কিন্তু নজর দিতে হবে যেন চাল ভাঙা না থাকে।
advertisement
5/6
রাখি পরানোর সময় অনেকেই যেমন তেমন করে রাখি বেঁধে দেন। কিন্তু রাখি বাঁধার নির্দিষ্ট নিয়ম আছে। তিনবার গিঁট বাঁধা উচিত রাখিতে। এই তিন গিঁট ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক।
রাখি পরানোর সময় অনেকেই যেমন তেমন করে রাখি বেঁধে দেন। কিন্তু রাখি বাঁধার নির্দিষ্ট নিয়ম আছে। তিনবার গিঁট বাঁধা উচিত রাখিতে। এই তিন গিঁট ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক।
advertisement
6/6
ভাইয়ের কোন হাতে রাখি বাঁধা শুভ, তারও নির্দিষ্ট নিয়ম আছে। সব সময় রাখি ডান হাতেই বাঁধা উচিত। কারণ, শাস্ত্র মতে ডান হাত কর্মের সঙ্গে যুক্ত। তাই এই হাতে রাখি বাঁধা শুভ।
ভাইয়ের কোন হাতে রাখি বাঁধা শুভ, তারও নির্দিষ্ট নিয়ম আছে। সব সময় রাখি ডান হাতেই বাঁধা উচিত। কারণ, শাস্ত্র মতে ডান হাত কর্মের সঙ্গে যুক্ত। তাই এই হাতে রাখি বাঁধা শুভ।
advertisement
advertisement
advertisement