Rahu Gochar 2024: গোটা বছরই ‘এই’ রাশিতে অবস্থান করবে রাহু, এই ৩ রাশির কপালে কালো দিনের ছায়া, পা ফেলুন সাবধানে

Last Updated:
Rahu Gochar 2024: ৩ রাশির জীবনে গভীর কালো সময়ের ছায়া, ভয়ে ভয়ে পা ফেলুন
1/8
: বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাহু ও কেতুকে পাপী গ্রহ বলা হয়ে৷ প্রায় ১৫ থেকে ১৮ মাসের অন্তরে নিজের অবস্থান বদলায়৷ ফলে প্রতিটা রাশির জাতক-জাতিকার জীবনে এর বড়সড় প্রভাব পড়ে৷ রাহু গ্রহের কথা বলতে হলে ৩০ অক্টোবর মেষ রাশি থেকে বার হয়ে মীন রাশিতে প্রবেশ করেছে রাহু৷ ২০২৪ সালেও মীন রাশিতেই থাকবে লম্বা একটা সময়৷
: বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাহু ও কেতুকে পাপী গ্রহ বলা হয়ে৷ প্রায় ১৫ থেকে ১৮ মাসের অন্তরে নিজের অবস্থান বদলায়৷ ফলে প্রতিটা রাশির জাতক-জাতিকার জীবনে এর বড়সড় প্রভাব পড়ে৷ রাহু গ্রহের কথা বলতে হলে ৩০ অক্টোবর মেষ রাশি থেকে বার হয়ে মীন রাশিতে প্রবেশ করেছে রাহু৷ ২০২৪ সালেও মীন রাশিতেই থাকবে লম্বা একটা সময়৷
advertisement
2/8
১৮ মে ২০২৫ সালে ফের জায়গা পরিবর্তন করবে রাহু৷ যা বিভিন্ন জাতক- জাতিকার জন্য খুব একটা ভাল ফল দেবে না৷ এই সব কুপ্রভাবে থাকা রাশিদের জন্য শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকে খারাপ প্রভাব আনবে৷
১৮ মে ২০২৫ সালে ফের জায়গা পরিবর্তন করবে রাহু৷ যা বিভিন্ন জাতক- জাতিকার জন্য খুব একটা ভাল ফল দেবে না৷ এই সব কুপ্রভাবে থাকা রাশিদের জন্য শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকে খারাপ প্রভাব আনবে৷
advertisement
3/8
সিংহ রাশি (Leo)রাহু, মীন রাশিতে থেকে সিংহ রাশি অষ্টমভাবে বিরাজমান৷ ফলে এই রাশির জাতক-জাতিকাদের সামলে পা ফেলতে হবে৷ তাঁকে শারীরিক, মানসিক, পারিবারিক এবং আর্থিক সমস্যার মুখোমুখি হবে৷ রাহুর মীন রাশিতে থাকার কারণে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন৷ কারণ প্রবল দুর্ঘটনার যোগ রয়েছে৷
সিংহ রাশি (Leo)রাহু, মীন রাশিতে থেকে সিংহ রাশি অষ্টমভাবে বিরাজমান৷ ফলে এই রাশির জাতক-জাতিকাদের সামলে পা ফেলতে হবে৷ তাঁকে শারীরিক, মানসিক, পারিবারিক এবং আর্থিক সমস্যার মুখোমুখি হবে৷ রাহুর মীন রাশিতে থাকার কারণে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন৷ কারণ প্রবল দুর্ঘটনার যোগ রয়েছে৷
advertisement
4/8
এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন৷ কারণ প্রবল রোগের সম্ভাবনা থাকতে পারে৷ নিজের শরীর খারাপের পাশাপাশি মা-বাবার শরীর খারাপও হতে পারে৷ ব্যবসা ক্ষেত্রে ভেবেচিন্তে পা ফেলুন৷ লাভ লাইফ , বিবাহ সম্পর্কেও ওঠাপড়া আসবে৷ নিজের মেজাজের ওপর নিয়ন্ত্রণ রাখুন যাতে পারিবারিক শান্তি বজায় রাখুন ৷
এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন৷ কারণ প্রবল রোগের সম্ভাবনা থাকতে পারে৷ নিজের শরীর খারাপের পাশাপাশি মা-বাবার শরীর খারাপও হতে পারে৷ ব্যবসা ক্ষেত্রে ভেবেচিন্তে পা ফেলুন৷ লাভ লাইফ , বিবাহ সম্পর্কেও ওঠাপড়া আসবে৷ নিজের মেজাজের ওপর নিয়ন্ত্রণ রাখুন যাতে পারিবারিক শান্তি বজায় রাখুন ৷
advertisement
5/8
কন্যা রাশি (Virgo)এই রাশিতে রাহু সপ্তমভাবে থাকবে৷ ফলে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বেশ বড়সড় খারাপ সময় চলবে৷ বন্ধুদের সঙ্গে কোনও বিষয় নিয়ে বনিবনার অভাব হতে পারে৷
কন্যা রাশি (Virgo)এই রাশিতে রাহু সপ্তমভাবে থাকবে৷ ফলে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বেশ বড়সড় খারাপ সময় চলবে৷ বন্ধুদের সঙ্গে কোনও বিষয় নিয়ে বনিবনার অভাব হতে পারে৷
advertisement
6/8
দাম্পত্য ও প্রেমের সম্পর্ক নিয়েও সাবধানে চলুন৷ নিজেদের মধ্যে লড়াই ঝগড়ার পরিমাণ বাড়তে পারে৷ তবে আর্থিক স্থিতি নিয়ে বিশেষ চিন্তা করার কিছু নেই৷
দাম্পত্য ও প্রেমের সম্পর্ক নিয়েও সাবধানে চলুন৷ নিজেদের মধ্যে লড়াই ঝগড়ার পরিমাণ বাড়তে পারে৷ তবে আর্থিক স্থিতি নিয়ে বিশেষ চিন্তা করার কিছু নেই৷
advertisement
7/8
মীন রাশি (Pisces )এই রাশিতে রাহু প্রথম ভাবে বিরাজমান থাকবে৷ এই রাশির জাতক-জাতিকাদের জীবনে শরীর স্বাস্থ্য নিয়ে বড়সড় চিন্তা থাকবে৷ কারও কারও কাজে বাধা আসতে পারে৷ পরিবারকে সময় দিতে পারবেন না৷
মীন রাশি (Pisces )এই রাশিতে রাহু প্রথম ভাবে বিরাজমান থাকবে৷ এই রাশির জাতক-জাতিকাদের জীবনে শরীর স্বাস্থ্য নিয়ে বড়সড় চিন্তা থাকবে৷ কারও কারও কাজে বাধা আসতে পারে৷ পরিবারকে সময় দিতে পারবেন না৷
advertisement
8/8
চাকরিজীবীরা নিজেদের কর্মক্ষেত্রে সাবধানে থাকুন৷ পয়সা দেওয়া নেওয়ার ক্ষেত্রে সাবধানে থাকুন৷ ধনহানির যোগ রয়েছে৷ মামলা মোকদ্দমার পরিস্থিতি থাকুন৷
চাকরিজীবীরা নিজেদের কর্মক্ষেত্রে সাবধানে থাকুন৷ পয়সা দেওয়া নেওয়ার ক্ষেত্রে সাবধানে থাকুন৷ ধনহানির যোগ রয়েছে৷ মামলা মোকদ্দমার পরিস্থিতি থাকুন৷
advertisement
advertisement
advertisement