Rahu Gochar 2023: অক্টোবর পর্যন্ত রাহুর অপার কৃপা থাকবে এই রাশিগুলির উপরে, সবদিক থেকে আসবে সুসংবাদ!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
শনিকে গ্রহ জগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, এর পরেই রয়েছেন রাহু। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে শনি গ্রহ প্রায় দেড় বছর সময় নেন। রাহু ও কেতুকে ৯টি গ্রহের মধ্যে ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বিভিন্ন গ্রহ সময়ে সময়ে এক রাশি থেকে অন্য রাশিতে নিজেদের অবস্থান পরিবর্তন করে থাকে। গ্রহের এই পরিবর্তনকে গোচর বলা হয়। এই ঘটনা বৈদিক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কারণ গ্রহের শুভ ও অশুভ যোগের অবস্থান পরিবর্তনের পরেই বিভিন্ন রাশির জাতক-জাতিকারা প্রভাবিত হন। শনিকে গ্রহ জগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, এর পরেই রয়েছেন রাহু। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে শনি গ্রহ প্রায় দেড় বছর সময় নেন। রাহু ও কেতুকে ৯টি গ্রহের মধ্যে ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয়।
advertisement
রাহু গত ১২ এপ্রিল ২০২২ তারিখে সকাল ১১টা বেজে ৫৮ মিনিটে মেষ রাশিতে গমন করেছিলেন এবং ৩০ অক্টোবর ভোর ২টো বেজে ১৩ মিনিট পর্যন্ত এখানেই অবস্থান করবেন। এর পরে তিনি মীন রাশিতে প্রবেশ করবেন। রাহু-কেতুর অবস্থান পরিবর্তন নিয়ে সকলেই চিন্তিত থাকেন। তবে যাঁদের কুণ্ডলীতে রাহু ও কেতু শুভ স্থানে থাকেন, তাঁরা এই দুই গ্রহের অবস্থান পরিবর্তনে শুভ ফল পান।
advertisement
advertisement
advertisement
advertisement
বৃশ্চিক রাশি- রাহু বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে রয়েছেন। এই সময় দুর্দান্ত কাজের অফার মিলতে পারে। জাতক-জাতিকাদের কাজের পারফরম্যান্স দেখে তাঁদের পদোন্নতির পাশাপাশি বেতনবৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। তবে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)