Radhashtami Prasad Rituals: আগামিকাল রাধাষ্টমীর পুজোর প্রসাদে অবশ্যই দিন ‘এই সবুজ’ ফল! রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনাকে ছুঁতে পারবে না অভাব! টাকা নিয়ে ভাবতেই হবে না!

Last Updated:
Radhashtami Prasad Rituals: অন্যান্য পুজোর মতো রাধাষ্টমী তিথির পুজোরও কিছু নির্দিষ্ট রীতিনীতি ও নিয়ম আছে৷ জেনে নিন শ্রীরাধিকার প্রিয় ফুল কী কী৷ রাধা জয়ন্তী ব্রতপালনের পুজোয় কী কী ভোগপ্রসাদ নিবেদন করা হয়, জানুন৷
1/6
ভাদ্রপদা মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন রাধারানি। বৈষ্ণব ভক্তদের কাছে এই তিথি খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ। এ বছর ৩১ অগাস্ট, রবিবার পালিত হবে রাধাষ্টমী ব্রত ও উপবাস৷
ভাদ্রপদা মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন রাধারানি। বৈষ্ণব ভক্তদের কাছে এই তিথি খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ। এ বছর ৩১ অগাস্ট, রবিবার পালিত হবে রাধাষ্টমী ব্রত ও উপবাস৷
advertisement
2/6
রবিবার অহোরাত্র থাকবে রাধাষ্টমী তিথি৷ শ্রীরাধিকার জন্ম হয়েছিল দুপুরবেলা৷ তাই এই পুণ্যতিথির পুজো উদযাপিত হয় দুপুরে৷ এ বছর রাধাষ্টমীতে পুজোর শুভ মুহূর্ত সকাল ১০ থেকে দুপুর ১২.৩০ এবং দুপুর ১২ থেকে ২ পর্যন্ত৷
রবিবার অহোরাত্র থাকবে রাধাষ্টমী তিথি৷ শ্রীরাধিকার জন্ম হয়েছিল দুপুরবেলা৷ তাই এই পুণ্যতিথির পুজো উদযাপিত হয় দুপুরে৷ এ বছর রাধাষ্টমীতে পুজোর শুভ মুহূর্ত সকাল ১০ থেকে দুপুর ১২.৩০ এবং দুপুর ১২ থেকে ২ পর্যন্ত৷
advertisement
3/6
অন্যান্য পুজোর মতো রাধাষ্টমী তিথির পুজোরও কিছু নির্দিষ্ট রীতিনীতি ও নিয়ম আছে৷ জেনে নিন শ্রীরাধিকার প্রিয় ফুল কী কী৷ রাধা জয়ন্তী ব্রতপালনের পুজোয় কী কী ভোগপ্রসাদ নিবেদন করা হয়, জানুন৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত কল্কি রাম৷
অন্যান্য পুজোর মতো রাধাষ্টমী তিথির পুজোরও কিছু নির্দিষ্ট রীতিনীতি ও নিয়ম আছে৷ জেনে নিন শ্রীরাধিকার প্রিয় ফুল কী কী৷ রাধা জয়ন্তী ব্রতপালনের পুজোয় কী কী ভোগপ্রসাদ নিবেদন করা হয়, জানুন৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
4/6
জন্মাষ্টমীতে ৫৬ রকম ভোগ নিবেদন করার রীতি প্রচলিত। রাধাষ্টমীতেও এই রীতি পালন করতে পারেন। তবে ৫৬ রকম ভোগ নিবেদন করতে না পারলেও কিছু খাবার অবশ্যই নিবেদন করুন। প্রচলিত বিশ্বাস এগুলি রাধারানির প্রিয় খাবার। তার মধ্যে অন্যতম হল দই আরবি বা টক দইয়ে কচুর মুখী দিয়ে রান্না করা।
জন্মাষ্টমীতে ৫৬ রকম ভোগ নিবেদন করার রীতি প্রচলিত। রাধাষ্টমীতেও এই রীতি পালন করতে পারেন। তবে ৫৬ রকম ভোগ নিবেদন করতে না পারলেও কিছু খাবার অবশ্যই নিবেদন করুন। প্রচলিত বিশ্বাস এগুলি রাধারানির প্রিয় খাবার। তার মধ্যে অন্যতম হল দই আরবি বা টক দইয়ে কচুর মুখী দিয়ে রান্না করা।
advertisement
5/6
মাখন মিছরির সঙ্গে রাধাষ্টমীতে দিন রাধাবল্লভি এবং মিষ্টির মধ্যে অন্যতম রাবড়ি। ভোগপ্রসাদে লুচি, মালপোয়া, পরমান্ন বা পায়েস, তালের বড়া দিতেও ভুলবেন না।
মাখন মিছরির সঙ্গে রাধাষ্টমীতে দিন রাধাবল্লভি এবং মিষ্টির মধ্যে অন্যতম রাবড়ি। ভোগপ্রসাদে লুচি, মালপোয়া, পরমান্ন বা পায়েস, তালের বড়া দিতেও ভুলবেন না।
advertisement
6/6
জন্মাষ্টমী যেমন তাল ছাড়া অসম্পূর্ণ, ঠিক তেমনই রাধাষ্টমীতে নিবেদন করুন আতা। এটা রাধারানির প্রিয় ফল। রাধাষ্টমীর পুজোয় আতা রাখতেই হবে। নয়তো বাকি সব ভোগপ্রসাদ অসম্পূর্ণ।
জন্মাষ্টমী যেমন তাল ছাড়া অসম্পূর্ণ, ঠিক তেমনই রাধাষ্টমীতে নিবেদন করুন আতা। এটা রাধারানির প্রিয় ফল। রাধাষ্টমীর পুজোয় আতা রাখতেই হবে। নয়তো বাকি সব ভোগপ্রসাদ অসম্পূর্ণ।
advertisement
advertisement
advertisement