ঝাঁটা ধনদেবীর সঙ্কেত সরূপ, সুখ ও সমৃদ্ধি সমস্ত কিছুই নির্ভর করে মা লক্ষ্মীর ৷ ঝাঁটাতে পা দেওয়া বা ভুল জায়গায় রাখলে সংসারে অভাব দেখা দেবে রীতিমত ৷ প্রতীকী ছবি ৷
2/ 6
ঝাঁটাকে কখনই খোলা ভাবে রাখা উচিৎ নয়, একই সঙ্গে উত্তর-পূর্ব দিক করে রাখলে সংসারে চরম দুঃখ জীবনে বয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
3/ 6
বাড়িতে ফুটোফাটা বাসনপত্র রাখা মোটেই উচিৎ নয় ৷ এই সমস্ত ফালতু বাসনপত্র থাকলে বাড়িতে অমঙ্গল হয় ৷ এই সমস্ত জিনিসপত্র বাড়িতে থাকলে জীবনে অত্যন্ত সমস্যা বাড়তে পারে ৷ প্রতীকী ছবি ৷
4/ 6
বাড়িতে মাকড়সার জাল থাকলে সংসারের অমঙ্গল হয় উন্নতিতে বাধা বিপত্তি প্রচুর পরিমাণে হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
5/ 6
পাখির বাসা বাড়িতে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ তবে পায়রার বাসা বাড়িতে থাকাটা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় কেননা পায়রা হল রাহুর প্রতীক ৷ প্রতীকী ছবি ৷
6/ 6
ঘরে ক্যাকটাসে বা কাঁটা জাতীয় গাছ লাগানো উচিৎ নয়, এতে পরিবারের কলহ বাড়ে ৷ জীবনে অনেক বাদা বিপত্তি আসবে ৷ প্রতীকী ছবি ৷