Vastu Tips For Money: চুম্বকের মতো টাকা আসবে, তুলসীর পাশে 'এই' গাছ লাগালেই অঢেল অর্থলাভ! চাকরি ও ব্যবসায় বিরাট সাফল্য
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Vastu Tips For Money: ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন তুলসীর পাশাপাশি কোন কোন গাছ বাড়িতে লাগালে খুলে যাবে ভাগ্য৷
advertisement
advertisement
advertisement
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে আকন্দ গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। এটি ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয়। ভগবান ভোলেনাথকেও আকন্দ ফুল নিবেদন করা খুবই ভাল। বাড়িতে তুলসীর সঙ্গে এই গাছ লাগালে বহুগুণ উপকার পাওয়া যায়, তাই বাড়ির উঠোনে বা যেখানে তুলসি গাছ লাগানো হয় তার পাশে আকন্দ গাছ লাগানো খুবই ভাল ফল দেয়।
advertisement