Phalharini Kali Puja: ভক্তিভরে মা তারাকে পুজো করুন, ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে নামবে ভক্তের ঢল, রীতি মানলে জীবনে থাকবে না কোনও দুঃখ
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Phalharini Kali Puja: সামনেই ফলহারিণী অমাবস্যা,কী মাহাত্ম্য রয়েছে তারাপীঠে এই পুজোয় জানুন!
advertisement
সোমবার রাতে মা তারার নিশিপুজো ও যজ্ঞের আলোয় আলোকিত হয়ে উঠবে মন্দির ও শ্মশান চত্বর।প্রবীণ সেবাইত গোলক মহারাজ বলেন,এই ফলহারিণী অমাবস্যায় ধর্ম,কর্ম, অর্থ ও মোক্ষলাভের আশায় দেবীকে ফল উৎসর্গ করে পুজো দেন ভক্তরা।কেউ পাঁচ রকমের কেউ নয় রকমের ফল দিয়ে মা তারার পুজো দেন।ফলহারিণী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে মা তারার তিনবার আরতি হয়।
advertisement
এই অমাবস্যার দিন তারা মা-কে দু’বার অন্নের ভোগ নিবেদন করা হয়।রাতে খিচুড়ি,বলির পাঁঠার মাংসের ভোগ নিবেদন করা হয়। ওইদিন মা-কে নানারকম ফল দিয়ে সাজানোর পাশাপাশি মালা পরানো হয়।অনেক ভক্ত আবার মা তারাকে ফলের মালা দিয়ে পুজো দিয়ে থাকেন।প্রত্যেক বছর কৌশিকী অমাবস্যার পাশাপাশি ফলহারিণী অমাবস্যা তিথিতে তারাপীঠে প্রচুর ভক্তের সামাগম ঘটে।
advertisement
advertisement








