Phalharini Kali Puja: ভক্তিভরে মা তারাকে পুজো করুন, ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে নামবে ভক্তের ঢল, রীতি মানলে জীবনে থাকবে না কোনও দুঃখ

Last Updated:
Phalharini Kali Puja: সামনেই ফলহারিণী অমাবস্যা,কী মাহাত্ম্য রয়েছে তারাপীঠে এই পুজোয় জানুন!
1/5
আগামী সোমবার সকাল থেকে ফলহারিণী অমাবস্যায় মেতে উঠবে বীরভূমের তারাপীঠ।সোমবার ১১ জৈষ্ঠ্য সকাল ১১ টা বেজে ৯ মিনিট থেকে ১২ জৈষ্ঠ্য সকাল ৮টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত এই ফলহারণী অমাবস্যা থাকছে।অর্থাৎ ২৬ মে তারাপীঠ মন্দিরে ব্যাপক ভিড় হবে এমনটাই আশা করছেন তারাপীঠ মন্দির কমিটি।
আগামী সোমবার সকাল থেকে ফলহারিণী অমাবস্যায় মেতে উঠবে বীরভূমের তারাপীঠ।সোমবার ১১ জৈষ্ঠ্য সকাল ১১ টা বেজে ৯ মিনিট থেকে ১২ জৈষ্ঠ্য সকাল ৮টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত এই ফলহারণী অমাবস্যা থাকছে।অর্থাৎ ২৬ মে তারাপীঠ মন্দিরে ব্যাপক ভিড় হবে এমনটাই আশা করছেন তারাপীঠ মন্দির কমিটি।
advertisement
2/5
সোমবার রাতে মা তারার নিশিপুজো ও যজ্ঞের আলোয় আলোকিত হয়ে উঠবে মন্দির ও শ্মশান চত্বর।প্রবীণ সেবাইত গোলক মহারাজ বলেন,এই ফলহারিণী অমাবস্যায় ধর্ম,কর্ম, অর্থ ও মোক্ষলাভের আশায় দেবীকে ফল উৎসর্গ করে পুজো দেন ভক্তরা।কেউ পাঁচ রকমের কেউ নয় রকমের ফল দিয়ে মা তারার পুজো দেন।ফলহারিণী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে মা তারার তিনবার আরতি হয়।
সোমবার রাতে মা তারার নিশিপুজো ও যজ্ঞের আলোয় আলোকিত হয়ে উঠবে মন্দির ও শ্মশান চত্বর।প্রবীণ সেবাইত গোলক মহারাজ বলেন,এই ফলহারিণী অমাবস্যায় ধর্ম,কর্ম, অর্থ ও মোক্ষলাভের আশায় দেবীকে ফল উৎসর্গ করে পুজো দেন ভক্তরা।কেউ পাঁচ রকমের কেউ নয় রকমের ফল দিয়ে মা তারার পুজো দেন।ফলহারিণী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে মা তারার তিনবার আরতি হয়।
advertisement
3/5
এই অমাবস্যার দিন তারা মা-কে দু’বার অন্নের ভোগ নিবেদন করা হয়।রাতে খিচুড়ি,বলির পাঁঠার মাংসের ভোগ নিবেদন করা হয়। ওইদিন মা-কে নানারকম ফল দিয়ে সাজানোর পাশাপাশি মালা পরানো হয়।অনেক ভক্ত আবার মা তারাকে ফলের মালা দিয়ে পুজো দিয়ে থাকেন।প্রত্যেক বছর কৌশিকী অমাবস্যার পাশাপাশি ফলহারিণী অমাবস্যা তিথিতে তারাপীঠে প্রচুর ভক্তের সামাগম ঘটে।
এই অমাবস্যার দিন তারা মা-কে দু’বার অন্নের ভোগ নিবেদন করা হয়।রাতে খিচুড়ি,বলির পাঁঠার মাংসের ভোগ নিবেদন করা হয়। ওইদিন মা-কে নানারকম ফল দিয়ে সাজানোর পাশাপাশি মালা পরানো হয়।অনেক ভক্ত আবার মা তারাকে ফলের মালা দিয়ে পুজো দিয়ে থাকেন।প্রত্যেক বছর কৌশিকী অমাবস্যার পাশাপাশি ফলহারিণী অমাবস্যা তিথিতে তারাপীঠে প্রচুর ভক্তের সামাগম ঘটে।
advertisement
4/5
সারা বছর দেবীকে পেড়া দিয়ে পুজো নিবেদন করা হয়।কিন্তু বছরের এই দিনটিতে সকল ভক্ত নানারকম ফল দিয়ে দেবীকে পুজো অর্পণ করেন।অনেক ভক্ত আবার দেবীকে ১৬টি কলা, পাঁচ ফল, ক্ষীর, পাঁচ ধরনের মিষ্টি এবং বস্ত্র দিয়ে পুজো দেন।
সারা বছর দেবীকে পেড়া দিয়ে পুজো নিবেদন করা হয়।কিন্তু বছরের এই দিনটিতে সকল ভক্ত নানারকম ফল দিয়ে দেবীকে পুজো অর্পণ করেন।অনেক ভক্ত আবার দেবীকে ১৬টি কলা, পাঁচ ফল, ক্ষীর, পাঁচ ধরনের মিষ্টি এবং বস্ত্র দিয়ে পুজো দেন।
advertisement
5/5
তাই আপনি যদি বীরভূমের তারাপীঠ মা তারা মন্দির আসবেন ভাবছেন তাহলে অবশ্যই আপনি সোমবার দিন চলে আসুন।মা তারার কাছে কোনো মনস্কামনা করে থাকেন তাহলে পাঁচ ধরনের ফল দিয়ে পুজো দিন তাহলেই আপনার মনস্কামনা পূর্ণ হবে। এমনটাই মনে করেন ভক্তরা।
তাই আপনি যদি বীরভূমের তারাপীঠ মা তারা মন্দির আসবেন ভাবছেন তাহলে অবশ্যই আপনি সোমবার দিন চলে আসুন।মা তারার কাছে কোনো মনস্কামনা করে থাকেন তাহলে পাঁচ ধরনের ফল দিয়ে পুজো দিন তাহলেই আপনার মনস্কামনা পূর্ণ হবে। এমনটাই মনে করেন ভক্তরা।
advertisement
advertisement
advertisement