Phalaharini Kali Puja 2024: আজ ফলহারিণী কালীপুজো, জ্যোতিষীর পরামর্শে এই কাজ করে দেখুন, খুলে যাবে কপালের বন্ধ তালা

Last Updated:
Phalharini Kali Puja Astro Tips: ফলহারিণী কালীপুজোয় লবঙ্গ দিয়ে করুন এই কাজ! খুলে যাবে আপনার ভাগ্য, করে দেখুন এই কাজ
1/7
: ৫ জুন বুধবার সন্ধ্যে ৭ টা ১৫ মিনিটে শুরু হচ্ছে ফলহারিনী কালীপুজো। আজকের দিন অর্থ ভাগ্য খুলবে এই সহজ টোটকায়। প্রতিবছর জৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী রূপে। ৬ জুন বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৩ মিনিটে পর্যন্ত থাকবে অমাবস্যা ।
: ৫ জুন বুধবার সন্ধ্যে ৭ টা ১৫ মিনিটে শুরু হচ্ছে ফলহারিনী কালীপুজো। আজকের দিন অর্থ ভাগ্য খুলবে এই সহজ টোটকায়। প্রতিবছর জৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী রূপে। ৬ জুন বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৩ মিনিটে পর্যন্ত থাকবে অমাবস্যা ।
advertisement
2/7
মনে করা হয়, এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের সাধ পূরণ করার জন্য ধরাধামে নেমে আসেন। তবে এদিন কিছু টোটকা করলেই আপনার বাড়িতে সমস্ত সমস্যা দূর হবে এবং অর্থ ভাগ্য খুলে যাবে।এদিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি প্রচলিত আছে।
মনে করা হয়, এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের সাধ পূরণ করার জন্য ধরাধামে নেমে আসেন। তবে এদিন কিছু টোটকা করলেই আপনার বাড়িতে সমস্ত সমস্যা দূর হবে এবং অর্থ ভাগ্য খুলে যাবে।এদিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি প্রচলিত আছে।
advertisement
3/7
তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এদিন ফুলের বদলে ফল দিয়ে মা কালীর মূর্তিকে সাজানো হয়। ফলহারিণী কালীপুজোয় মনের ইচ্ছে পূরণ করার জন্য বিশেষ পুজোর বিধি রয়েছে।
তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এদিন ফুলের বদলে ফল দিয়ে মা কালীর মূর্তিকে সাজানো হয়। ফলহারিণী কালীপুজোয় মনের ইচ্ছে পূরণ করার জন্য বিশেষ পুজোর বিধি রয়েছে।
advertisement
4/7
বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান, ফলহারিনী কালীপুজোয় জীবনে সুখ সমৃদ্ধি আনতে এদিন দেবীকে আপনার সবচেয়ে পছন্দের ফল নিবেদন করে পুজো দিতে হবে। পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দিন। এক বছর আর ওই ফল আপনি খেত পারবেন না। এক বছরের মধ্যে মনোস্কামনা পূরণ হলে প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিন।
বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান, ফলহারিনী কালীপুজোয় জীবনে সুখ সমৃদ্ধি আনতে এদিন দেবীকে আপনার সবচেয়ে পছন্দের ফল নিবেদন করে পুজো দিতে হবে। পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দিন। এক বছর আর ওই ফল আপনি খেত পারবেন না। এক বছরের মধ্যে মনোস্কামনা পূরণ হলে প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিন।
advertisement
5/7
তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিক ভাবে ওই ফল আপনি খেতে পারবেন। এদিন মায়ের আরাধনার ফল অর্থলাভ হয়, যশোলাভ হয়, পেশাগত জীবনে উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে।ফলহারিণী কালীপুজো করলে ছাত্রছাত্রীদের বিদ্যালাভের পথে বাধা দূর হয়।
তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিক ভাবে ওই ফল আপনি খেতে পারবেন। এদিন মায়ের আরাধনার ফল অর্থলাভ হয়, যশোলাভ হয়, পেশাগত জীবনে উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে।ফলহারিণী কালীপুজো করলে ছাত্রছাত্রীদের বিদ্যালাভের পথে বাধা দূর হয়।
advertisement
6/7
বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান, তন্ত্রসাধকদের কাছে ফলহারিণী অমাবস্যা অত্যন্ত মহাত্ম্যপূর্ণ তিথি। আর্থিক উন্নতির জন্য এদিন বাড়ির উত্তর-পূর্বক কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন তবে তেল নয় ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে।।
বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান, তন্ত্রসাধকদের কাছে ফলহারিণী অমাবস্যা অত্যন্ত মহাত্ম্যপূর্ণ তিথি। আর্থিক উন্নতির জন্য এদিন বাড়ির উত্তর-পূর্বক কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন তবে তেল নয় ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে।।
advertisement
7/7
এছাড়া এদিন প্রদীপে তিনটি লবঙ্গ, তিনটি এলাচ ও একটি মুদ্রা দেবেন। এরপর এই মাটির প্রদীপটি বাড়ির উত্তর-পূর্ব কোণে রেখে দেবেন। এই প্রদীপ কখনো নিজে থেকে নেভাবেন না। জ্যোতিষ মতে ফলহারিনী অমাবস্যা এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তাই ফলহারিণীকালীপুজোর এই বিশেষ দিনে এই ছোট্ট একটি টোটকা করলেই আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। Input- Piya Gupta
এছাড়া এদিন প্রদীপে তিনটি লবঙ্গ, তিনটি এলাচ ও একটি মুদ্রা দেবেন। এরপর এই মাটির প্রদীপটি বাড়ির উত্তর-পূর্ব কোণে রেখে দেবেন। এই প্রদীপ কখনো নিজে থেকে নেভাবেন না। জ্যোতিষ মতে ফলহারিনী অমাবস্যা এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তাই ফলহারিণীকালীপুজোর এই বিশেষ দিনে এই ছোট্ট একটি টোটকা করলেই আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। Input- Piya Gupta
advertisement
advertisement
advertisement