কারও হাতের তালু (Palmistry)থেকে সাধারণত সেই ব্যক্তির ভবিষ্যৎ বা তাঁর ব্যক্তিত্বের সম্পর্কে জানা যায়। হাতের নানা রেখা বা নানা চিহ্ন থেকেও সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যৎ বিষয়েও নানা অনুমান সম্ভব। এমনই এক চিহ্ন হল-- 'এইচ। কোনও ব্যক্তির হাতে এই চিহ্ন থাকলে তিনি বিপুল সৌভাগ্য়ের মুখোমুখি হন। আসে সোনালি ভবিষ্যতের সম্ভাবনা।
যাঁদের হাতে এই চিহ্ন (Palmistry)থাকে তাঁরা খুব পরিচ্ছন্ন হন, খুব মহৎ হৃদয়ের হন এঁরা। উদার হৃদয় হওয়ায় এঁরা প্রতারিতও হন সহজে। তবে তাতে এঁদের স্থায়ী কোনও ক্ষতি হয় না। কেননা, এঁরা মানসিকতার দিক থেকে খুব ইতিবাচক হন। ফলে সমস্ত ক্ষয়-ক্ষতি সামলে উঠে ফের সাফল্যের চূড়ায় উঠতে পারার ক্ষমতা রাখেন এই ব্যক্তিরা।