Palmistry: বিপুল অর্থ-যোগ, সোনালি ভবিষ্যৎ! হাতের তালুতে যদি থাকে 'এই' বিশেষ চিহ্ন! আছে নাকি আপনার?

Last Updated:
Palmistry: জ্যোতিষ শাস্ত্র মতে, বিশেষ করে যাঁদের বয়স ৪০ বা তারও বেশি, তাঁদের ক্ষেত্রে এই 'এইচ চিহ্ন' বিশেষ সৌভাগ্যের সূচক।
1/5
কারও হাতের তালু থেকে সাধারণত সেই ব্যক্তির ভবিষ্যৎ বা তাঁর ব্যক্তিত্বের সম্পর্কে জানা যায়। হাতের নানা রেখা বা নানা চিহ্ন থেকেও সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যৎ বিষয়েও নানা অনুমান সম্ভব। এমনই এক চিহ্ন হল-- 'এইচ। কোনও ব্যক্তির হাতে এই চিহ্ন থাকলে তিনি বিপুল সৌভাগ্য়ের মুখোমুখি হন। আসে সোনালি ভবিষ্যতের সম্ভাবনা।
কারও হাতের তালু থেকে সাধারণত সেই ব্যক্তির ভবিষ্যৎ বা তাঁর ব্যক্তিত্বের সম্পর্কে জানা যায়। হাতের নানা রেখা বা নানা চিহ্ন থেকেও সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যৎ বিষয়েও নানা অনুমান সম্ভব। এমনই এক চিহ্ন হল-- 'এইচ। কোনও ব্যক্তির হাতে এই চিহ্ন থাকলে তিনি বিপুল সৌভাগ্য়ের মুখোমুখি হন। আসে সোনালি ভবিষ্যতের সম্ভাবনা।
advertisement
2/5
জ্যোতিষ শাস্ত্র মতে, বিশেষ করে যাঁদের বয়স ৪০ বা তারও বেশি, তাঁদের ক্ষেত্রে এই 'এইচ চিহ্ন' বিশেষ সৌভাগ্যের সূচক। হাতের তালুতে 'এইচ' চিহ্ন থাকলে সেই ব্যক্তির ভাগ্য অন্যদের তুলনায় খুবই সদর্থক ফল দিতে চলেছে। এঁদের জীবনযাপন হয় উন্নত মানের।
জ্যোতিষ শাস্ত্র মতে, বিশেষ করে যাঁদের বয়স ৪০ বা তারও বেশি, তাঁদের ক্ষেত্রে এই 'এইচ চিহ্ন' বিশেষ সৌভাগ্যের সূচক। হাতের তালুতে 'এইচ' চিহ্ন থাকলে সেই ব্যক্তির ভাগ্য অন্যদের তুলনায় খুবই সদর্থক ফল দিতে চলেছে। এঁদের জীবনযাপন হয় উন্নত মানের।
advertisement
3/5
তবে মনে রাখতে হবে, এই চিহ্নের অধিকারী হলেও সাধারণত ৪০ বছর বয়সের আগে সৌভাগ্যের সূচনা ঘটে না এঁদের। তাই হাতের তালুতে 'এইচ' চিহ্ন থাকলেও তাঁকে ৪০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়।
তবে মনে রাখতে হবে, এই চিহ্নের অধিকারী হলেও সাধারণত ৪০ বছর বয়সের আগে সৌভাগ্যের সূচনা ঘটে না এঁদের। তাই হাতের তালুতে 'এইচ' চিহ্ন থাকলেও তাঁকে ৪০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়।
advertisement
4/5
 কিন্তু অপেক্ষা করতে হলেও সৌভাগ্য ও অর্থকরী ক্ষেত্রে উন্নতি এতটাই বেশি হয় যা ব্যক্তিকে আর পিছু ফিরে তাকাতে দেয় না।
 কিন্তু অপেক্ষা করতে হলেও সৌভাগ্য ও অর্থকরী ক্ষেত্রে উন্নতি এতটাই বেশি হয় যা ব্যক্তিকে আর পিছু ফিরে তাকাতে দেয় না।
advertisement
5/5
যাঁদের হাতে এই চিহ্ন থাকে তাঁরা খুব পরিচ্ছন্ন হন, খুব মহৎ হৃদয়ের হন এঁরা। উদার হৃদয় হওয়ায় এঁরা প্রতারিতও হন সহজে। তবে তাতে এঁদের স্থায়ী কোনও ক্ষতি হয় না। কেননা, এঁরা মানসিকতার দিক থেকে খুব ইতিবাচক হন। ফলে সমস্ত ক্ষয়-ক্ষতি সামলে উঠে ফের সাফল্যের চূড়ায় উঠতে পারার ক্ষমতা রাখেন এই ব্যক্তিরা।
যাঁদের হাতে এই চিহ্ন থাকে তাঁরা খুব পরিচ্ছন্ন হন, খুব মহৎ হৃদয়ের হন এঁরা। উদার হৃদয় হওয়ায় এঁরা প্রতারিতও হন সহজে। তবে তাতে এঁদের স্থায়ী কোনও ক্ষতি হয় না। কেননা, এঁরা মানসিকতার দিক থেকে খুব ইতিবাচক হন। ফলে সমস্ত ক্ষয়-ক্ষতি সামলে উঠে ফের সাফল্যের চূড়ায় উঠতে পারার ক্ষমতা রাখেন এই ব্যক্তিরা।
advertisement
advertisement
advertisement