Somwar Shiva Puja Tips: সোমবার মহাদেবের পায়ে ছুঁয়ে দিন এই জিনিস, টাকার পাহাড় হবে, চাকরিতে বস হবেন!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Remove Graha Dosh: দিল্লির প্রসিদ্ধ জ্যোতিষী পণ্ডিত অলোক পাণ্ড্যের কাছ থেকে জেনে নেওয়া যাক, ভগবান শিবকে কী নিবেদন করলে উপকার হয়। এছাড়াও কোন পদ্ধতিতে এটি দেওয়া উচিত জানেন?
সোমবারকে বলা হয় শিবের বার৷ সেই দিন ভগবান শিবের পুজো করা হয়৷ এই সোমবারের পুজার সময়, এমন অনেক জিনিস রয়েছে যা ঈশ্বরকে নিবেদন করলে উপকার পাবেন। ঈশ্বরকে খুশি করতে যথাযথ পুজো করতে হবে। যদি কোনও ব্যক্তি মহাদেবের পুজো করার সময় এই জিনিসটি নিবেদন করেন, তাহলে ভোলেনাথ অত্যন্ত প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল লাভ হয়।
advertisement
advertisement
advertisement
১)কারও যদি গ্রহগত ত্রুটির ফলে জীবনে সংঙ্কট হয়, তাহলে তিনি শিবকে যব নিবেদন করতে পারেন। এটি গ্রহের দোষ থেকে মুক্তি দেয়।২)ভগবান ভোলেনাথকে যব নিবেদনের উপকারিতা অনেক৷ এতে ভক্তদের সমস্ত সমস্যার সমাধান হয়৷
৩)ঘরে যদি দুর্দশা ও অর্থের অভাব থাকে, তাহলে ভগবান শিবকে যব নিবেদন করলে সেই কষ্ট দূর হয় এবং অভাব আর ঘরে ঘেঁষতে পারে না৷
advertisement