Numerology Tips: নতুন গাড়ি কিনছেন? সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখে নিন কোন গাড়ির নম্বর আপনার জন্য লাকি
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Numerology Tips: সংখ্যাতত্ত্ব অনুযায়ী, প্রতিটি সংখ্যার নিজস্ব এনার্জি থাকে। যা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে।
advertisement
advertisement
বন্ধুত্বপূর্ণ সংখ্যা: সংখ্যাতত্ত্বে কিছু সংখ্যা আমাদের এনার্জির সঙ্গে সামঞ্জস্য রাখতে পারে। যা বন্ধুত্বপূর্ণ সংখ্যা বা ফ্রেন্ডলি নম্বর বলে পরিচিত। এই সংখ্যাগুলি এক ব্যক্তির জীবনের আনন্দ, শান্তি এবং সাফল্য বাড়ানোর জন্য দায়ী। উদাহরণ হিসেবে বলা যায় যে, সংখ্যা ১,৩ এবং ৫-কে বন্ধুত্বপূর্ণ সংখ্যা হিসেবে গণ্য করা হয়। আর এই সংখ্যাগুলি নম্বর প্লেটে থাকলে যাত্রাপথ, উন্নতি এবং কৃতিত্ব অনেকটাই মসৃণ হয়ে যেতে পারে।
advertisement
শত্রু সংখ্যা: অন্যদিকে, কিছু সংখ্যা আমাদের এনার্জির সঙ্গে মেলে না। যার জেরে প্রতিকূল প্রভাব তৈরি হয়। এই সংখ্যাকে শত্রু সংখ্যা বা এনিমি নম্বর বলা হয়। যা এড়িয়ে চলাই ভাল। শত্রু সংখ্যার ক্যাটাগরিতে পড়ে ৪, ৬ এবং ৮-এর মতো সংখ্যা। নম্বর প্লেটে এই সংখ্যা থাকলে চ্যালেঞ্জ বা বিপদ আসে। কাঙ্ক্ষিত সাফল্য লাভ হয় না।
advertisement
advertisement
সংখ্যা বাছাই করার উপায়: একটি গাড়ি কেনার ক্ষেত্রে উপযুক্ত নম্বর প্লেট বেছে নেওয়া আবশ্যক। যাতে যাত্রাপথ মসৃণ হয়। কীভাবে গণনা করতে হবে, সেটাই দেখে নেওয়া যাক। ধরা যাক, কারও জন্মদিন ৩০.০৭.১৯৮৯। এই জন্মতারিখের প্রত্যেকটি সংখ্যাকে যোগ করতে হবে। ৩ + ০ + ০ + ৭ + ১ + ৯ + ৮ + ৯ = ৩৭। ৩ + ৭ = ১০। ১ + ০ = ১
advertisement


