Horoscope|Zodiac Sign|Astrological Prediction: খুব সাবধান! এই রাশির জাতক-জাতিকারা! রবিবারই বরবাদ করতে পারে জীবন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Astrological Prediction|Horoscope of the day|Zodiac Sign|Solar Eclipse|Surya Grahan 2021|Chandra Grahan 2021|Lunar Eclipse 2021|Life Style: অযথা কোনও অ্যাক্টিভিটিতে না যাওয়াই শরীরের পক্ষে মঙ্গলকর
advertisement
advertisement
advertisement
advertisement
সিংহ রাশি (Singh Rashifal, Leo, 28 November 2021): আত্মবিশ্বাস ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলেই আজ ভাল কিছু হবেই হবে ৷ সমাজে আপনার গ্রহণযোগ্যতা আরও বাড়বে ৷ গুরুজনদের সাহায্য পাবেন অনায়াসেই ৷ অতিরিক্ত রাগের জন্য কাজে বাধা আসতে পারে তাই রাগের উপরে নিয়ন্ত্রণ রাখুন ৷ বিবাহিত জীবন ভালই কাটবে ৷ শরীর ভাল হবে ৷ পুরনো সকল রোগ সেরে উঠবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
কন্যা রাশি (Kanya Rashifal, Virgo, 28 November 2021): শারীরিক ও মানসিক দিক থেক হয়রান হবেন আপনি ৷ ছোট বড় সমস্যা হতেই থাকবে ৷ পরিবারের সদস্যদের সঙ্গে মত পার্থক্য হবেই হবে ৷ অতিরিক্ত রাগই সমস্যাকর পরিস্থিতির সৃষ্টি করবে ৷ হঠাৎ কোনও বড় খরচ হতে পারে ৷ চাকরিজীবীরা সতর্ক থাকুন ৷ কোর্ট কাছারির কাজের পক্ষে আজ ভাল দিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
তুলা রাশি (Tula Rashifal, 28 November 2021): আলাদা আলাদা ক্ষেত্র থেকে আজ লাভবান হওযার প্রবল সম্ভাবনা থাকবে ৷ শরীর ও মন একটু স্বস্তিতে থাকবে ৷ দিনের বেলায় বন্ধুদের সঙ্গে কোনও ভাল জায়গায় যাওয়ার সংযোগ থাকবে ৷ দাম্পত্য জীবন ভালই থাকবে ৷ ব্যবসা ও চাকরির ক্ষেত্রে ভাল থাকবে জীবন ৷ সিদ্ধিদাতা গণেশের কৃপায় অবিবাহিতদের বিয়ের দিন ধার্য হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
ধনু রাশি (Dhanu Rashifal, 28 November 2021): শারীরিক অবস্থার অবনতি হবে, ক্লান্তি ঘিরে ধরবে চারদিক থেকেই ৷ মানসিক ভাবেই বিধ্বস্ত থাকবেন আজকের দিনে ৷ বেশ কিছু ক্ষেত্রেই আজ সিদ্ধান্ত না নেওয়াই ভাল ৷ এমন মনেই হতে পারে আজ ভাগ্য সঙ্গ দিচ্ছেনা ৷ অফিসে আধিকারিকদের ক্রোধে শিকার হতে পারেন ৷ আজ অতিরিক্ত সাহস না দেখানোই উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
মেষ রাশি (Mesh Rashifal, 28 November 2021): আজ সারাদিন শারীরিক ও মানসিক ক্লান্তি অনুভব করবেন ৷ পরিশ্রমের তুলনা সাফল্যের হার কম হবে ৷ ফলে নিরাশা ঘিরে ধরবে ৷ সন্তানের জন্য দুশ্চিন্তা হতে পারে ৷ কাজে ব্যস্ত থাকার জন্য পরিবারের দিকে ততটা সময় দিতে পারবেন না ৷ ঘোরা ফেরার বিষয় থাকলে সেটি এড়িয়ে যাওয়াই ভাল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
মিথুন রাশি (Mithun Rashifal, 28 November 2021): আজকের দিন ভালই যাবে নতুন পরিক্লপনা করা যেতে পারে নতুন পরিকল্পনাতেই বাজিমাত করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা ৷ ব্যবসার ক্ষেত্রে সরকারি সাহায্য পাবেন ৷ চাকরির ক্ষেত্রে আসবে সমৃদ্ধি ৷ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক থাকবে ভাল ৷ ছোটখাট যাত্রা হতে পারে আজ ৷ সিদ্ধিদাতা গণেশের কৃপাতে আজ বিরোধীদের বিরুদ্ধে জয়ী হবেন আপনি ৷ কর্মব্যস্ত দিন কাটবে ভালই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
মকর রাশি (Makar Rashifal, 28 November 2021): আজ খাবার দাবারের দিকে বিশেষ ভাবে নজর দিন ৷ শরীর খারাপ হতে পারে আজ ৷ বিভিন্ন উপাচার বা যাত্রার ক্ষেত্রে টাকা খরচ হবে আজ ৷ বিভিন্ন কঠিন পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে হবে ৷ অংশীদারের সঙ্গে মতবেদ হবে ৷ অফিসের পরিবেশ অনুকূল থাকবেনা ৷ নতুন সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে হতে হবে সাবধানী ৷ প্রতীকী ছবি ৷
advertisement
কুম্ভ রাশি (Kumbh Rashifal, 28 November 2021): প্রতিটি কাজই আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন হবে ৷ ঘুরতে যাওয়া বা পিকনিকের যোগাযোগ থাকবে ৷ মনের মত খাবার বা পোশাক পরার মত পরিস্থিতি আসবে ৷ অংশীদারিত্বে লাভবান হতে পারবেন আপনি ৷ বিরোধীদের সঙ্গে বিবাদের রাস্তায় না যাওয়াই ভাল ৷ শরীরে বেশ কিছু বদল আসবে ৷ পরিবারের সদস্যদের মাঝেই ভয়ের পরিবেশ সৃষ্টি হবে ৷ প্রতীকী ছবি ৷