Even Number Year 2022: কেমন হবে নতুন বছর? ২০২২-এর মধ্যেই লুকিয়ে আছে গভীর রহস্য! চমকে যাবেন আপনিও

Last Updated:
New Year 2022|Even Number Year 2022|Rashifal 2022|Zodiac Sign 2022|AstrologicalPrediction 2022|Horoscope 2022|Shagun Shastra 2022|Apshagun 2022|Life Style: নতুন বছর অর্থাৎ ২০২২ সবার কাছে অত্যন্ত ভাল হোক, জীবনে সুখ নেমে আসুক, থাকুক সমৃদ্ধি
1/9
ভবিষ্যদ্বাণী কেউই করতে পারেনা ৷ কিন্তু মন বারেবারে বলে আজকের নতুন বছর বিগত দুই বছরের থেকে অনেকটাই ভাল হবে ৷ এর কারণ অঙ্কতেই লুকিয়ে আছে ৷ ২০২২ এর মধ্যে চারটি সংখ্যাই জোড় সংখ্যা (Even Numbers) ৷ প্রতীকী ছবি ৷
ভবিষ্যদ্বাণী কেউই করতে পারেনা ৷ কিন্তু মন বারেবারে বলে আজকের নতুন বছর বিগত দুই বছরের থেকে অনেকটাই ভাল হবে ৷ এর কারণ অঙ্কতেই লুকিয়ে আছে ৷ ২০২২ এর মধ্যে চারটি সংখ্যাই জোড় সংখ্যা (Even Numbers) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
জোড় সংখ্যা (Even Numbers) সেগুলিই যা ২ দিয়ে ভাগ করা যায়, যেমন দুই দিয়ে দুইকে বাগ করলে এক এক করে হয় ৷  প্রতীকী ছবি ৷
জোড় সংখ্যা (Even Numbers) সেগুলিই যা ২ দিয়ে ভাগ করা যায়, যেমন দুই দিয়ে দুইকে বাগ করলে এক এক করে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
চারকে ভাগ করলে ২-২ হবে ১০ কে ভাগ করলে পাঁচ-পাঁচ হবে ৷ অর্থাৎ জোড় সংখ্যার মধ্যে সমবণ্টন রয়েছে ৷ বিজ্ঞানও বলছে জোড় সংখ্যার মধ্যে এক অদ্ভূত সামাঞ্জস্য রয়েছে ৷ যা একটি গঠন মূলক বিচার ধারার জন্ম দেয় ৷  প্রতীকী ছবি ৷
চারকে ভাগ করলে ২-২ হবে ১০ কে ভাগ করলে পাঁচ-পাঁচ হবে ৷ অর্থাৎ জোড় সংখ্যার মধ্যে সমবণ্টন রয়েছে ৷ বিজ্ঞানও বলছে জোড় সংখ্যার মধ্যে এক অদ্ভূত সামাঞ্জস্য রয়েছে ৷ যা একটি গঠন মূলক বিচার ধারার জন্ম দেয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানতে পারা গিয়েছে ৷ এক থেকে একশো পর্যন্ত সংখ্যা দেখানো হয়েছে এবং সেখানে জিজ্ঞাসা করা হয়েছে, সেখানে প্রায় সবাই বলেছেন জোড় সংখ্যা ভারসাম্য সংযুক্ত, শান্তির বার্তা দেয় ৷ প্রতীকী ছবি ৷
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানতে পারা গিয়েছে ৷ এক থেকে একশো পর্যন্ত সংখ্যা দেখানো হয়েছে এবং সেখানে জিজ্ঞাসা করা হয়েছে, সেখানে প্রায় সবাই বলেছেন জোড় সংখ্যা ভারসাম্য সংযুক্ত, শান্তির বার্তা দেয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
যেখানে বিজোড় সংখ্যা (Odd Numbers) যেমন ১, ৩, ৫ এই নম্বরগুলি হতাশ করে মনে ভয় ধরায় ৷ এর উল্লেখ বিভিন্ন ক্ষেত্রেই রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
যেখানে বিজোড় সংখ্যা (Odd Numbers) যেমন ১, ৩, ৫ এই নম্বরগুলি হতাশ করে মনে ভয় ধরায় ৷ এর উল্লেখ বিভিন্ন ক্ষেত্রেই রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
যেমন বেশিরভাগ যদি হিন্দু দেবদেবীদের কথা বলা হয় তাঁরা জুড়িতে জুটিতেই থাকেন ৷ বেদেরও পর্যন্ত চারটি ৷ ঋকবেদে ১০টি অধ্যায় আছে ৷ হিন্দু ধর্মের ২টি মহাকাব্য রয়েছে যেমন রামায়ণ, মহাভারত ৷ জোড় সংখ্যা হিসাবে এই উদাহরণও দেওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
যেমন বেশিরভাগ যদি হিন্দু দেবদেবীদের কথা বলা হয় তাঁরা জুড়িতে জুটিতেই থাকেন ৷ বেদেরও পর্যন্ত চারটি ৷ ঋকবেদে ১০টি অধ্যায় আছে ৷ হিন্দু ধর্মের ২টি মহাকাব্য রয়েছে যেমন রামায়ণ, মহাভারত ৷ জোড় সংখ্যা হিসাবে এই উদাহরণও দেওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
বিষ্ণুরও দশ অবতার অর্থাৎ জোড় সংখ্যা ৷ হিন্দুধর্মে চারধাম উল্লেখ করা হছে তাও জোড় সংখ্যা ৷ রাধাকৃষ্ণ, শিব দুর্গা, রাম-সীতা অর্থাৎ সমস্ত ভাল কিছুই জোড় সংখ্যায় হয় ৷ প্রতীকী ছবি ৷
বিষ্ণুরও দশ অবতার অর্থাৎ জোড় সংখ্যা ৷ হিন্দুধর্মে চারধাম উল্লেখ করা হছে তাও জোড় সংখ্যা ৷ রাধাকৃষ্ণ, শিব দুর্গা, রাম-সীতা অর্থাৎ সমস্ত ভাল কিছুই জোড় সংখ্যায় হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
হিন্দু দর্শনেও এর সম্পূর্ণ বাস্তবিকতা আছে, যেমন আত্মা-পরমাত্মা ৷ নিজস্ব উপলব্দিতেই জাবন কাটে সুন্দর ভাবে ৷ প্রতীকী ছবি ৷
হিন্দু দর্শনেও এর সম্পূর্ণ বাস্তবিকতা আছে, যেমন আত্মা-পরমাত্মা ৷ নিজস্ব উপলব্দিতেই জাবন কাটে সুন্দর ভাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
যদি সব কিছু মিলিয়ে বলতে হয় সেক্ষেত্রে বলা যেতে পারে যে জোড় সংখ্যাতে জীবনের অনেক সিদ্ধান্ত লুকিয়ে আছে ৷ এই নিয়ে বলাই যেতে পারে যে জোড় সংখ্যায় নতুন বছর সবার জন্য শুভ ও গঠনমূলক চিন্তা নিয়ে আসবে সবাই ভাল থাকবেন ৷ প্রতীকী ছবি ৷
যদি সব কিছু মিলিয়ে বলতে হয় সেক্ষেত্রে বলা যেতে পারে যে জোড় সংখ্যাতে জীবনের অনেক সিদ্ধান্ত লুকিয়ে আছে ৷ এই নিয়ে বলাই যেতে পারে যে জোড় সংখ্যায় নতুন বছর সবার জন্য শুভ ও গঠনমূলক চিন্তা নিয়ে আসবে সবাই ভাল থাকবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement